![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুখ-দুঃখের, হাসি-কান্নার একজন মানুষ। ভাল লাগে না অহংকারী মানুষ, ভাল লাগে হাসি-খুশি আর মনখোলা স্বভাবের মানুষ। কাছের মানুষদের অভিযোগ, আমি নাকি খেয়ালী আর অমনোযোগী। কিন্তু আমি যে আমিই। এটাই যে বিষ্ময়!!.. ;-)
এলেবেলে সময়েদের ঘোরে
বিষণ্নতায় পুরে আছে দেহ।
প্রিয় হে, কবিতারা বলে দিক
অচিন মেঘের পরিচয়
অবষণ্ন মেঘটা কোথায় হয়েছে থীতু
কোনখানে উড়ে যেতে চায়।
প্রিয় হে, কবিতারা বলে দিক
জীবন কি? ভালবাসা কি?
কিংবা মৃত্যুর নাম!
প্রিয় হে, বড় অচেনা মেঘটা
আমি আছি, আমি নেই!
©somewhere in net ltd.