নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাউত গালিব

এখন আর স্বপ্নটপ্ন দেখিনা । দুঃস্বপ্নের ঘোরে আকূল হই কখনো কখনো। নিজের ভেতর নিজেকেই ঢেকে রাখি।এসব নিয়েই আছি………… ****তুমি জানবে না,………জানবে না অন্য কেউ,……তবু খুঁজে ফিরি তোমাকেই ,হে অচেনা সুহাসিনী………………

রাউত গালিব › বিস্তারিত পোস্টঃ

প্রকৃ্তি ও মানুষ..

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৪

প্রকৃ্তির সাথে মানুষের কী নিবিড় সম্পর্ক ! আকাশে মেঘ করে ,পরে তা বৃষ্টি হয়ে নামে।মানুষের মনের আকাশেও মেঘ জমে অভিমানে,তেমনি বৃষ্টি হয়ে অশ্রুকনা রুপে টুপ টুপ করে ঝরে পড়ে…
প্রকৃ্তি যেমুন ক্ষতিগ্রস্থ হয় গাছপালা কাটলে কিংবা পাহাড় ধ্বংস কিংবা ইচ্ছা মত মাটি কেটে নিয়ে নিজের স্বার্থে ব্যবহারের ফলে,তেমনি মানুষের নরম মন কিংবা দেহও ক্ষতিগ্রস্থ হয় কিছু মানুষ নামধারী শকুনের দ্বারা…।
মেঘলা আকাশে রোদের ঘনঘটায় যেমন স্তব্ধ পৃথিবী জেগে ওঠে,তেমনি ভালবাসা বঞ্চিত কিংবা নিগৃহীত মানুষেরাও একটু ভালবাসার পরশে আবার নতুন করে জেগে ওঠে…।
বেঁচে থাক ভালবাসা,জেগে থাক আশা…।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.