![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কাছের মানুষ ছিল, যারা কিছু বললে দিক বেদিক না তাকিয়ে পাগলের মত ছুটে চলতাম।
কিছু কাছের মানুষ ছিল, যাদেরকে ভাল বন্ধুত্বের দাবিতে দুটো সৎ উপদেশ দিতাম।
আরও কিছু কাছের মানুষ ছিল, যাদের স্নেহ করে বলতাম, এটা কি করছিস! তুই কি বুজতে পাচ্ছিস এটা ভূল।
সময়ের ব্যবধানে সবাই আজ পাল্টে গেছে। শুধু পাল্টাইনি আমি। আর পাল্টায়নি আমার ছোট বেলায় কিছু সৎ নিয়মাবলী। এই পৃথিবীর শত ব্যস্ততার গভীরে একদিন, ঐ মানুষগুলোর প্রতি আমার ভালবাসাগুলোও পালিয়ে যাবে, নাম না জানা। না ফেরারি কোন দেশে। শত খুঁজলেও তাকে আর আগের জায়গায় পাওয়া যাবেনা। কেন জানি মনে হয় দিন শেষে আমি একা, বড়ই একা
এই পোস্ট আমার কোন বানানো গল্প না। এটা আমি নিজেই নিজেকে উৎসর্গ করলাম।
©somewhere in net ltd.