![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন সর্বদা----
হৃদয়ে বাকশাল !!
হ্যা, হৃদয়ে বাকশালই হবে আজকের যথাযথ শ্লোগান।// জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া অনুমোদন এর মধ্য দিয়ে সেই পথেই আমাদের পশ্চাৎ যাত্রা।
এই আইনের আসল উদ্দেশ্য একটাই। তা হল, ক্ষমতায় থাকার বাধা গুলকে উপড়ে ফেলা।
প্রথমে তারা Chanel-1 বন্ধ করেছে। আমরা চুপ ছিলাম।
তারপর তারা 'সোনার বাংলা ব্লগ' সহ আরও কয়েকটা online পত্রিকা বন্ধ করেছে। আমরা তবুও চুপ ছিলাম।
তখন তারা বিভিন্ন টিভি টকশো এর উপর অলিখিত বিধি নিষেধ দেয়। আমরা তাও নিরবে মেনে নিলাম।
এরপর তারা 'আমার দেশ' এর সম্পাদক আর সাংবাদিককে গ্রেফতার এবং সাজা দিল। পত্রিকাও সাময়িক ভাবে বন্ধ করল। এর পরও আমরা নির্বাক।
তার পর তারা আবারও আমার দেশ সম্পাদককে গ্রেফতার করে পত্রিকা অফিসে বাকশালি তালা লাগাল। আমরা মৌনতা অবলম্বন করলাম।
এর পর তারা সাগর রুনিকে কেড়ে নিল। আমরা ক্ষীণ প্রতিবাদ জানালাম। সেটাও পদ-পদবির লোভে নিরব হল।
এবার তারা এক যোগে বিরোধী মতের দুটি টিভি চ্যানেল রাতের অন্ধকারে বন্ধ করে দিল। মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই হল না।
সবশেষে তারা সমস্ত গন মাধ্যমের টুটি চেপে ধরতে আইন করে ফেলছে। আমরা কি তবুও নিরবতা আর মৃদু কিন্তু অকার্যকর প্রতিবাদেই নিজেকে সীমাবদ্ধ রাখব ???
আমরা যেন ক্রমাগত অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। পেছনে যেতে যেতে ৭৫ পূর্ব বাকশালে ফেরত যেতে খুব বেশি বাকী নেই।
©somewhere in net ltd.