![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Shoot for the moon. Even if you miss, you'll land among the stars
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট
ডাবল খাট রেখে আমি করবটা কী?
হা হা হা পায়রে হাসি
আমরা পুরুষ নইতো খাসি
বলতে পারি না ‘ভালবাসি’
কচু গাছে দিমু ফাঁসি।
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)।
ওরে ও পাগলা পোলা
আশি টাকা নাকি তোলা
খাটের তক্তাগুলো জোরসে ধরে হ্যাঁচকা টানে
মার হাঁক হায়দারী হাঁক
ভেঙ্গে ফেল ঘুনে ধরা খাট
টেকা লাগলে আমি দিমু
তক্তা বেইচ্চা কটকটি খামু
লগে থাকব আমার মামু।
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)।
খাটের স্ট্যান্ডগুলি
দুহাতে উপরে তুলি
শক্তি দিয়ে আঘাত কর মেঝে বরাবর
মেঝের টাইলস ভেঙ্গে গেলে
অথবা নষ্ট হলে
টেকা লাগলে আমি দিমু
সাক্ষী আছে আমার মামু
এক কথা আর কয়বার কমু।
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)।
নাচে ঐ কালবৈশাখী
তাতে আমার যায় আসে কি?
আমি তো সারা বছর ডাবল খাটে একলা ঘুমাই
বন্ধুরা হচ্ছে জামাই
শ্বশুর বাড়ীতে খাচ্ছে সেমাই
আদর যত্ন করছে কামাই
আমি শুধু ডাবল খাটে একলা ঘুমাই।
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট (কোরাস)।
__________________________________________________________
এরকম লেখা যে লিখতে পারে তাঁকে অবশ্যই মিস করি
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬
রাতুল এক্সট্রা বলেছেন: এসেছেন এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
তাই কিছুই আর কমুনা
শুধু উঠায়ে দেন আমার ওয়াচ
আপনাকেই তখন ডাকব ভচ
২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগের নিক কি?
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৪
রাতুল এক্সট্রা বলেছেন: জানলে আমার আগের নিক
করবেন আমারে সজোরে কিক
দিবেন করে সেটাও লিক
৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, বলেন :!> :#>
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
রাতুল এক্সট্রা বলেছেন: ইয়ে, আগের কোন নিক নাই
প্রথম নিক এইটাই :#>
আগে সব বলছি লাই
সত্য এখন জানাতে চাই
৪| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রাতুল শাহ ভাই?
আগের নিক কই?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২
রাতুল এক্সট্রা বলেছেন: দূর্জয় ভাই করে নাকো ভুল
ইহা রাতুল শাহ নয়
নয় ইভেন শাহ লুল
৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ।খাট ভেঙ্গে ফেলাই উচিৎ।না হলে আর হচ্ছে না।
ভালো থাকুন শুভকামনা থাকলো।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
রাতুল এক্সট্রা বলেছেন: এলেন সেলিম আনোয়ার
করলেনও উইশ ওয়েল
তবু সামু করে না ব্লগ আমার
ওয়াচ থেকে জেনারেল
৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দূর্জয় ভাই করে নাকো ভুল
ইহা রাতুল শাহ নয়
নয় ইভেন শাহ লুল
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৩
রাতুল এক্সট্রা বলেছেন: যত খুশী মজা লন
ব্লগ মানেই বিনুদন
রাখবে খুশ আপনার মন
৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি নন নতুন
বন্ধ করেন গুনগুন
অবশ্য শাহ লুলদের যুগে আমিও ব্লগার ছিলাম না, তারপরেও অনেক কিছুই জানি। আর আমাদের দুজনের নামেই "এক্সট্রা" আছে
শাহবাগ আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আপনি জেনারেল হতে পারবেন না। এখন জেনারেল করার প্রসেস বন্ধ আছে। ছাগুদের আটকানোর জন্য
১১ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯
রাতুল এক্সট্রা বলেছেন: যদিও আমি নতুন
তবু বলছেন যখন
বন্ধ করলাম গুনগুন
তবে সব এক্সট্রা এক নয়
এক্সট্রাতেও আছে নয় ছয়
একটা হল এক্সট্রাটেরেস্ট্রিয়াল
আরেকটা হল ফালতু এক্সট্রা
একদমই নয় রিয়েল
জেনারেল প্রসেস তাহলে পুরাই মরা
আমিও ছাগু খাইছি ধরা
আমার এখন কি হবে
জানি না ওয়াচ তুলবে কবে
জানি আপনি জানেন অনেক কিছু
এরপরও বলি তারই পিছু
আপনিও নিশ্চিত বুঝেছেন ভুল
কারন আমিও ছিলাম না এখানে
যখন সিন্ডিকেট করিয়েছিলেন শাহ লুল
৮| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মামা আছে অগোচরে
ভাগ্নেরা সামনে
পিছে লাগে সারাদিন
মুভ করি কেমনে?
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২০
রাতুল এক্সট্রা বলেছেন: মাথার উপর দিয়ে গেল চলে
আমি বলি কি
আর লোকে কি বলে
মরছি আমি নিজের জ্বালায়
এদিকে সবাই শুধু শিঙ্গাড়া খায়
এল কত কবি
গেল কত কুবির কবিত্ব
ছিল এক কেল্টুদা
এখন সে শুধুই দাসত্ব
শুধু বদলাইলো না সামু
যুগ বলতে চিনে শুধু মামু
৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শিঙ্গারা
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৬
রাতুল এক্সট্রা বলেছেন: যত খুশী শিঙ্গারা খান
খাইয়া হাইসা ভরান পরাণ
তবে মামু যুগই যুগ না
আরও যুগ গেছে
সেই যুগই নিছে সামু
মামু যুগের কাছে
১০| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
ShusthoChinta বলেছেন: পুরান ব্লগারদের মিস করেন,তার মানে আপ্নেও সেই পুরান মাল,ঠিক কৈছি না?
১১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫০
রাতুল এক্সট্রা বলেছেন: @ShusthoChinta: না ভুল কইছেন ... আমি পুপা হইলেও পুরানো পাপী না, পুরানো পাঠক
১২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এখনও ওয়াচে থাকলেন, সত্যি বললে সেইফ করে দিতাম
১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
রাতুল এক্সট্রা বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা: হায়রে সত্য কথা বললেও এখন কেউ আর বিশ্বাস করতে চায় না... কি যুগ যে আইসা পড়লো
বুঝতেছি সেইফ দূরে থাক, আমার কপালে জেনারেল হওয়াও নাই
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
গ্রীনলাভার বলেছেন: কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল চৌকি ও খাট
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
রাতুল এক্সট্রা বলেছেন: আমার লেখা না কিন্তু
এইটা আসলে চোরাই মাল
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কে সে?