![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও
বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত !
ভারত ষিমান্ত থেকে এয়ার ডিসটেন্স ৪ কিলো আর রুমা বাজার থেকে ১৪ কিলোর মত। পাহাড়িদের ৬ - ৮ ঘন্টা হাটার রাস্তা। আমরা হেটেছিলাম ১২ ঘন্টায়!
মজার ব্যাপার এটা রাংগামাটি জেলার বিলাইছড়িতে হলেও এখানের মানুষের সাথে যোগাযোগ বান্দরবন জেলার রুমা বাজারের সাথে , কারণ বিলাইছড়ি যেতে লাগে প্রায় এক সপ্তাহ, আর রুমা এক দিন!
রোদের আলো চিকমিক করছে দুরন্ত উচ্ছল জলধারা্য!
কর্ণফুলী নদীর যে কয়টা উৎস আছে তার একটি বড় উৎস হচ্ছে রাইখ্যাং নদী । জারা জিরি বা জারুল জিরিতে শুরু হয়ে এতে মিশেছে দুমলং জিরি আরো অনেক ছোট বড় জিরি। এই রাইখ্যাং নদীতেই জলপ্রপাতটির অবস্হান । দুমলং চুড়ার নীচে, আর রাইখ্যাং লেকের পিছে !
ঝরণা দেখতে গিয়ে থাকতে হবে রাইখাং লেকের পারে পকুর পাড়ায় অথবা প্রংজন পাড়ায়, ছবিতে দেখা যাচ্ছে নীচে :
গুগুল আর্থে পকুরপাড়া ঝরনার আশ - পাশে এলাকা ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
রাতুলবিডি২ বলেছেন: Khub sundor jaiga - yes bro !
Thanks.
২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫
অনন্যা09 বলেছেন: রুমায় পৌছানোর পর কি করতে হবে?? হাটা পথ কোথা থেকে শুরু ?? রাইখ্যাং এর আশে পাশে থাকার ব্যবস্থা আছে কি
২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
রাতুলবিডি২ বলেছেন: রুমা বাজারে গাইডের অফিস আছে ২টা । যে কোনাটা থেকে গাইড নিলে বাকি কাজ গাইডের । তবে আগে ট্রকিং এর অভ্যাস না থাকলে প্রঠমবার সেখানে না জাওয়া ভাল, আগে কেওক্রডং - বা তাজিংডং গিয়ে পরে চেষ্টা করুন ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
নবীন বালক বলেছেন: Khub sundor jaiga. Thanks for shareing.