নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাউত গালিব

এখন আর স্বপ্নটপ্ন দেখিনা । দুঃস্বপ্নের ঘোরে আকূল হই কখনো কখনো। নিজের ভেতর নিজেকেই ঢেকে রাখি।এসব নিয়েই আছি………… ****তুমি জানবে না,………জানবে না অন্য কেউ,……তবু খুঁজে ফিরি তোমাকেই ,হে অচেনা সুহাসিনী………………

রাউত গালিব › বিস্তারিত পোস্টঃ

অসম্পূর্ণ গল্প

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

ছেলেটি সপ্ন দেখতো ,মেয়েটি হয়তো তাকে এসে বলবে চল না আজ বিকেলে পদ্মার পাড় থেকে একটু ঘুরে আসি ।তুমি ওখানে যে স্বপ্নের নীড় বাঁধতে চেয়েছিলে তা না হয় না হোল,বালি দিয়ে আমরা বাড়ি বানানো খেলব…।

এরপর ফেরার পথে হেমায়েতপুরের বিশাল সবুজ মাঠের এক কনে বসে কিছুক্ষন গল্প করে,একটি নাটাই নিয়ে দুজন মিলে একই আকাশে ঘুড়ি ওড়াব…।।

সন্ধ্যার পরে কফিশপে এক কাপ করে কফি খাওয়ার পর সেই মেয়েটিই বিল দিতে চাইবে…।ছেলেটি জো্র করে বিল দিয়ে দিলেও, মেয়েটি সেই বিলের টাকা ফ্লেক্সিলো্ডে ছেলেটির মোবাইলে পাঠিয়ে দিবে…।আদুরে গলায় বলবে এর পরের বারেরটা তুমি দিও…।!

ছেলেটি মেসে ফেরার পথে মেয়েটি ব্যাগ থেকে নুডুলস এর বক্স বের করে বল্বে,’রাতে খেয়ে নিও ,প্লিজ।।

এমন কল্পনার রাজ্যে ভাসতে ভাসতেই হয়তো ছেলেটি একসময় শূন্যে মিলিয়ে যাবে…।।

আর অনেক বছর পর…। সেই মেয়েটিকে দেখা যাবে ,বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার দায়িত্ব পালন করতে…।।

বিঃদ্র- ইহা একটি কাল্পনিক গল্প

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.