![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন সর্বদা----
আমার বউয়ের চোখে পানি। কিছুক্ষন আগেই জানলাম যে সউদি-আরবে চাঁদ দেখা গেছে।
অর্থাৎ কাল এখানে ঈদ।
বরাবরের মত বউ ইফতারির পর skype এ বসে দেশে ফোন দিচ্ছিল। মা, ভাই, বোন আর বাচ্চাদের সাথে কথা বলতে বলতে সে হঠাৎ আমাকে ডেকে বলে, কথা বল। আমি skype-এ কথা বলতে বলতেই খেয়াল করলাম, তার চোখ দিয়ে অনবরত পানি পরছে। নিজেকে আর ধরে রাখতে পারছে না। সে এমনভাবে বসেছে যেন তাকে ক্যামেরায় না দেখা যায়। দেশে পরিবার প্রিয়জন যেন তার কান্না দেখে কষ্ট না পায় তাই এই লুকোচুরি খেলা।
হ্যা, আমাদের মানে প্রবাসীদের ঈদ এমনই হয়। প্রিয়জনদের ছেড়ে বহু দূরে, প্রায় নিঃসঙ্গ ঈদ। আমি নিজে সহ প্রায় ৬০-৭০ লক্ষ মধ্যপ্রাচ্য প্রবাসীর আজ ঈদ।
পরিবার পরিজন ছেড়ে চোখের জলে ভিজে যারা আজ ঈদ করবেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ঈদ মোবারক। সত্যি বলতে কি, আমাদের কোন ঈদ নেই।
আমরা আমাদের প্রিয়জনদের জন্য টাকা পাঠাই। তাড়া কেনাকাটা করে। এটাই আমাদের আনন্দ। আম্মাকে জিজ্ঞাসা করলাম, শাড়ি কিনেছেন? বললঃ "হ্যা। আমি একটা কিনেছি। আর উপহার পেয়েছি পাঁচটা।" খুব ভাল লাগল তার আনন্দ দেখে।
আমরা এখানে দু-চারটে দেশী পরিবার আর কিছু ব্যাচেলর প্রবাসীদের নিয়েই আমাদের ঈদ।
এখন রাত জেগে বসে আছি। কিছুক্ষন পরি ফজরের আজান দেবে। এখানে আবার একেবারে ভোর বেলাতেই ইদের নামাজ হয়ে যায়। ইদের নামাজ পড়েই ঘুমোতে যাব। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভাল থাকবেন।
২| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮
ইলি বিডি বলেছেন: সহমর্মীতা সহকারে ঈদমোবারক!
৩| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২০
তারেক বলেছেন: টাকাও কামাবেন আবার মজাও মারবেন , দুইটা তো এক সাথে হবে না।
২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: ঠিক ই বলেছেন ভাই।
৪| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৮
জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক
৫| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪২
সুমন কর বলেছেন: ঈদ মোবারক।
৬| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫২
কলমের কালি শেষ বলেছেন: অনেক অনেক ঈদ মোবারক ।
৭| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
মুদ্দাকির বলেছেন: ঈদ মুবারাক !! ভাই বাচ্চা গুলারে নিজের থেকে দূরে রাইখা ভালো করেন নাই
৮| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪
চেনামানুশ বলেছেন: পরিবার পরিজন ছেড়ে চোখের জলে ভিজে যারা আজ ঈদ করবেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ঈদ মোবারক
৯| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ঈদে সবাইকে বোতলের শুভেচ্ছা জানাই। ডাইলের বোতল নয়, একেবারে ফরেন বোতল । ধন্যবাদ
১০| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রবাসে ভালো থাকুন
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭
জাহিদ হাসান বলেছেন: ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪০
মুহাম্মদ ফয়সল বলেছেন: এ রকম চারটি ঈদ কাটাতে হয়েছিল, ভুঝি আপনার বেদনা! সহমর্মীতা সহকারে ঈদমোবারক!