![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রৌদ্রের সাথে অকারনে অভিমানের পর উর্মিলা তার বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে । রৌদ্রের খোঁজ খবর নেওয়ার তার আর সময় কোথায় ?
অন্যদিকে রৌদ্রও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছে…… উর্মিলার সাথে কথা বলতে চেয়েও কোন এক পিছুটানে আর নক করা হয় নি তার আইডিতে……।।
Conversation আর to be continue হয়তো হবে না । এভাবেই থেমে যায় তাদের কথোপোকথন…..
প্রতিটা গল্পের শুরুটা খুব সুন্দর করে শুরু হলেও শেষটা কেনো যে এত বেদনা বিধুর হয় কে জানে ?আমাদের এ ছোট জীবনে , আমাদের চারপাশে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার রৌদ্র আর উর্মিলার গল্প প্রতিনিয়ত দেখে যাচ্ছি।
আচ্ছা জীবন এমন কেন ? কেউ কি বলতে পারো ? কেন ? কেন ?কেন ?
পারলে এই গালিব কে জানিও……।অপেক্ষায় রইলাম……
©somewhere in net ltd.