![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরনঞ্জনা,
তুমি ছেড়ে গেছ অনেকদিন হল
ঐ যুবকের কথা মনে করলে একসময় অামার মাথার স্নায়ু গুলো ছিড়ে যেতে চেত
কি স্বার্থপর প্রেমিক হতে চেয়েছিলাম।
সুরনঞ্জনা,
তোমায় হারানোর যন্ত্রনা, একসময় অামাকে কতটা দুমড়ে মুচড়ে ফেলেছিল
খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, লেখাপড়া তো অনেকদূর।
অামার প্রিয় রং কালো,
তোমার কাজল কালো চোখের মায়া অামাকে কোথায় যেন নিয়ে যেত
কেউ তোমার চোখের দিকে তাকালে, তাকে খুন করতে ইচ্ছা হত,
অাহ, কতদিন দেখি না ঐ চোখ, অার অাগে একদিন না দেখলেই পাগল হয়ে যেতাম।
অার এখন অামার কি হল, তোমার স্মৃতি এখন অার কাঁদায় না
কি গাঢ় একটা ঘুম দিয়ে উঠলাম,
ঘুমে তোমার উপস্থিতি অনুপস্থিতি অামাকে শান্ত অশান্ত কিছুই করে না।
কি ব্যাস্ত হয়ে পড়েছি অামি,
নিজেকে নিয়ে এত ব্যাস্ততার কি অাছে বল,
এতো ক্যারিয়ার, লাইফ........!!!!
ভাল থেক, ভাল রেখ...।
২| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩
নীলাসিক্ত অশ্রু বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্য আমাকে অনুপ্রনিত করবে। ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: কিছু পাওয়া কিছু হারানো, এই তো জীবন।
ভাল লেগেছে কবিতা।
আপনিও ভাল থাকুন অবিরাম।