নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Blue is the warmest color\nBlue is the color of royalty\nAgain blue is the symbol of melancholy.....\nBlue is one of my favorite color as well as Black......

নীলাসিক্ত অশ্রু

নীলাসিক্ত অশ্রু › বিস্তারিত পোস্টঃ

চোখের মায়া

০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৭

অাপনি কি কখনো কারও চোখের দিকে তাকিয়েছেন?
একজোড়া কালো চোখের গভীরতায় হারিয়েছেন কখনো?
অথবা রাঙা হয়েছেন কারো চোখের দুষ্টুমিতে।

পরাজিত হয়ে বাসা থেকে পালানো কোন মেয়ের চোখ দেখেছেন,
অথবা স্বপ্নভেঙ্গে যাওয়া কোন তরুনের চোখ
পাঁচ তারকা কোন রেস্টুরেন্ট, বা কে এফ সি এর সামনে থাকা কোন পথশিশুর চোখ

মধ্যবিত্ত পরিবারের মা বাবার স্বপদৃষ্ট চোখ
অথবা, মধ্যবিত্ত পরিবারের ত্যাগস্বীকার কারী কোন বোনের চোখ।

কাটাতারে ঝুলে থাকা ফেলানী, বা ধর্ষিত তনুর মা বাবার চোখ
অথবা তাদের ভাইয়ের জ্বলন্ত দুটি চোখ

না অামরা এগুলো দেখতে চাই না, এই চোখ গুলোতে কি দুষ্টামি অাছে, না অাছে গভীরতা
অামরা বরং এরশাদ সাহেবের, বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকের, অথবা পরিমলের চোখ দেখি
অামাদেরও তো বিনোদন দরকার অাছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট দিয়ে ব্লগিং শুরু।
নিক নেমটিও সুন্দর।

ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।

২| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫

নীলাসিক্ত অশ্রু বলেছেন: ধন্যবাদ আপনাকে,আশীর্বাদ করবেন, আর ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.