![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যে আমার ন্ও
আ.আল-গালিব
আজ আমার চোখ অপলক
ভাবে তোমায় দেখছিল-
কিন্তু দূর্ভাগ্য আমার,
তোমাকে দেখার
কোন যোগ্যতা আমার নেই,
কারণ তুমি যে আমার ন্ও।
ইচ্ছে করে তোমার চোখে চোখ রাখি
পলক না ফেলে তোমার দিকে
তাকিয়ে থাকি,
তোমার টানে ছুটে আসা
এ শহরে আমি যে বড় একা।
ইচ্ছে ছিল তোমায় নিয়ে
ঘুরতে বের হব
কোনদিন রাসেল পার্ক,
কোন দিন জুবলি!
কিন্তু হায়!দূর্ভাগ্য আমার
তোমাকে নিয়ে ঘোরার
কোন যোগ্যতা আমার নেই,
কারণ তুমি যে আমার ন্ও।
ইচ্ছে ছিল তোমায় নিয়ে
আমি স্ব্প্নের বাসা গড়ব,
তুমি স্বপ্নের পুতুল,আমি
সেই পুতুলের আত্না।
কিন্তু হায়!দূর্ভাগ্য আমার
তোমাকে নিয়ে স্বপ্ন দেখার
কোন যোগ্যতা আমার নেই,
কারণ তুমি যে আমার ন্ও।
তারপরও
তোমাকে নিয়ে আমি
স্বপ্নের জাল বুনি
অবিরত,অনি:শেষ,
জানি,তোমাকে না পেলে
আমার জীবন এখানেই শেষ।
©somewhere in net ltd.