![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ শুধু সফলতার গল্প শুনতে চায়,
খুঁজে দেখুন আপনার ব্যর্থতার গল্প শোনার একটা মানুষ ও আপনি খুজে পাবেন না...।
আপনি আজ বি সি এস ক্যাডার হোন ,আপনার সফলতার গল্প শোনার জন্য হাজার দর্শক পাবেন, কিন্তু আপনি কেন বুয়েট বা ঢাকা ভার্সিটিতে চান্স পাননি কিংবা ওই সময়ে আপনার পারিবারিক কোন সমস্যা ছিল কিনা তা কেউ শুনতে বা জানতে চাইবে না...
জানি না ছোট ক্যাম্পাসে যারা পড়ে তাদের মন মানুষিকতা আসলেই ছোট কি না ?
সামান্য রেজাল্ট কিম্বা নোটস নিয়েও এটা প্রতিদ্বন্দিতা করে...
এরা আসলে স্বপ্নই দেখেনা যে আমাদের সবাই কেই একটি ভাল প্লাটফরমে যেতে হবে...আমি একা গিয়ে বস হব, ও কেন যাবে ?এটাই মনে হয় সারা দিন জপ করে...
এদের মাঝে থেকে আমি আমার
জীবনের মানে খুজে পায়নি এতগুলো বছরেও!
আজো বুঝি না কেন এই হিংসা? তাই
কখনো মনে হয়েছে চরম কষ্ট পাওয়াটাই জীবন।
কখনো মনে হয়েছে বিষণ্ণতাই জীবন। বা ছোট খাটো সুখ গুলো!
বিচিত্র জীবনের কোন অংশকে আলাদা করতে পারিনা!
নিত্য নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু জেনেই চলেছি, শিখেই চলেছি!
জানিনা এর শেষ কোথায়!
তবুও যেন কিছুই শেখা হয়নি!
কিছুই জানা হয়নি!
এখনো ছোটই হয়ে রইলাম নিজের আচরণে, হয়ত বাস্তবতার নিরিখে সপে দিতে পারিনি নিজেকে!
মানানসই করে নিতে পারিনি এই সমাজে !
দরকার নাই আমার সম্পর্ক নষ্টকারী মূল্যহীন প্রতিযোগীতার......
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
রাউত গালিব বলেছেন: পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ.।।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
মামুন সুজন বলেছেন: ভাল লিখেছেন।