|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ রেজাউল ইসলাম
মোঃ রেজাউল ইসলাম
	আমি নতুন সর্বদা----
প্রবাসীদের পক্ষ থেকে দেশের সবাইকে ইদের শুভেচ্ছা। 
ব্যাক্তিগত বা জাতীয় জীবনে ব্যর্থতা থাকবেই। গ্লানি থাকবেই। না পাওয়ার বা পেয়েও হারানোর আফসোস তো আছেই। 
নিজ দেশে বা ভিনদেশে স্বজাতির উপর নিপীড়নতো ভীষণভাবে পীড়া দেবেই। 
এত কিছুর পরও, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই আরও একটা রমজান আমাদের জীবনে উপহার দেয়ার জন্য। আর কামনা করি শান্তির। নিজ দেশে এবং দেশান্তরে। 
আমরা যেন শান্তির সেই পায়রাটাকে আবারও খুজে পাই। মহানবী (সাঃ) পৃথিবীর সকল মানুষের জন্য যে শান্তির মহান বার্তা নিয়ে এসেছিলেন, আমরা যেন আজকের পৃথিবীতে তা ছড়িয়ে দিতে পারি। 
ইসলামের শান্তির ছায়াতলে যেন সকল বর্ণের, সকল ধর্মের মানুষ একত্রিত হতে পারে এই কামনা।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ০১ লা আগস্ট, ২০১৪  ভোর ৫:২০
০১ লা আগস্ট, ২০১৪  ভোর ৫:২০
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন।
আমার বাবাকেও প্রায়ই ইদের দিনে ডিউটি করতে হত। 
সকাল বেলা উঠে আমরা যখন নামাজের জন্য তৈরি হতাম, বাবা তৈরি হত অফিসে যাবার জন্য।  কি যে কষ্ট লাগত !! 
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪১
২৯ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৪১
রাজিব বলেছেন: এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।