এখন আর স্বপ্নটপ্ন দেখিনা । দুঃস্বপ্নের ঘোরে আকূল হই কখনো কখনো। নিজের ভেতর নিজেকেই ঢেকে রাখি।এসব নিয়েই আছি………… ****তুমি জানবে না,………জানবে না অন্য কেউ,……তবু খুঁজে ফিরি তোমাকেই ,হে অচেনা সুহাসিনী………………
জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে ! তখন খুব বেশী কষ্ট হয় ... সেই কষ্ট না কাউকে দেখানো যায় ... না কাউকে বলা যায় .......