![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙ্গিন সপ্নগুলি যখন ধুসর হতে থাকে,সেই মুহুর্তে মনের পটে আঁকা হৈম্তীর মত কিছু মুখ আবার সেই সপ্নে রংধনুর রঙ লাগেয়া দেয়।ধুসর সপ্ন আবার ধীরে ধীরে রঙ্গিন হয়ে উঠে, কিন্তু এই মুখ কি আর কয়েক বছর এর ব্যাবধানে প্রতিনিয়ত দেখার সুযোগ হবে ?কে জানে ? যে সুখের টানে আমি ঘরছারা, যে পাবিপ্রবিকে আপন করে নেওয়া,সেই মুখটি আর কতদিন আমার সামনে থাকবে তা জানি না………তবে এ্টুকুই প্রার্থনাঃ সেই অবয়ব ধারী মায়াবতীটি যেন সর্বাবস্থায় এমন হাসিখুশি আর প্রানচঞল থাকে……
©somewhere in net ltd.