![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ এর ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর। বিভিন্ন নথি-পত্রের হিসাব অনুযায়ী এই ৮ মাস ২০ দিনে পাকিস্তানি সেনা এবং তাদের এ দেশীয় দালালরা হত্যা করেছে ত্রিশ লক্ষ (৩০,০০,০০০) মানুষ। আসুন; বিষয়টিকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি। ৮ মাস ২০ দিনে ৩০,০০,০০০ প্রান হত্যা, অর্থাৎ প্রতিদিন ১২,৫০০ মানুষকে হত্যা (২৪ ঘণ্টায় ১ দিন হিসাবে)। প্রতি ঘণ্টায় হত্যা করেছে ৫২১টি প্রান। প্রতি মিনিটে হত্যা করেছে প্রায় ৯ জন বাঙালীকে। অর্থাৎ মাত্র ৭ সেকেন্ডেরও কম সময়ে হত্যা করেছে একটা জীবন্ত মানুষকে।
তোমাদের মৃত্যু আমাদের ব্যাথিত করে সত্যি; কিন্তু আমরা কিছুই করতে পারছিনা। কেমন সন্তানের জন্ম দিয়েছ তুমি যে, স্বাধীনতার ৪২ বছর পরও আজকে অশিক্ষিত, সামান্য উপার্জনের বিশ্বজিতকে প্রান দিতে হয় দেশের সেরা বিদ্যাপীঠের শিক্ষিত ছাত্রদের নির্মম অস্ত্রের আঘাতে। গার্মেন্টস ফ্যাক্টরির ২/৪ টা পোশাক চুরি ঠেকাতে আটকিয়ে দেয়া হয় অগ্নিদগ্ধ ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবার সবকটি গেট। ফলে কয়েক মুহূর্তের মধ্যে আগুনে পুরে মারা যায় শতশত পোশাক শ্রমিক, আর মালিকগন ক্ষতিপূরণ প্রদানের নামে নিজেকে কয়েকদিন আড়ালে রেখে আবার শুরু করে সেই পুরান খেলা। শ্রমিকেরা বকেয়া বেতন বা ক্ষতিপুরনের দাবীতে কথা বললেই তাদের উপর চলে নির্যাতন, কারন রাষ্ট্রযন্ত্র যে সেই মালিকের পাশেই দাড়িয়ে একই সুরে কথা বলে। নির্মমভাবে হত্যা করা হয় আমিনুর রহমান নামের শ্রমিক নেতাকে।
হায়রে বাংলাদেশ- তুই কবে আমাদের পাশে দাঁড়াবি? তুই কবে তোর ঘোমটা খুলবি?
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
উলটোরথ বলেছেন: ধন্যবাদ আপনাকে, হিসাবটা খুবই সিম্পল, আগে কেউ করেছে কিনা আমার জানা নেই... অই যেমন সাধারন বিসয়গুলি আমাদের চখ এড়িয়ে জায়।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রতি মিনিটে হত্যা করেছে প্রায় ৯ জন বাঙালীক!!
ভাল একটা হিসেব করেছেন ভাই। কাজে লাগবে। এই কাজ আগে কেউ করেছে বলে জানিনা। আপনাকে ধন্যবাদ।