নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাউত গালিব

এখন আর স্বপ্নটপ্ন দেখিনা । দুঃস্বপ্নের ঘোরে আকূল হই কখনো কখনো। নিজের ভেতর নিজেকেই ঢেকে রাখি।এসব নিয়েই আছি………… ****তুমি জানবে না,………জানবে না অন্য কেউ,……তবু খুঁজে ফিরি তোমাকেই ,হে অচেনা সুহাসিনী………………

রাউত গালিব › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক হোক সৌহার্দ্যপূর্ন

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

সম্পর্কগুলোর সূচনার সময়টা অনেক সুন্দর হয়…

হতে পারে সে সম্পর্কটা স্রষ্টার সাথে সৃষ্টির, জনক কিংবা জননীর সাথে সদ্যপ্রসুত শিশুর ,কিংবা কোন তরুন তরুনীর মাঝে গড়ে ওঠা সম্পর্ক…

হতে পারে সে সম্পর্ক লালপরীর সাথে নিঃসঙ্গতার…

দিন গড়ায়, সম্পর্কের রঙ্গের রুপ ও বদলায়…

টকটকে রং থেকে অনেকটাই ফিকে হয় সম্পর্ক গুলো কারো কারো ক্ষেত্রে…।

সেই ছোটবেলার যে স্রষ্টার সাথে আমাদের শিশুদলের সম্পর্কের সূচনা ঘটেছিল তাদের অনেকেই এখন ভুলেও শুক্রবার ছাড়া আর সাক্ষাত করে না ,যদিও এখনো স্রষ্টার সাথে আমার সম্পর্ক সেই শিশুকালের মতই রয়েছে,দৈনিক পাঁচ বার সময়মতই তার সাথে সাক্ষাত ঘটে আমার…।

সময়ের প্রয়োজনে দূরে থাকলেও সম্পর্কটা আরো দৃঢ় হয়েছে।।

চির কৃ্তজ্ঞ সেই সকল ভাইদের প্রতি,যারা আমার পিতামাতাকে আমার অনুপস্থিতি বুঝতে দেন না…

এতগুলো সম্পর্ক যখন ঠিকঠাক চালিয়ে আসতে পেরেছি,তখন আশা রাখা যায় আমার কল্পনার লালপরীর সাথেও আমার সম্পর্কটা চিরজীবন অটুট থাকবে…

বিশ্বাস রাখি স্রষ্টায়,বাবা-মার ভালবাসায় আর সম্পর্কগুলোর আস্থায়…।।

মানুষের সম্পর্ক আরো সৌহার্দ্যপূর্ন হোক,এই কামনায় আজকের মত শুভ রাত্রি…।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.