নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট কথা

রাজিব

আমি ভালবাসি বাংলাদেশ, আমার বউ, রবীন্দ্রনাথ, নজরুল, লালন, ইতিহাস, গান, ফুটবল, লিখতে,

রাজিব › বিস্তারিত পোস্টঃ

আমার ছোট গল্প 1

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:৩৩

আমার ইংরেজি ছোটগল্পের বাংলা অনুবাদ করছি। আমি বেশ কয়েক কিস্তিতে দেব। যদি আপনাদের ভালো লাগে তবে আগামীতে আরো আসবে। না লাগবে এ গল্পই শেষ।

গল্পের নাম অসহায়। যারা মূল গল্পটি পড়ে দেখতে চান তারা ক্লিক করুন আমার ছোট ঘল্প শীর্ষক লিংকে।

অসহায়

আমরা প্রায়ই একথা শুনে থাকি যে বড় বড় শহরগুলো ঘুমায়না ও তারা 24 ঘন্টাই কর্মব্যস্ত থাকে। কল কারখানায় শ্রমিকরা সারারাত জেগে কাজ করে, নেশাখোর ও জুয়া খেলুড়েরা অনেকরাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে কাটায়। বিশ্বের অনেক বড় বড় শহরেই সারারাত যানবাহন চলে, অনেক খাবারের দোকান ও বলতে গেলে প্রায় সারারাতই খোলা থাকে। ঢাকার ক্ষেত্রে এটা কিছুটা খাটে তবে পুরোপুরি নয়। এটা বলা মুশকিল যে ঢাকা কি সারারাত জেগে থাকে নাকি ঘুমায়। এটা এমন এক মানুষের গল্প যে কখনো রাতের ঢাকা দেখেনি।



সজল রহমানের বয়স 30 বছর ও সে একটি বেসরকারি কোম্পানীতে ম্যানেজারের পোস্টে চাকুরি করে। যে কোম্পানিতে সে কাজ কওে তা ঢাকার অন্যতম একটি বড় কোম্পানি এবং সজল মতিঝিলে অবস্থিত সদও দফতওে কাজ করে। সে প্রতিদিন সকাল 9টয় অফিসে আসে এবং যদিও তার কাজের সময় কাগজে কলমে 5 টা পর্যন্ত তবে তাকে প্রায়শঃই 6-7 টা পর্যন্ত অফিসে থেকে কাজ করতে হয়। তারপর 7ট-8টার দিকে বাসায় ফিরে কিছুক্ষন বিশ্রাম নিয়ে রাতের খাবার সারা আর টেলিভিশন দেখা ও রাত 11 টার দিকে ঘুমানো ও পরদিন সকাল 7টার সময় ওঠা- এই তার রুটিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:০২

অতিথি বলেছেন: জড়তাপুর্ন অনুবাদ, আসলে বাংলার একটা সাবলীলতা আছে, অনায়াস সাবলীলতা, এটা কেমন কেরানির করা রিপোর্ট হয়ে যাচ্ছে।
মানে ভাষার মধ্যে প্রান প্রতিষ্ঠা হলো না আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.