নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Blue is the warmest color\nBlue is the color of royalty\nAgain blue is the symbol of melancholy.....\nBlue is one of my favorite color as well as Black......

নীলাসিক্ত অশ্রু

নীলাসিক্ত অশ্রু › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প।The story of life

১০ ই মে, ২০১৭ সকাল ১০:৫৩

জীবনটা বিকালের বিষণ্ণ বাতাসের মত মাঝে মাঝে ঝরা পাতা হয়ে উড়ে যায়, এরপর সন্ধ্যা ঘনিয়ে আসে, তারপর রাত, হাজার বছরের পুরনো রাত......
কারও কারও আর ভোরটা দেখা হয়ে ওঠে না। কিন্তু আমাকে সকালের জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা!! এই অপেক্ষার শেষ কোথায়? কেউ কি তা জানে? কে কিভাবে কার জন্য , কিসের জন্য সারাটা জীবন অপেক্ষায় কাটিয়ে দেয়, আমরা কি তা জানি?

কিছু পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে মিলাতে এক বেহিসাবি জীবন পার করে দেবার
আসক্তি উপেক্ষা করা কি যায়। কতজনই তো হিসাবি জীবনের আড়ালে এক বেহিসাবি জীবন কাটিয়ে দেয়, আমরা কি তার খবর রাখি?

তারপরও নিরব সন্তর্পণে হাটতে হাটতে এক আকাশ আশায় সাত রং নিয়ে খুনসুটির অনন্তর প্রচেষ্টা.। তারপরও আমরা বাঁচি, ভালবাসি, না ফোটা গোলাপ নিয়ে কারও অপেক্ষায় থাকি, .....................
এভাবেই তৈরি হতে থাকে একেকটি জীবনের গল্প। এক মহাশক্তির পর্দার আড়ালের লেখা একেকটি লেখার বাস্তবায়ন।

Life is so beautiful. Don't feel sick and tired about your life. Enjoy the happiness, enjoy the sorrows, enjoy the pain. It will bless you in disguise.Your life can change in a split second. We are imperfect and I belief, that make us special. we are not 'normal', nobody has claim us just this word. We are all different. We are all quirky and unique. Finally that make us wonderfully human.

Stay well. Break a leg.

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.