![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরুন,
আপনার একটি পোষা পায়রা আছে…
তাকে আপনি নিজ জীবনের চেয়ে কিছুমাত্র কম ভালবাসেন না…।
আর পায়রাটিও যেখানেই থাকুক আপনাকে দেখলেই বাকুম বাকুম করে ছুটে আসে আপনার আদর পেতে…
পায়রাটি ছিল অতীব চমৎকার,যে দেখে তারই মায়া জন্মে যায়…।
কী চাহনি তার !!!
তার বাক বাকুম ডাকে যে কেউ মুগ্ধ হতে বাধ্য…
এমন পায়রাকে কে না নিজের করে পেতে চায় ??
শত্রুর দল ওত পেতে থাকে,ইতর প্রানীগুলো সুযোগ খুজতে থাকে পায়রাটি খাবার জন্য…
পায়রাটি মনের আনন্দে ঊড়ে ,আর নিচে ওত পেতে থাকা শত্রুগুলোকে তার সৌ্ন্দর্য বিলি করে…
সে মনে করে তার সৌ্ন্দর্যে মুগ্ধ হয়ে তার পেখম মেলা দেখছে…।
একদিন আপনি বাসায় নেই,শত্রুর প্রলোভনে পায়রাটি একটি ভুল করে বসে.....
যতক্ষনে আপনি হাজির …ততক্ষনে সব শেষ।
পড়ে থাকে কিছু পালক আর রক্ত কনা…।
পালক হাতে নিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলা ছাড়া আপনার আর কিঈবা করার আছে ????
(বি দ্র ঃ এটি একটি রুপক দৃশ্যপট্…আমাদের সমাজে হাজার পায়রাগুলি এভাবেই শেষ হয়ে যাচ্ছে…।পায়রা কিম্বা পায়রার মালিক কারোই কোন দোষ নেই…।তাদের ভালবাসা অশ্রুকনাতেই সমাপ্তি ঘটে…।)
অবস্থার পরিবর্তন আবশ্যক……-
-রাঊত গালিব
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:৩২
ঘটক কাজী সাহেব বলেছেন: শত্রুর দল ওত পেতে থাকে,ইতর প্রানীগুলো সুযোগ খুজতে থাকে পায়রাটি খাবার জন্য…
সব পায়রা খাওয়া এত সহজ না কবি। সুন্দর কবিতা।