নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ধর্ম বিশ্বাসী স্বাধিনতার চেতনায় উজ্জিবীত তরুন। ।স্বপ্ন দেখি সাম্যের বাংলাদেশ ও সমৃদ্ধ বাংলাদেশ এর । । ।

রাজিব২৩০৬৮৪

খোয়াব বাজ

রাজিব২৩০৬৮৪ › বিস্তারিত পোস্টঃ

পুলিশ ভাবনা

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

সারাদিনের অফিস শেষে যখন বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছে রাজু , হঠাত বড় স্যার এসে ধরিয়ে দিলেন মোটা
একটা ফাইল ,"খুবই জরুরি রাজু , আজই শেষ করতে হবে ভাই । আজ না হয় একটু ওভারটাইম করুন ।"
কি আর করা , বড় স্যার এর হুকুম কি আর অবজ্ঞা করা সম্ভব ??

কাজ শেষ করতে একটু বেশীই রাত হয়ে গেল , তার উপড় বাসে উঠে তো আর এক বিপত্তি জ্যাম এ গাড়ির চাকা ঘুরতেই চায় না । অনেক ঝক্কি শেষে যখন স্টেশনে পৌছতে রাত প্রায় পৌনে এগারোটা । রাজুর বাসা একটু ভেতরে হওয়ায় স্টেশন থেকে খানিক দুর হাটতে হয় তাকে । আর প্রতিদিন রিক্সা করে যাবার মতো সামর্থ্য রাজুর নেই ।

হঠাত কিছু দুরে একটা পুলিশ জিপ দেখে রাজু ভয়ার্ত হয়ে উঠলো , মাথায় ঘুরপাক খেতে লাগলো গত কয়েক দিনের বহুল আলোচিত রাব্বী এবং বিকাশ এর ঘটনা । ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো রাজুর !!!

আমি খুব ভালো লেখক না হওয়ায় হয়ত লেখাটা আকর্ষক হলো না , কিন্তু ভাবতে খুবই অসহায় লাগছে মধ্যবিত্ত কি রাস্তায় পুলিশ ভ্যান দেখে আশ্বস্ত হবে নাকি ভয় পাবে !!!

পুনশ্চ : আমার আপন ভাই পুলিশে চাকুরী করে , আমি তাকে যতটা চিনি সে অন্তত ভয় পাওয়ার মত না , তার মানে সব পুলিশ এমন নয় ।
পুলিশকেই দায়িত্ব নিয়ে এ সংকট দুর করতে হবে .।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবতে খুবই অসহায় লাগছে মধ্যবিত্ত কি রাস্তায় পুলিশ ভ্যান দেখে আশ্বস্ত হবে নাকি ভয় পাবে !!!

পুলিশকেই দায়িত্ব নিয়ে এ সংকট দুর করতে হবে .।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: এটা বাংলাদেশের পুলিশ তো, ভয় পাইতে হবে| এদের দ্বারা সব সম্ভব

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

রাজিব২৩০৬৮৪ বলেছেন: আরণ্যক , পুলিশ আমাদের সমাজেরই অংশ । আসল কথা হলো যখন এইসব ঘটনার কোন বিচার না হয় , দিন দিন আরো বেড়ে যাচ্ছে অঘটন ///

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.