![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল হয়ে গেছে,
ফোনটা বেজেই যাচ্ছে,
ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে ভেসে উঠা নামটা দেখেই বুকের মাঝে চিন চিন করে উঠে সাথীর | সাবিল কল দিয়েছে | হঠাৎ এতদিন পর সাবিল এর কল পেয়ে অবাক হয়ে যায় সাথী |
- হ্যালো
~ কেমন আছিস?
-ভালো |
~ কোথায় তুই?
- হোস্টেলে |
~ ফ্রী আছিস, দেখা করতে পারবি?
( সাবিল এর কথা শুনে সাথী নীরব হয়ে যায়, দু'জন দুই জেলাতে থাকে এবং অনেকটাই দূরত্ব তাদের মাঝে)
- কি বলিস, দেখা! তোর সাথে ?
~ বেশি কথা না বলে তারাতারি কফি শপে চলে আয় | আমি অপেক্ষা করছি |
সাথী কিছু বলার আগেই কল কেটে দেয় সাবিল | ঝটপট হোস্টেল থেকে বের হয়ে যায় সাথী | সাবিল বসে আছে কফিশপে | সাবি্লের সামনে গিয়ে বসে পড়ে সাথী | সাবিল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে | সাথীর হাসির মাঝে অন্য রকম একটা মায়া আছে, যে কেউ হারিয়ে যাবে সাথীর হাসির মাঝে |
দুজনেই নীরবে বসে আছে, কি বলবে কিভাবে কথা শুরু বুঝে উঠতে পারছেনা | অবশেষে সাথী কথা শুরু করে
- কিরে কিছু অর্ডার দে ,তোর জলদিতে খাওয়া হয়নি |
~ ওহ সরি | এখনই দিচ্ছি
-হঠাৎ তুই এইখানে, কোন কাজে আসছিস?
~ হুম | একজনের সাথে দেখা করতে আসছি |
- ও আচ্ছা ভালো |
~ খুব মিস করছিলাম তাকে, আর কিছু বলার ছিলো তাকে তাই আসা |
- তো কে সে?
~ আমার ভালোবাসা, প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি তাকে |
- হাহা || তার টানে তুই এতদূর!
অনেকটাই অবাক হয়ে যায় সাবিল সা্থীর হাসি দেখে | সাবি্ল ভেবেছিল সাথী হয়তো অনেক কষ্ট পাবে সাবিলের কথা শুনে কিন্তু ভুল ছিলো সাবি্ল, মেয়েটা যে সত্যিই অন্যরকম | কক্ষনো নিজের আবেগ বা দুঃখ কাউকেই বুঝতে দেয়না | সব পরিস্থিতিতেই ওর মুখে হাসি থাকবেই | আগে এই ব্যাপারটাই ভালো লাগতো না সাবি্লের | প্রচন্ড রাগ হতো কিভাবে মানুষ সব পরিস্থিতিতেই এভাবে হাসতে পারে? সাবিল সবসময়ই সাথীকে বলতো নিজেকে একটু হলেও বদলাতে কিন্তু মেয়েটা এখনো বদলায়নি আগের মতোই আছে, ভাবতে থাকে সাবিল |
হঠাৎ সাবিলের নীরবতা ভেঙ্গে দেয় সাথী
- কিরে কি ভাবছিস?
~ কিছু না, এমনিতেই |
- আচ্ছা , চল তাহলে
~ ভালবাসি তোকে | খুব ভালোবাসি, প্লিজ ছেড়ে যাস না আমায় |
সাথী হাসছে সাবিলের কথা শুনে, হ্যাঁ না কোন উত্তর না দিয়েই চলে যায় সাথী |
ভালোই চলছিলো দুজনের বন্ধুত্ব | একদিন সাথী বুঝতে পারে সে ভালবেসে ফেলেছে সাবিলকে | মনের কথা সে নির্দ্বিধায় জানায় সাবিলকে কিন্তু ভাবেনি সাবিল এইভাবে দূরে চলে যাবে | তাদের মাঝে দূরত্ব বাড়তে থাকে, মাঝখানে অনেক গুলো মাস পেরিয়ে গেছে কোন যোগাযোগ ছিলনা তাদের |
আজ সাবিল বুঝতে পেরেছে তার জীবনে সাথীর গুরুত্ব কতো, তাইতো এসে দাঁড়িয়েছে সাথীর কাছে ভালোবাসার দাবি নিয়ে | কিন্তু সাথী কি এখনো ভালবাসে তাকে, কোন জবাব না দিয়েই কেন চলে গেল সে ,ভাবতে থাকে সাবিল |...............
©somewhere in net ltd.