![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটা স্বপ্ন ছিল
স্বপ্ন ভরা স্বপ্ন ছিল
স্বপ্ন দেখার রসদ ছিল
ভালবাসার বসত ছিল
স্বপ্নে কিছু দ্বিধা ছিল
অল্প বিস্তর দ্বন্দ্ব ছিল
কিছু ভালো মন্দ ছিল
স্বপ্নে কিছু কষ্ট ছিল
একটা প্রহর নষ্ট ছিল
স্বপ্নগুলো যেনতেন সত্যি হত যদি
বুকের মাঝে বইত কি আর দুঃখ ভরা নদি-
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
মাক্স বলেছেন: একদিনেই সব দিয়ে দিবেন নাকি??
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ওয়াও অনেক ভাললাগছে
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
===========================
আমার একটা স্বপ্ন ছিল
স্বপ্ন ভরা স্বপ্ন ছিল
স্বপ্ন দেখার রসদ ছিল
ভালবাসার বসত ছিল
স্বপ্নে কিছু দ্বিধা ছিল
অল্প বিস্তর দ্বন্দ্ব ছিল
কিছু ভালো মন্দ ছিল
স্বপ্নে কিছু কষ্ট ছিল
একটা প্রহর নষ্ট ছিল
স্বপ্নগুলো যেনতেন সত্যি হত যদি
বুকের মাঝে বইত কি আর দুঃখ ভরা নদি-
===========================
ভীষণ সুন্দর।
অনেক অনেক ভালোলাগার সাথে ১০০টা+
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২
শের শায়রী বলেছেন: আমি গর্ব বোধ করছি যে তুই আমার বন্ধু। ভাল লাগা থাকল
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
একজন আরমান বলেছেন:
শেষ দু লাইনে তো বাজিমাত করে দিলেন ভাই।
চালিয়ে যান।