![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু সুন্দর সময়, আর খুব প্রিয় কিছু মানুষের কথা মনে করতে চাই বার বার...
“সামু ব্লগে অবশ্যই আপনাকে লিখিতে হইবে”, কতিপয় বন্ধুর সবিনয় অনুরোধ। আমিও লিখিতে সম্মত হইলাম। তবে লিখিতে বসিয়া বোধ হইতেছে, আমি সম্মত হই নাই বরং অনুরোধে ঢেঁকি গিলিতেছি। ঢেঁকি; বাংলা ব্যাকরণে দেশি শব্দের একটি উৎকৃষ্ট উদাহরণ। আমার বয়সী আর দশজনের কথা বলিতে পারি নে, কিন্ত ঐ বস্তুটির সহিত শিশুপার্কেই আমার প্রথম সাক্ষাৎ হইয়াছিল। তাহার অনেক পরে মাতুলালয়ে বস্তুটি প্রথম প্রত্যক্ষ করি। যদিও ততদিনে একটি বিশেষ বাগধারা “আমড়া কাঠের ঢেঁকি”-এর সহিত পরিচয় হইয়া গিয়াছে। কিন্তু ঐ সময় বোধগম্য হইত না উক্ত বাগধারার অর্থ অকর্মণ্য কেন? ইহার কিছুদিন পর বিজ্ঞান বিষয়ক একটি পুস্তকে জানিতে পারিলাম “ঢেঁকি-ছাটা চাল”-এ নাকি অধিক খাদ্যগুণ থাকে। সেইক্ষণ হইতে আমার আফসোস, হায়! কেন যে বর্তমানে সকল ধান কলে ভাঙ্গা হয়! তখনও মুনাফা, অল্প সময়ে অধিক উৎপাদন ব্যাপারগুলো পুরোপুরি বুঝিয়া উঠিতে পারি নাই। তাহার পর যেইদিন শাহবাগ “জাতীয় জাদুঘরে” অনেক বিলুপ্তপ্রায় বস্তুর সহিত ঢেঁকিরও দর্শনলাভ করিলাম সেইদিনটি আমার মানস পটে এখনও উজ্জ্বল হইয়া রহিয়াছে। এইবার আমার হতবাক হইবার পালা। ঢেঁকির চেহারাও এতো সুন্দর করা সম্ভব। তৎকালের কারিগরগণ কতই না মননশীল ছিলেন। এইরূপ সুন্দর ঢেঁকি নিশ্চয় স্বর্গে যাইবার যোগ্য। এই স্থলে আসিয়া পুনরায় গোল বাধিল। “ঢেঁকি স্বর্গে যাইয়াও ধান ভানে” প্রবাদটির সহিত কমবেশি সকলেই পরিচিত। কিন্তু আমার প্রায়শঃ জানিতে ইচ্ছে করে, কোন কৌতূহলী ব্যক্তি স্বর্গে যাইয়া দেখিয়াছেন ঐ স্থলে ঢেঁকি ধান ভানিতেছে? আবার তিনি শুধু তাহাতেই ক্ষান্ত হন নাই বরং মর্ত্যলোকে ফিরিয়া আমাদের মূল্যবান তথ্যটি জানাইয়া কৃতার্থ করিয়াছেন। হায়! তাহাকে যদি দেখিতে পারিতাম।। বাঙ্গালীর কৌতূহলের কোন ইতিবৃত্য নাই।
আমি একটি পুরুষ হইয়া যতই ঢেঁকি কথন বর্ণনা করিনা কেন, ঢেঁকি কিন্তু সর্বদাই নারীসঙ্গ পাইবার জন্য লালায়িত। ব্যাপারটি পল্লীকবি জসীম উদদীনের দৃষ্টিতে আরও উত্তমরূপে ধরা পড়িয়াছে। যেই ক্ষণে কোন রমণী তাহার আলতা মাখানো রাঙ্গা পদ দ্বারা ঢেঁকিকে স্পর্শ করিত তৎক্ষণাৎ ঢেঁকি আনন্দে আত্মহারা হইয়া আকাশ পানে উঠিয়া পড়িত। আর যেমত রমণী স্পর্শ (পদ) সরাইয়া লইত অমনি স্পর্শ হারাইবার শোকে তাহার মস্তক ভূমিতে আছড়াইয়া পড়িত। শ্রদ্ধেয় জসীম উদদীনের পূর্বেও তো অনেকেই ঢেঁকিতে ধান ভানা দেখিয়াছেন কতজন এতো মোহনীয় রূপে ইহার বর্ণনা দিতে পারিয়াছে? লেখার এই স্থলে আসিয়া বোধ হইতেছে আমি অনুরোধে নয় উপরোধে ঢেঁকি গিলিয়াছি। অনুরোধে আর উপরোধে যেভাবেই ঢেঁকি গলধঃকরন করুন না কেন, কোনটাই সুখকর নহে, তাহা ভুক্তভোগী মাত্রই বুঝিতে পারিবেন।
১১ ই জুন, ২০১২ রাত ৯:১৮
মহামহোপাধ্যায় বলেছেন: যেই ভয় করিয়াছিলাম তাহাই হইল, আমাকে চিনিবার মত ভুল আমি ঐ একটাই করিয়াছিলাম আর উহাই আমার কাল হইল। যাহাই হউক আশা করিব আপনি আমার পরিচয় খানা গোপন রাখিবেন
নাম খানা শুনিতে খটমট হইলেও আমার বিশেষ পছন্দ হইয়াছে... তাই উহা ধারণ করিয়াছি ।
কেহ নিজ গুনে সেফ মুবারকের খানি হইতে আমাকে অব্যহতি দেয় তো আমি তাহার প্রতি চির কৃতজ্ঞ। তাহার সেই ঋণ আমি জীবনেও শোধ করিতে পারিব না
২| ১২ ই জুন, ২০১২ রাত ২:৪৫
নীরব 009 বলেছেন: আসেক আগে আমরখানা
১২ ই জুন, ২০১২ সকাল ৭:৪৯
মহামহোপাধ্যায় বলেছেন: আপনি হইতে একেবারে তুই............. যাই হোক মাইন্ড খাই নাইক্কা। তয় মনে হইল স্বর্গ থিকা মর্ত্যে না নামায়ে এক্কেবারে নরকে...........
আম্বরখানা যাইতে ডরাই নাকি .... আইজকাই যামু
৩| ২০ শে জুন, ২০১২ রাত ১১:০৬
Palol বলেছেন: জনাব মহামহোপধ্যায়
সালাম নমস্কার আদাব যাহা মনে লয় গ্রহণ করুন, পর সমাচার এই যে, ঢেকি নয় বাহে আপনার লেখাটি স্বেচ্ছায় স্বাচ্ছন্দে গলধ:করণ করিলাম অনুরোধ ছাড়াই। তবে এ কাজে দাড়ি কমা সেমিকোলন দেবেন না বাহে। অল্প বিস্তর হইলেও চালাইয়া যাইতে থাকুন। কারণ বলা তো যায় না কে কখন কোন সময় কী হইয়া ওঠে। ফরমায়েসী দেয়া আর মগজ বন্ধক দেয়া লিখিয়েদের দিয়ে যে মহত কিছু প্রসব করা হইবে না সে আমি হলপ করে বলিতে পারি।
আপনাকে আবারো
সালাম আদাব নমস্কার (মনে যাহা লয়)
২১ শে জুন, ২০১২ সকাল ৯:৩৬
মহামহোপাধ্যায় বলেছেন: জনাব চেখভ পলল ও গীতিময় মৌটুসী সালাম নমস্কার আদাব যাহা মনে লয় গ্রহণ করিলাম। আপনি আমার লেখাটি স্বেচ্ছায় স্বাচ্ছন্দে গলধ:করণ করিয়াছেন জানিয়া আমি অতিশয় প্রীত হইলাম। আমারও ইচ্ছা রহিয়াছে দাড়ি কমা সেমিকোলন ব্যতীত আগাইয়া যাইবার। পার্শ্বে রহিবেন ইহাতে কোন সন্দেহ নাই।
"ফরমায়েসী দেয়া আর মগজ বন্ধক দেয়া লিখিয়েদের দিয়ে যে মহৎ কিছু প্রসব করা হইবে না সে আমি হলপ করে বলিতে পারি।"
সহমত। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। ভালো থাকিবেন।
৪| ২১ শে জুন, ২০১২ রাত ১১:৫১
Palol বলেছেন:
পরমেশ্বর আপনার মঙ্গল করুক
২২ শে জুন, ২০১২ সকাল ১০:১৩
মহামহোপাধ্যায় বলেছেন: আপনার প্রতি অতিশয় কৃতজ্ঞতা । পরমেশ্বরের নিকট একই প্রার্থণা আমারও।
ধন্যবাদ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৪
কথক পলাশ বলেছেন: অত্র রচনা পাঠ করিয়া এতদ্ব্যতীত সিদ্ধান্তে উপনীত হইলাম যে, ঢেঁকি হইতেছে অতিশয় লুল শ্রেণীর পদার্থ।
তবে, বর্তমান কালে কতিপয় কুলাঙ্গার উপর্যুক্ত প্রবাদখানাকে তাহাদের নিজের মত করিয়া উল্টাইয়া লইয়াছে এইরূপ যে- রাইসমিল হলিডে রিসোর্টে গিয়াও ধান মাড়াইতে থাকে।
রচনা ভালো হইয়াছে। সুখপাঠ্য এবং হাসির উদ্রেককারী।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০
মহামহোপাধ্যায় বলেছেন: আপনার স্বীকৃতি প্রকৃতপক্ষেই আমাকে উৎসাহিত করিবে। আশা করি ঢেঁকি গলাধঃকরণ সুখকর হইয়াছে।
ভ্রাতা, আপনি বাস্তবিকই বিজ্ঞ ব্যক্তি। অতি অল্পেই বুঝিয়াছেন যে, "ঢেঁকি হইতেছে অতিশয় লুল শ্রেণীর পদার্থ।"
"রাইসমিল হলিডে রিসোর্টে গিয়াও ধান মাড়াইতে থাকে।" বাক্য খানা পড়িয়া ঈষৎ পুলকিত হইলাম
৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: উফ্,
আপনি অসাধারণ ক্লাসিক লেখক।
ভাই ব্লগ আরো একজনকে পেল।
সিরিয়াসলি। ধন্যবাদ আসার জন্য।
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া, কি বলব ভাষা খুঁজে পাচ্ছিনা !! আপনার মত একজন ব্লগারের কাছ থেকে এই স্বীকৃতিটুকু আমার কত বড় প্রাপ্তি আমি তা বলে বুঝাতে পারব না। আমার এই পোস্টটা ছিল সামুতে আমার প্রথম পোস্ট, এটা কেমন হয়েছে সেটা আপনারা ভালো বলতে পারবেন কিন্তু এই পোস্টটার উপর আমার আলাদা একটা ভালোলাগা কাজ করে। আরো ভেবে অবাক হচ্ছি এতো পুরাতন পোস্ট খুঁজে পেলেন কি করে!!
অনেক ধন্যবাদ ভাইয়া, কষ্ট করে পড়ার জন্য এবং আমার ব্লগে স্বাগতম। "জাশির প্রোপাগান্ডা" নিয়ে লেখা আপনার পোস্টটা আমি প্রিয়তে নিয়ে রেখেছি আর "বাংলাদেশের সেরা দশ স্পেশাল ফোর্সেস" এই পোস্টটা প্রায় পড়ি আর শিহরিত হই। অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন ভাইয়া। অনেক শুভকামনা রইল
৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
আফসিন তৃষা বলেছেন: এহেন অভূতপূর্ব ঢেঁকি গবেষণার মাধ্যমে প্রমাণিত হইলো আপনি আর যাই হোক আমড়া কাঠের ঢেঁকি নন। শুভকামনা
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা আপনার উত্তর দেখে আসছি, জটিল হৈছে
এ গুড ওয়ান। আপনার হিউমারের প্রসংশা করতে হয়
পোস্ট কষ্ট করে পড়ার জন্য বিশাল ধইন্যা
৮| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: ঢেঁকি হিষ্ট্রি ভালা পাইলাম । তা বাপু ঢেঁকি গিল্যা তুমি কি পাইলা ?
০৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৪
মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ আপা।
ঢেঁকি গিলে কি পেলাম ?? আপনাদের মত এত্ত ভালো কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়া, আপু পেয়েছি। তাদের ভালোবাসা পেয়েছি। এগুলো পেলে শুধু ঢেঁকি কেন পুরো রাইস মিল গিলতে রাজী আছি
৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৭
অপর্ণা মম্ময় বলেছেন: ওকে রাইস মিল গিলে পেট ভরা থাকুক , এই কামনাই রইলো
০৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৩
মহামহোপাধ্যায় বলেছেন: শুভ কামনার জন্য ধইন্যা
আপনিও অনেক ভালো থাকবেন এই কামনা করি।
১০| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল!
২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৭
মহামহোপাধ্যায় বলেছেন: প্রিয় ব্লগার, আপনার উপস্থিতি সবসময় ভালো লাগার জন্ম দেয়। অনেক ভালো থাকুন। শুভকামনা রইল।
দেরীতে উত্তর দেবার জন্য লজ্জিত :!> :!>
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১২ রাত ২:০৭
নীরব 009 বলেছেন: হুম, আপনাকে আমি আগেও দেখিয়াছি। কিন্তু ইহাই যে আপনি তাহা বুঝিতে পাড়ি নাই। সে যাই হোউক, এতো কঠিন নামে আত্মপ্রকাশ করিলেন কেনু? আপনার নাম দেখে সন্দেহ হবার পর আমার ইমুর অবস্থা হইয়াছিল
ইহার মতো আর আপনাকে চিনিবার পর ইমুর অবস্থা হইয়াছিল
ইহার মতো। খ্যাঁক...
সেফ মুবারকের খানি আজকেই হইত যদি!!! আহা মিচ মিচ গ্রেট মিচ