নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যে তে ইচ্ছা করে

পৃথিবীর সব চেয়ে undefined কেউ একজন, কিছুটা unlucky তো বটেই........

রাতের_আকাশ

রাতের_আকাশ › বিস্তারিত পোস্টঃ

আলু বেচো, ছোলা বেচো

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১১

আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকরখানি,

বেচো না , বেচো না বন্ধু তোমার চোখের মণি ।।



কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা,

বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচো না।



ঝিঙে বেচো পাঁচ সিকিতে, হাজার টাকায় সোনা

বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না।



ঘরদোর বেচো ইচ্ছে হলে, করব না কো মানা

হাতের কলম জনম দুঃখী, তাকে বেচো না



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২০

স্বপনবাজ বলেছেন: +++++
অল্প কথায় অনেক দামী কথা বলার জন্য !

২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১০

রাতের_আকাশ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
পুরো album এর লিংক থাকলে শেয়ার করুন

২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১২

রাতের_আকাশ বলেছেন: http://www.youtube.com/watch?v=u5zkgaOuQ8A

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

নয়ামুখ বলেছেন: খুব ভালো লাগলো। পোস্টে প্লাস না দিয়ে পারলামনা ।

২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১০

রাতের_আকাশ বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭

মতিউর রহমান মিঠু বলেছেন: প্রতুল মুখোপাধ্যায় এর অসাধার সৃষ্টি। "আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই" গানের জনক এই গুণী মানুষটি। ডিঙ্গা ভাষাও সাগরে সাথিরে, ডিঙ্গা ভাষাও সাগরে সহ অসংখ্য গানের শ্রষ্ঠা অসম্ভব প্রতিভাবান এই মানুষটি শুধু শিল্পী না, তিনি গীতিকার, সুরকার এবং কন্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায়

কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বর্তমান প্রজন্মের কোনো ছেলে, মেয়েকে জিজ্ঞেস করলে বেশি সংখ্যকই বলবে এটা মাহমুদুজ্জামান বাবু ভাইয়ের গান!!

২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১১

রাতের_আকাশ বলেছেন: ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১২

রাতের_আকাশ বলেছেন: http://www.youtube.com/watch?v=u5zkgaOuQ8A

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

সাদা রং- বলেছেন: এই গানটি প্রতুল মুখোপাধ্যায় নিজের মুখে আমি শুনেছিলাম ৩-৪ বছর আগে উদিচির অনুষ্ঠানে শিল্পকলায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.