নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাউত গালিব

এখন আর স্বপ্নটপ্ন দেখিনা । দুঃস্বপ্নের ঘোরে আকূল হই কখনো কখনো। নিজের ভেতর নিজেকেই ঢেকে রাখি।এসব নিয়েই আছি………… ****তুমি জানবে না,………জানবে না অন্য কেউ,……তবু খুঁজে ফিরি তোমাকেই ,হে অচেনা সুহাসিনী………………

রাউত গালিব › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা ভালবাসি

১৩ ই মে, ২০১৫ দুপুর ১:২৮

কাউকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়,
মুঠোফোনের ওপাশ থেকে নরম
গলায়,"এই শুনছো" শুনতে ইচ্ছে হয়!
ফোন
ধরতে দেরী হলে,অভিমানি কান্না শুনতে ইচ্ছে হয়!
কাউকে খুব ভালোবাসতে ইচ্ছে হয়,
দুজন মিলে,মধ্যরাতে আকাশ
দেখতে ইচ্ছে হয়, ঘাসের উপর
কাশফুলের বালিশ
পেতে জোছনা পোহাতে ইচ্ছা হয়!
ভালোবাসতে ইচ্ছে হয় খুব, স্নিগ্ধ
সকালে তার কন্ঠ শুনে ঘুম
ভাঙাতে ইচ্ছে হয় কাতর ইচ্ছে হয়,
পাশাপাশি হাটার সময়
কনিষ্ঠাঙ্গুলির
ছোয়া পেতে ইচ্ছে হয়, শক্ত
করে হাতটা ধরে তার ঠোটের
কোনের বুলি শুনতে ইচ্ছে হয়,"খুব
ভালোবাসি,খুব
বেশি ভালোবাসি তোমাকে"....
কন্ঠে "প্লিজ
কিছু খেয়ে নাও" শুনতে ইচ্ছে হয়!
কাউকে খুব
করে ভালোবাসতে ইচ্ছা হয়।
ভালোবাসার সবচেয়ে প্রথম শর্ত,
"অপরের
কথা মনোযোগ দিয়ে শুনা, মূল্যায়ন
করা ও গুরুত্ব
দেওয়া "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.