নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাউত গালিব

এখন আর স্বপ্নটপ্ন দেখিনা । দুঃস্বপ্নের ঘোরে আকূল হই কখনো কখনো। নিজের ভেতর নিজেকেই ঢেকে রাখি।এসব নিয়েই আছি………… ****তুমি জানবে না,………জানবে না অন্য কেউ,……তবু খুঁজে ফিরি তোমাকেই ,হে অচেনা সুহাসিনী………………

রাউত গালিব › বিস্তারিত পোস্টঃ

দুঃস্বপ্নে স্বপ্নের ছোঁয়া

১৭ ই মে, ২০১৫ সকাল ৮:২১


রৌদ্রঃজীবন টা কেমন যেন এলোমেলো হয়ে গেল……সুন্দর সাজান গোছান স্বপ্নগুলি কেমন করেই যেন মলিন হয়ে গেল……
উর্মিলাঃ কেন এমনটি হোল…
রৌদ্রঃজানি না…তবে আমি এখন পুরোপুরি হতাশার সাগরে……আমায় ভালবাসার কেউ নাই…কেন যেন খুব একা লাগে মাঝে মাঝে
উর্মিলাঃঅপাত্রে ভালোবেসে যে আপনার ভালোবাসা পাবার যোগ্য তাকে বণ্চিত করবেন??? সৃষ্টিকর্তা আপনার জন্য যাকে তৈরী করেছেন তাকে আপনি কি করে অবহেলা করবেন।? সে এখনো আসেনি। আসলেই বুঝবেন কি রত্ন আপনার জন্য তোলা আছে।
রৌদ্রঃভাবছিলাম হয়তো শেষ হয়ে যাব,তোমার কথায় আবার স্ব্প্ন দেখতে ইচ্ছে হচ্ছে…।
উর্মিলাঃজীবনে ছ্ন্দপতন মানেই জীবন থেমে যাওয়া নয়।জীবনকে নিয়ে নতুন করে ভাবুন…।আমার বিশ্বাস আপনি ফিরে আসবেন আপনার স্ব্প্নময়য় জীবনে……।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.