![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানজি আর সাবিল একই বিশ্ববিদ্যালয়ে পড়ে...।ক্লাসের প্রথম দিন থেকেই তানজির প্রতি একটা আলাদা টান অ্নুভব করে সাবিল...।
একদিন ভার্সিটির বাস চলতে চলতে হঠাৎ করেই থেমে যায়, আর এক বন্ধুর মাধ্যমে তানজির সাথে পরিচিত হয়ে সাবিল নিজের মনের মাঝে ভালবাসার বাস চালাতে শুরু করে... খুব ভালভাবেই চলছিল তাদের বন্ধুত্বের সম্পর্ক...।
মাঝে মাঝে ভাবে সাবিল ভাবে তানজি কি বুঝে ,যে সাবিল তাকে কতটা ভালবাসে।
সাবিল কেন যে তাকে বলতে পারে না তা সে নিজেই জানে না।
কোন মজার ঘটনায় তানজি যখন হাসে তখন সাবিল অপলক চোখে তাকিয়ে থাকে তার দিকে।
মনে মনে ভাবে সে, তানজি কি তাকে শুধুই বন্ধু ভাবে?
যদি তানজিকে সে না পায় তাহলে তার কি হবে সে ভাবতেও পারে না।
ক্লাসের সবাই তার এ লুকায়িত ভালবাসার কথা জানে।
জানে না শুধু সেই মানুষটি।
আনমনে ভাবে সে কি হবে সে নিজেও বুঝে না।
নিজের ভালবাসার কথা নিজের সবচেয়ে কাছের বন্ধুটার কাছ থেকেও লুকিয়ে রেখেছে গত ৩ টি বছর ধরে।
আর যেন সে পারে না।
মনে মনে সংকল্প করে যেভাবেই হোক বলতেই হবে তানজি কে।
কয়েকবার চেষ্টা ও করেছে।
কিন্তু তানজি এর মায়ামাখা মুখটা দেখলেই তার মনের মধ্যে কেন যেন একটা হারানোর ভয় কাজ করে।
আর বলা হয়ে ওঠে না।
মাঝে মাঝে খুব রাগ হয় তানজি এর উপর।
ও কি বোঝে না ওকে সে কতটা ভালবাসে?
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: নিউজপেপারের ফিচার
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
রাউত গালিব বলেছেন: বুঝলাম না জনাব ,আপনি কি বুঝাটে চাইছেন.?
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩
আরণ্যক রাখাল বলেছেন: ঝা বুঝাটে চাইছি টা বুঝাটে চাইলে আরেকবার গল্প পড়টে হবে| ওতা আর করটেচি না
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
মাকড়সাঁ বলেছেন: ও কি বোঝে না ওকে সে কতটা ভালবাসে?
ASOLAE BOJHA NA