নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাউত গালিব

এখন আর স্বপ্নটপ্ন দেখিনা । দুঃস্বপ্নের ঘোরে আকূল হই কখনো কখনো। নিজের ভেতর নিজেকেই ঢেকে রাখি।এসব নিয়েই আছি………… ****তুমি জানবে না,………জানবে না অন্য কেউ,……তবু খুঁজে ফিরি তোমাকেই ,হে অচেনা সুহাসিনী………………

রাউত গালিব › বিস্তারিত পোস্টঃ

আমি একা কেন?

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

কিছু কাছের মানুষ ছিল, যারা কিছু বললে দিক বেদিক না তাকিয়ে পাগলের মত ছুটে চলতাম।
কিছু কাছের মানুষ ছিল, যাদেরকে ভাল বন্ধুত্বের দাবিতে দুটো সৎ উপদেশ দিতাম।
আরও কিছু কাছের মানুষ ছিল, যাদের স্নেহ করে বলতাম, এটা কি করছিস! তুই কি বুজতে পাচ্ছিস এটা ভূল।
সময়ের ব্যবধানে সবাই আজ পাল্টে গেছে। শুধু পাল্টাইনি আমি। আর পাল্টায়নি আমার ছোট বেলায় কিছু সৎ নিয়মাবলী। এই পৃথিবীর শত ব্যস্ততার গভীরে একদিন, ঐ মানুষগুলোর প্রতি আমার ভালবাসাগুলোও পালিয়ে যাবে, নাম না জানা। না ফেরারি কোন দেশে। শত খুঁজলেও তাকে আর আগের জায়গায় পাওয়া যাবেনা। কেন জানি মনে হয় দিন শেষে আমি একা, বড়ই একা
এই পোস্ট আমার কোন বানানো গল্প না। এটা আমি নিজেই নিজেকে উৎসর্গ করলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.