নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাটি চালান দিয়ে খুঁজে ফিরি সমাজের নানা আসঙ্গতি ।

বাটি চালান তখনই দিতে হয়, যখন চোর ধরার বৈজ্ঞানিক সব কৌশল অকেজো হয়ে যায়

বাটি চালান

বাটি চালান তখনই দিতে হয়, যখন চোর ধরার বৈজ্ঞানিক সব কৌশল অকেজো হয়ে যায়

বাটি চালান › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের ভয়ে ভারতে আসতে চান না মার্কিনরা ।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

মামা ,হাসুম না কাদুম । দাদারা এ কি খেল দেখাল ? পাকিস্থান , আফগানিস্থান এ পর্যটকরা আসতে চায় না আমেরিকা তৈরি জঙ্গিদের ভয়ে , সেখানে ভারতে আসতে ভয় পায় ধর্ষক এর ভয়ে । মনে হয় এক একটা জঙ্গি এর চেয়ে বেশি ক্ষতি করতে সক্ষম ।



ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল বলেন , ভারতে একের পর এক নৃশংস সব ধর্ষণের ঘটনায় এখানে আর আসতে চান না যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। রাঞ্চিতে জেভিয়ার ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্সে মার্কিন শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেন ন্যান্সি। ভারতের এসে লিখাপড়া করতে মার্কিন শিক্ষার্থীরা কেনো আগ্রহ হারাচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, ভারতে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এবং নারীদের প্রতি সহিংসতার অসংখ্য ঘটনার কারণে সম্ভবত এখন ইউএস'র শিক্ষার্থীরা এখানে আসতে আতঙ্ক বোধ করেন।বিদেশি শিক্ষার্থীরাও রাস্তাঘাটে যৌন নিপীড়নের শিকার হন বলে নিজের দেশের রাষ্ট্রদূতকে জানান তারা। ন্যান্সি আরো বলেন, গত বছর শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ভারতে শিক্ষা সফর করেন। দেশে ফিরে সিএনএন আই রিপোর্টে পোস্ট করেন নিজের অভিজ্ঞতা, উত্তেজনা আর সৌন্দর্যে পরিপূর্ণ ভারত। কিন্তু এর সাথে আছে অবিরাম নির্দয় যৌন নিপীড়ন।



ভারতীও দাদাদের জন্য শুধু কি ভারতে পর্যটক ,কিম্বা শিক্ষার্থী আসতে চাইবে না তা না বাংলাদেশ এর সাথে এর সম্পর্ক আছে । কারণ যারা ইউরোপ কিম্বা বাইরে থেকে এই অঞ্চলে আসে তারা দুই দেশ কে টার্গেট করেই আসে । বিদেশি পর্যটকদের যেমন আগ্রহ আছে তাজমহল এর প্রতি তেমনি সুন্দরবন এর প্রতি । অর্থাৎ সাদা চামড়ার লোকেরা যখন আসে তখন ভারত বাংলাদেশ কে মিলেই পর্যটন এ বের হয় ।



ভারতীও দাদাদের দোনের খায়েস এর কারণে আমারা সবাই পর্যটন , কিম্বা বিদেশি শিক্ষার্থী হারাচ্ছি তা কিন্তু পরিষ্কার । আমাদের দেশের বাম রা আবার ভারত এর প্রতি যে সুদৃষ্টি প্রসন তা কি দাদাদের এই পারফরমেন্স এর কারণে কিনা জানি না , তবে একটু ধর্ষণ এর বিষয়ে একটা জরিপের কথা মনে পরল যেখানে ধর্ষণের হাত থেকে সব চেয়ে বেশি নিরাপদ এই মুসমান রাষ্ট্র গুলো থেকেই ।

মামা ,হাসুম না কাদুম । দাদারা এ কি খেল দেখাল ? পাকিস্থান , আফগানিস্থান এ পর্যটকরা আসতে চায় না আমেরিকা তৈরি জঙ্গিদের ভয়ে , সেখানে ভারতে আসতে ভয় পায় ধর্ষক এর ভয়ে । মনে হয় এক একটা জঙ্গি এর চেয়ে বেশি ক্ষতি করতে সক্ষম ।



ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল বলেন , ভারতে একের পর এক নৃশংস সব ধর্ষণের ঘটনায় এখানে আর আসতে চান না যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। রাঞ্চিতে জেভিয়ার ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্সে মার্কিন শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেন ন্যান্সি। ভারতের এসে লিখাপড়া করতে মার্কিন শিক্ষার্থীরা কেনো আগ্রহ হারাচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, ভারতে ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এবং নারীদের প্রতি সহিংসতার অসংখ্য ঘটনার কারণে সম্ভবত এখন ইউএস'র শিক্ষার্থীরা এখানে আসতে আতঙ্ক বোধ করেন।বিদেশি শিক্ষার্থীরাও রাস্তাঘাটে যৌন নিপীড়নের শিকার হন বলে নিজের দেশের রাষ্ট্রদূতকে জানান তারা। ন্যান্সি আরো বলেন, গত বছর শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ভারতে শিক্ষা সফর করেন। দেশে ফিরে সিএনএন আই রিপোর্টে পোস্ট করেন নিজের অভিজ্ঞতা, উত্তেজনা আর সৌন্দর্যে পরিপূর্ণ ভারত। কিন্তু এর সাথে আছে অবিরাম নির্দয় যৌন নিপীড়ন।



ভারতীও দাদাদের জন্য শুধু কি ভারতে পর্যটক ,কিম্বা শিক্ষার্থী আসতে চাইবে না তা না বাংলাদেশ এর সাথে এর সম্পর্ক আছে । কারণ যারা ইউরোপ কিম্বা বাইরে থেকে এই অঞ্চলে আসে তারা দুই দেশ কে টার্গেট করেই আসে । বিদেশি পর্যটকদের যেমন আগ্রহ আছে তাজমহল এর প্রতি তেমনি সুন্দরবন এর প্রতি । অর্থাৎ সাদা চামড়ার লোকেরা যখন আসে তখন ভারত বাংলাদেশ কে মিলেই পর্যটন এ বের হয় ।



ভারতীও দাদাদের দোনের খায়েস এর কারণে আমারা সবাই পর্যটন , কিম্বা বিদেশি শিক্ষার্থী হারাচ্ছি তা কিন্তু পরিষ্কার । আমাদের দেশের বাম রা আবার ভারত এর প্রতি যে সুদৃষ্টি প্রসন তা কি দাদাদের এই পারফরমেন্স এর কারণে কিনা জানি না , তবে একটু ধর্ষণ এর বিষয়ে একটা জরিপের কথা মনে পরল যেখানে ধর্ষণের হাত থেকে সব চেয়ে বেশি নিরাপদ এই মুসমান রাষ্ট্র গুলো থেকেই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

শাহ আজিজ বলেছেন: মারকিনি কিছু শহর সন্ধ্যার পর রাস্তাঘাট খালি হয় শুধু ধর্ষণ আর ছিনতাই এর ভয়ে , একজন পরিচিত বাঙ্গালী মহিলা আমায় বলেছিলেন এই ব্যাপারে । মারকিনিরা সবচে বড় ধর্ষক পৃথিবীতে । ভারতে ধর্ষণ অহরহ হয় তবে উচু শ্রেনিতে হাত পড়েছে আর মিডিয়া গুলো ঝাঁপিয়ে পড়েছে ।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪

বাটি চালান বলেছেন: আপনার সাথে মার্কিনীদের বাপারে যে কথা বলেছেন তাতে আমার দ্বিমত নাই । কারণ এই আমেরিকানরাই হাজার হাজার পারমাণবিক বোমা রাখা সত্থেও তারা ইরান এর পারমাণবিক শক্তি দিয়ে বিদ্যূৎ তৈরি করার ইচ্ছা কে যেমন বিশ্বব্যাপী তার বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ করে বেড়াচ্ছে এবং বর্বর ভাবে নিষেধাক্কা আরোপ করছে । -- টিক তেমনি প্রতি সেকেন্ডে আমেরিকাতে ধর্ষণের স্বীকার হলেও ভারত এর মাঝে মধ্যে ধর্ষণ কে পুঁজি করে প্রচার চালাচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.