নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ধর্ম বিশ্বাসী স্বাধিনতার চেতনায় উজ্জিবীত তরুন। ।স্বপ্ন দেখি সাম্যের বাংলাদেশ ও সমৃদ্ধ বাংলাদেশ এর । । ।

রাজিব২৩০৬৮৪

খোয়াব বাজ

রাজিব২৩০৬৮৪ › বিস্তারিত পোস্টঃ

জিডিপির উন্নয়ন কার জন্য

১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৫

জিডিপি বাড়ছে , মধ্যম আয়ের দেশ হয়ে যাচ্ছি !! সার্কভুক্ত ৮ দেশের মধ্যে শুধু নেপাল আর আফগানিস্থান এর চাইতে বেশী পার ক্যাপিটা ইনকাম যে দেশের, তাদের রাজনীতিবিদরা উন্নত রাস্ট্রের সীলমোহর সেটে ফেলেছে ।

আর একদল লোক জিডিপি বাড়ার খুশিতে বগল বাজিয়ে চলছেন ,তাদের জন্য এই মুর্খের কয়েকটি প্রশ্ন ঃ

১। আমি সহ ৩০ লক্ষ শেয়ার বাজারে ক্ষতিগ্রস্থ লোক কি এর অংশীদার ?
২। সোনালি ব্যাংক , বেসিক ব্যাংক এর লোপাটের টাকাগুলোর কিছু ভাগ কি আপনি পেয়েছেন ??
৩। ফেসবুক হ্যাক হওয়ার মতো কেন্দ্রিয় ব্যাংক এর রিজার্ভ হ্যাক হইয়া গেল , তার কিছু কি আপনার পকেটে ঢুকেছে ???
৪। যে ৩০ লক্ষ কোটি টাকা পাঁচার হলো গত ৭ বছরে , তার কিয়দংশ ভাগ কি আপনি ও পেয়েছেন ??
৫। ভুল-ভাল ফ্লাইওভার কিংবা উন্নয়নের নামে যে লোপাট চলছে , তার কত ভাগ আপনি পেয়েছেন ??
৬। ২০০৯ সালে বাংলাদেশে কোটিপতি ছিল ১২০০০ জন , মাশা আল্লাহ ২০১৫ সালে এসে কোটিপতির সংখ্যা ৪০ হাজারের কিছু বেশী , আপনি কি এদের একজন ??

উত্তরগুলো যদি হ্যা হয় তো আপনার তো খুশি হবারই কথা । ।

যদি উত্তর না হয় , শুধুমাত্র জিডিপি বাড়ার কারণে আনন্দ মিছিলে নামার কথা ভাবেন , তাহলে জনাব একটু কষ্ট করে ২০০৬ সালের অর্থ বৎসরের রিপোর্ট টায় চোখ বুলিয়ে দেখেন , চোখ ছানাবড়া হয়ে যাবে এই দেখে যে আমাদের জিডিপি ১০ বছর আগেই ৬.৬৩ ছিল যা এখন পর্যন্ত সর্বোচ্চ !!

যান মিছিলে শামিল হোন , আমি আমার ন্যায্য হিস্যা ছাড়িনি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৭

হাফিজ বিন শামসী বলেছেন: ভাই, এখন জিডিপি হিসাবের সময় না। এখন পান্তা ভাত আর ইলিশের সময়।ইলিশ কিনছেন তো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.