![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নতুন সর্বদা----
খবরঃ কঠিন শর্তের ঋণে ঝুঁকছে সরকার
-----------------------------------------
জনতুষ্টির দোহাই দিয়ে আবার কঠিন শর্তের ঋণের (হার্ডটার্ম লোন) দিকে ঝুঁকছে সরকার।এবার উন্নয়নমুখী প্রকল্প ও জ্বালানি তেল আমদানি নিরবচ্ছিন্ন রাখতে সরকার ১৫০ কোটি ডলারেরও বেশি ঋণ নিতে যাচ্ছে। চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক থেকে এ ঋণ নেয়া হবে। অনমনীয় বা কঠিন শর্তের ঋণে যেমন শর্তের বেড়াজাল থাকে, তেমনি থাকে নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের চাপ।
কিন্তু কেন নিচ্ছে এমন ঋণ ?
----------------------------------
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ঋণদাতা সংস্থাগুলো রাজি না হওয়ায় বাধ্য হয়েই এ ঋণ নিতে হচ্ছে। সহজ শর্তে (সফট লোন) বিশ্বব্যাংকসহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে ঋণ দেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু ঋণদাতা সংস্থাগুলো রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়েই......
রেকর্ড কি বলে?
-------------------
অর্থ মন্ত্রণালয় ও ইআরডি সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩৭ বছরে বাংলাদেশ অনমনীয় (কঠিন) শর্তের ঋণ গ্রহণ করেনি। কিন্তু ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪১৩ কোটি ডলারেরও বেশি ঋণ নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত।
তুলনা মূলক ক্ষতি বা বিপদ কি ?
----------------------
কঠিন শর্তের ঋণে বছরে ৬ শতাংশেরও বেশি সুদ দিতে হয়। অন্যদিকে সফট লোনের সুদের হার ১ শতাংশ থেকে সর্বোচ্চ ২ শতাংশ হয়ে থাকে। উচ্চসুদের এসব ঋণের ম্যাচুরিটি পিরিয়ড ও গ্রেস পিরিয়ড অনেক কম। এর ফলে পরবর্তী সময়ে ঋণ পরিশোধে নতুন চাপে পড়বে বাংলাদেশ।
আমার মন্তব্যঃ
-----------------------
ক্ষমতাসীনদের বাক-বাকুম শুনে মনে হয় দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যায় যায়। তা এই এত্ত এত্ত উন্নয়নের এই ডিজিটাল স্বর্ণযুগে এমন ঋণের কাহিনী শুনে কি করা উচিৎ?
চাপাবাজ ওই সব মন্ত্রী চাটুকারদের কান বরাবর কষে একটা চড় দিতে ইচ্ছে করে না ??
সুত্রঃ View this link
২| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২১
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: সত্যি, কি বাজিমাতকারি বাজিকর।
এই বাজীকরদের হাতেই আজ বন্দী প্রয়াত গণতন্ত্র।
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৯
অদ্বিতীয়া আমি বলেছেন: তারপর আবার নিজ অর্থায়নে পদ্মা সেতু করা হবে !!! দেশে লোনেবল ফান্ড এর ক্রাইসিস হতে পারে , সামষ্টিক অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে এসব তাদের চিন্তায় নেই ।
২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: সেটাই দুঃখজনক। এখন, দেশের স্বার্থে কি প্রতিটি সচেতন শিক্ষিত মানুষের উচিৎ না এর প্রতিবাদ করা !!
তাদের কি উচিৎ না এই হঠকারিতার বিরুদ্ধে অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়া !!
সরকার সমর্থক ভাই বোনেরা যদি একটা ব্ল্যাংক চেক দিয়ে বলে দেয়, 'তুমি গণতন্ত্রের মানস কন্যা। তোমার হাতেই নিরাপদ বাংলাদেশ। ইত্যাদি।' ......... তাইলে ক্ষতিটা কি শুধু খালেদা জিয়ার বা দেলোয়ার হোসেনের ? নাকি আমার আপনার সবার !!
২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: সেটাই দুঃখজনক। এখন, দেশের স্বার্থে কি প্রতিটি সচেতন শিক্ষিত মানুষের উচিৎ না এর প্রতিবাদ করা !!
তাদের কি উচিৎ না এই হঠকারিতার বিরুদ্ধে অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়া !!
সরকার সমর্থক ভাই বোনেরা যদি একটা ব্ল্যাংক চেক দিয়ে বলে দেয়, 'তুমি গণতন্ত্রের মানস কন্যা। তোমার হাতেই নিরাপদ বাংলাদেশ। ইত্যাদি।' ......... তাইলে ক্ষতিটা কি শুধু খালেদা জিয়ার বা দেলোয়ার হোসেনের ? নাকি আমার আপনার সবার !!
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮
ঢাকাবাসী বলেছেন: বি.ব্যাংক সহ যারা সহজ শর্তে ধার দেয় তারা ধারের টাকার খরচটা চেক করে ফলে চুরি করাটা একটু ঝামেলা হয়। কঠিন শর্তে যারা টাকা দেয় তারা অত্তোটা দেখেনা ফলে চার লেনের চোট্টা চী. কোম্পানীকে পদ্মা ব্রীজের কাজ দেয়ার জন্য ওকা জোর সুপারিশ করেন। মাল ভাল না পেলে কি অতো কতা কয়!