নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

যেভাবে জানা আপুর খপ্পর থেকে এক ব্লগীয় ছোট ভাইকে বাঁচালাম B-) ;) =p~

০৬ ই মে, ২০১১ রাত ১১:০৭

প্রথমেই বলে রাখি এটা একটা ফান পোস্ট। আর এটার উৎপত্তি কিছুক্ষন আগে ফেসবুকের চ্যাট হিস্টোরি থেকে। আসুন দেখা যাক হিস্টোরি টা :-B (সঙ্গত কারনেই ছোট ভাইয়ের নাম প্রকাশ কর্লাম না বেচারা লজ্জা পেতে পারে ;) )



ছোট ভাইঃ আপনি কেমন আছেন ভাইয়া? কি করছেন এখন?

আমিঃ তেমন কিছু কর্তেসি না, ভালৈ চলতেসে সব, তোমার খবর কি?

ছোট ভাইঃ এইতো আছি আর্কি কোন রকম, সামনে সেমিস্টার ফাইনাল কবে যে শেষ হবে এইসব :(( আপ্নাদের মতো কর্পোরেট হতে মন চায় :(

আমিঃ হাহা

ছোট ভাইঃ হাসলেন যে ভাইয়া, আপনার জবের কি খবর? অনেক দিন আপনার পোস্টে যেতে পারি না, লেটেস্ট কোন পোস্ট দিসেন ভাইয়া?

আমিঃ পোস্টে যাবার দর্কার নাই, পোস্ট দেই না তেমন, জবের খবর খুবই ভালো

ছোট ভাইঃ তাই নাকি? ভালো লাগলো ভাইয়া, আমি অনেক দিন পোস্ট দিতে পার্তেসি না :((

আমিঃ স্যাড, পোস্ট দিতে না পারার অপরাধে ছাদ থিকা লাফ দেও।

ছোট ভাইঃ বলেন কি ভাইয়া? আপনি এটা বলতে পারলেন?

আমিঃ তুমি পোস্ট দিতে পারতেসো না , এইটা কত্ত বড় পাপ করতেসো তুমি জানো?

ছোট ভাইঃ আমি তো টাইম পেলে পোস্ট দিতাম ভাইয়া, এখন কি আমাকে ওয়াচে নেবে? :-*

আমিঃ হুম, এখুনি জানা আপারে ফোন কৈরা তার কাছে মাফ চাও।

ছোট ভাইঃ হায় হায়, আপ্পির ফোন নম্বর তো আমার কাছে নাই, আমি ওয়াচে যেতে চাই না ভাইয়া, কি কর্তে হবে বলেন :((

আমিঃ (জানা আপার ফেসবুক লিঙ্ক দিসি এইখানে) উনার কাছে মাফ চায়া মেইল করো।

ছোট ভাইঃ ওকে, থ্যাঙ্কস ভাইয়া, কিন্তু কি লিখবো? যদি পরে আবার রাগ করে?

আমিঃ রাগের কি আছে? উনি ব্লগমাতা আর মায়েরা রাগ করে না।

ছোট ভাইঃ হুম, ঠিক বলেছেন, কিভাবে লিখবো? জিসান চাচ্চুর মতো?

আমিঃ উনার মতো লিখলেতো জানা আপা সন্দেহ কর্বে যে তুমি উনার সাথে জোট বাঁধছ, তার চেয়ে নিজেই সুন্দর করে গুছিয়ে লেখো।

ছোট ভাইঃ ভালো বলছেন ভাইয়া, আপনি যে ক্ত্তবড় উপকার কর্লেন...এর বিপরীতে কি করবো বলেন তো

আমিঃ কিছু করা লাগবে না...আমি উদার মানুষ প্রতিদান আশা করি না..তার চেয়ে তুমি নিজের বিপদ বাঁচাও...তোমাকে বিপদে পড়তে দেখতে চাই না..যেভাবে বলসি সেভাবে কাজ করো



কিছুক্ষন পর



ছোট ভাইঃ আপুকে মেইল দিসি ভাইয়া।

আমিঃ কি মেইল কর্লা? আমারে কপি করে দেখাও

ছোট ভাইঃ এই তো নর্মাল ল্যাঙ্গুয়েজে, "আপ্পি, সামনে আমার এক্সাম তাই ব্লগে কয়দিন থাকবো না, প্লিজ আমাকে ওয়াচ কর্বেন না।"

আমিঃ সিউর তুমি এটা লিখসো?

ছোট ভাইঃ হুম ভাইয়া, ভালো লিখসি না? এখন আপু রিপ্লাই দিবে কবে?

আমিঃ ভালৈ লিখসো, দেখা যাক সে কবে রিপ্লাই দেয়, তবে টেনশন নিও না, সে তোমারে ওয়াচ কর্বে না। আমি আসি ভাত খামু।

ছোট ভাইঃ ঠিকাসে ভাইয়া, থ্যাঙ্কস আ লট ভাইয়া।





:| :|

মন্তব্য ১৪৭ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১৪৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১১ রাত ১১:১৪

পরবাসী একজন বলেছেন: আহারে .... ছুডু ভাইডারে এইভাবে বেকুব বানাইলেন?
:|| :|| :( :(

০৬ ই মে, ২০১১ রাত ১১:৩০

রাজসোহান বলেছেন: :-B

২| ০৬ ই মে, ২০১১ রাত ১১:১৬

আলিম আল রাজি বলেছেন: দাড়ান। একটু অবাক হয়ে নেই। তারপর কমেন্ট দিচ্ছি।

০৬ ই মে, ২০১১ রাত ১১:৩১

রাজসোহান বলেছেন: খিক্স!

৩| ০৬ ই মে, ২০১১ রাত ১১:১৯

হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা

০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৭

রাজসোহান বলেছেন: খাম্বা খাম্বা

৪| ০৬ ই মে, ২০১১ রাত ১১:২১

সাধারণমানুষ বলেছেন: হা হা হা ............পোলাটা কেডা ???

০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৯

রাজসোহান বলেছেন: আছে এক ছোট ভাই , পোলাটা খুবই ভালো :)

৫| ০৬ ই মে, ২০১১ রাত ১১:২২

সবাক বলেছেন: আপনার বড়ভাইরা কিন্তু পোস্ট পড়তে আসবে। সো...

০৬ ই মে, ২০১১ রাত ১১:৪১

রাজসোহান বলেছেন: হুমকি দিলেন নাকি? /:)

৬| ০৬ ই মে, ২০১১ রাত ১১:২৩

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


মানুষ এত বোকা হয় কি করে???

০৭ ই মে, ২০১১ রাত ১২:১৫

রাজসোহান বলেছেন: :P :P :P

৭| ০৬ ই মে, ২০১১ রাত ১১:২৪

কাঠের খাঁচা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
হাসতে হাসতে মইরা গেলাম। আমারে বাঁচা

০৭ ই মে, ২০১১ রাত ১২:২১

রাজসোহান বলেছেন: B-)) B-))

৮| ০৬ ই মে, ২০১১ রাত ১১:২৫

সহ্চর বলেছেন: এয়ার টেল ম্যাসেজ দিত লস্যময়ী মিমের ওয়াল পেপার ডাউনলোড করুন। আমি চিন্তা করতাম এই ম্যাসেজ যদি মীমের কাসে যায় তখন কি হইব??!!!!

ঠিক এই চিন্তা এখন লাগতাসে ওই ছুডূ ভাই যদি এখন এই লেখা দেখে তাইলে কি করবো???!!!!!!!!!

০৭ ই মে, ২০১১ রাত ১২:২৪

রাজসোহান বলেছেন: কি আর কর্বে? শুভ বুদ্ধির উদয় হবে :)

৯| ০৬ ই মে, ২০১১ রাত ১১:২৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: /:)

০৭ ই মে, ২০১১ রাত ১২:২৫

রাজসোহান বলেছেন: :#)

১০| ০৬ ই মে, ২০১১ রাত ১১:২৮

আলিম আল রাজি বলেছেন: দাড়ান। একটু অবাক হয়ে নেই। তারপর কমেন্ট দিচ্ছি।

০৭ ই মে, ২০১১ রাত ১২:২৭

রাজসোহান বলেছেন: অবাক হওয়া হৈসে? /:)

১১| ০৬ ই মে, ২০১১ রাত ১১:২৮

কুহক' বলেছেন: :-B :-B :-B :-B

০৭ ই মে, ২০১১ রাত ১২:২৮

রাজসোহান বলেছেন: :-B :-B

১২| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৩২

রুদ্রপ্রতাপ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

তোর ব্লগিং শুরুর দিকের কাহিনি কমু?

B-))

থাক! না কই! আমি তো আর তোর মতো ছোট ভাইদের পঁচাই না! :)

০৭ ই মে, ২০১১ রাত ১২:২৯

রাজসোহান বলেছেন: খিক্স। আমি এত বোকা আছিলাম না ;)

১৩| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৩

হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা

০৭ ই মে, ২০১১ রাত ১২:৩০

রাজসোহান বলেছেন: /:)

১৪| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৩

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: পুলাপান সব বদ হইয়্যা গেছে X( X(( X(

০৭ ই মে, ২০১১ রাত ১২:৩০

রাজসোহান বলেছেন: B-))

১৫| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৫

ঘুমন্ত আমি বলেছেন: হায় হায় কি চিণ্তা নিয়া ডুকলাম আর কি দেখলাম

০৭ ই মে, ২০১১ রাত ১২:৩১

রাজসোহান বলেছেন: খিক্স, কি চিন্তা নিয়া ধুক্সিলেন?

১৬| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৭

বিদ্যাসাগর বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা...................... হা হা হা প গে................ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই মে, ২০১১ রাত ১২:৩৫

রাজসোহান বলেছেন: আস্তে আস্তে পৈরা ব্যাথা পাইবেন তো ;)

১৭| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৭

বিদ্যাসাগর বলেছেন: কৃষ্ণচূড়া আড্ডায়



০৭ ই মে, ২০১১ রাত ১২:৩৮

রাজসোহান বলেছেন: :) :) :D

১৮| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৮

অন্ধ তীরোন্দাজ বলেছেন: দিক্কার..

০৭ ই মে, ২০১১ রাত ১২:৪০

রাজসোহান বলেছেন: কাকে? ;)

১৯| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৩৮

আলিম আল রাজি বলেছেন: কে সে

০৭ ই মে, ২০১১ রাত ১২:৪০

রাজসোহান বলেছেন: নিচে অনেকেই নাম বলে ফেলসে =p~

২০| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪১

মেঘেরদেশ বলেছেন: জানা আপুর টা কে? এটা তো জানা হল না :(

০৭ ই মে, ২০১১ রাত ১২:৪৫

রাজসোহান বলেছেন: উনি এই ব্লগের মালিক

উনার ব্লগ লিঙ্ক :)

২১| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪২

সায়েম মুন বলেছেন: তুমারই তো ছুটু ভাই। এরামই হওয়ার কথা B-))

০৭ ই মে, ২০১১ রাত ১২:৫৪

রাজসোহান বলেছেন: X( X((

২২| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪২

বাংলার আগন্তুক বলেছেন: ছুডু ভাই যহন আসল বিপার জাইন্যা গাইল পাড়বো, তহন ইজ্জ্বত কই যাইবো মিয়া। পুলাপানরে ভালা জিনিস না শিখাইয়া পুংটামী শিখান???







খিকজ। জব্বর বলদ বানাইসে। চান্সে আমিও কেমুন ঝাইড়া লইলাম। বড়ই আজিব দুনিয়া, হগলেই চান্স পাইতে চায়; কেউ পায় কেউ পায় না..............

০৭ ই মে, ২০১১ রাত ১২:৫৮

রাজসোহান বলেছেন: চান্সের উপরেই থাকে সবাই ;)

২৩| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪২

নথিকবিডি বলেছেন: বড় ভাইগুলা বদের হাড্ডি..X(X(

০৭ ই মে, ২০১১ রাত ১:০০

রাজসোহান বলেছেন: সব গুলা বড় ভাইগোরে পিডানো উচিত X( X(

২৪| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪২

সোহরাব সুমন বলেছেন: :-B

০৭ ই মে, ২০১১ রাত ১:০১

রাজসোহান বলেছেন: B:-/

২৫| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪৪

ফাইরুজ বলেছেন: :-B

০৭ ই মে, ২০১১ রাত ১:০১

রাজসোহান বলেছেন: :#)

২৬| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪৫

একুয়া রেজিয়া বলেছেন: হা হা হা =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই মে, ২০১১ রাত ১:০৩

রাজসোহান বলেছেন: হেহেহে :D :D :D

২৭| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৪৫

ইলুসন বলেছেন: ছোট ভাইঃ হুম, ঠিক বলেছেন, কিভাবে লিখবো? জিসান চাচ্চুর মতো?

ছোট ভাইঃ এই তো নর্মাল ল্যাঙ্গুয়েজে, "আপ্পি, সামনে আমার এক্সাম তাই ব্লগে কয়দিন থাকবো না, প্লিজ আমাকে ওয়াচ কর্বেন না।"

০৭ ই মে, ২০১১ রাত ১:০৪

রাজসোহান বলেছেন: :P :P

২৮| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৫৫

গরম কফি বলেছেন:

আমাদের সোহান তাহলে বড় ভাই হইসে !! সে কি চামে এই নিউজ টা শোনাইলো নাকি ?

০৭ ই মে, ২০১১ রাত ১২:৫০

রাজসোহান বলেছেন: এক কাঠি বেশী বুঝার লিগা নিচে কে জানি জাঝা দিসে তোমারে। |-)

২৯| ০৬ ই মে, ২০১১ রাত ১১:৫৬

মেঘেরদেশ বলেছেন: জানা আপুর টা কে? এটা তো জানা হল না :(

০৭ ই মে, ২০১১ রাত ১:০৪

রাজসোহান বলেছেন: উপরে বলে দিসি :)

৩০| ০৭ ই মে, ২০১১ রাত ১২:১১

রাজসোহান বলেছেন: @সাকিন তোমার বুদ্ধি আসলেই কম, তোমার কমেন্টটা বিশেষ কারণে মোছা হলো, কারন টা ফেবু তে বলে দিসি।

০৭ ই মে, ২০১১ দুপুর ২:৪৩

রাজসোহান বলেছেন: X(( X((

৩১| ০৭ ই মে, ২০১১ রাত ১২:১৯

রুদ্রপ্রতাপ বলেছেন: কফিরে জাঝা!

০৭ ই মে, ২০১১ রাত ১:০৫

রাজসোহান বলেছেন: :-<

৩২| ০৭ ই মে, ২০১১ রাত ১২:২২

আকাশের তারাগুলি বলেছেন: আহারে...............

০৭ ই মে, ২০১১ রাত ১:০৬

রাজসোহান বলেছেন: :( :(

৩৩| ০৭ ই মে, ২০১১ রাত ১২:২৩

মি: জবরদস্ত বলেছেন: আমি জানি সে কে। হি হি হি! নাম বলব?

০৭ ই মে, ২০১১ রাত ১:০৮

রাজসোহান বলেছেন: নাম তো প্রকাশ হয়েই গেছে ;)

৩৪| ০৭ ই মে, ২০১১ রাত ১২:২৮

পাগলা দাশু০০৭ বলেছেন: কথা বার্তার স্টাইলে তো মনে হয় ছাক্কু আক্কু থুক্কু আমাগো শাকু .।.।.।.।.।.।.।.।। হেইতের এইরকম ছবাভ আছে :D :D

০৭ ই মে, ২০১১ রাত ১:০৯

রাজসোহান বলেছেন: ;)

৩৫| ০৭ ই মে, ২০১১ রাত ১২:২৮

রিয়েল ডেমোন বলেছেন: সাকিন!!!!!!!!

ওরে আমি এখনই নক করতাসি
B-)) B-)) B-))

০৭ ই মে, ২০১১ রাত ১:১০

রাজসোহান বলেছেন: বেচারা :P

৩৬| ০৭ ই মে, ২০১১ রাত ১২:৩৩

পাগলা দাশু০০৭ বলেছেন: এই বল্গে একটাই নয়া পিশ নাম তার শাকু আমাগো শাক ু .।.।.।.।.।.।.।.।.। দারুন মজা পাইলাম ভাই .।.।। আপনাকে ধইন্না এক বস্তা

০৭ ই মে, ২০১১ রাত ১:১২

রাজসোহান বলেছেন: B-))

৩৭| ০৭ ই মে, ২০১১ রাত ১২:৪৯

তায়েফ আহমাদ বলেছেন: বেইজ্জতির অ্যাকশ্যাষ...............

০৭ ই মে, ২০১১ রাত ১:১২

রাজসোহান বলেছেন: হেহে সেইটা আর কৈতে ;)

৩৮| ০৭ ই মে, ২০১১ রাত ১২:৫০

দু-পেয়ে গাধ বলেছেন: হেহেহে, ব্যাপক মজা তো!!!

০৭ ই মে, ২০১১ রাত ১:১৪

রাজসোহান বলেছেন: ব্যাপক্স ;)

৩৯| ০৭ ই মে, ২০১১ রাত ১২:৫৮

আর.এইচ.সুমন বলেছেন: কামডা কি ঠিক হইলো সোহান ভাই ???
:-B :-B :-B
ব্যাচারা ব্লগ খুব ভালবাসে মনে হচ্ছে :)

তবে কারও ব্যাক্তিগত আলাপচারিতা এভাবে পাবলিকের সাথে শেয়ার করে তাকে তো পুরাই মঞ্চে তুলে ন্যাংটো করে দেওয়ার মত কাজ না করায় ভাল :|

০৭ ই মে, ২০১১ রাত ১:১৪

রাজসোহান বলেছেন: হাহা :)

৪০| ০৭ ই মে, ২০১১ রাত ১:২০

কারিমাট বলেছেন: ছুডু ভাইডা কার?
আমার নাকি আপনার?

০৭ ই মে, ২০১১ দুপুর ২:৪৩

রাজসোহান বলেছেন: আমগোর :)

৪১| ০৭ ই মে, ২০১১ রাত ২:০৭

আমি তুমি আমরা বলেছেন: :-B :-B :-B

০৭ ই মে, ২০১১ দুপুর ২:৪৩

রাজসোহান বলেছেন: 8-| 8-| B-))

৪২| ০৭ ই মে, ২০১১ রাত ২:২১

এম চৌধুরী বলেছেন: অামি অবাক হয়েছি। তাই কমেন্ট দিলাম।
|-)

০৭ ই মে, ২০১১ দুপুর ২:৪৪

রাজসোহান বলেছেন: তুমিও ধরা খাইবা কৈলাম /:)

৪৩| ০৭ ই মে, ২০১১ ভোর ৪:২৮

ছোট ভাই বলেছেন: এই যে রাজসোহান ভাইয়া, আমিও কিন্তু একজন ছোটভাই। :) :) :)

০৭ ই মে, ২০১১ দুপুর ২:৪৫

রাজসোহান বলেছেন: তাইতো দেখছি :) :)

৪৪| ০৭ ই মে, ২০১১ ভোর ৫:০৩

টানজিমা বলেছেন: onek kishu shikhlam....:D

০৭ ই মে, ২০১১ রাত ১১:২৯

রাজসোহান বলেছেন: ;) ;) সাবধানে থাকিস

৪৫| ০৭ ই মে, ২০১১ ভোর ৬:৩৯

কালীদাস বলেছেন: =p~ =p~ =p~
X( X(

০৭ ই মে, ২০১১ রাত ১১:৩৩

রাজসোহান বলেছেন: :-B :-B

৪৬| ০৭ ই মে, ২০১১ সকাল ৭:১৩

শায়েরী বলেছেন: Ahare..innocent bechara

০৭ ই মে, ২০১১ রাত ১১:৪১

রাজসোহান বলেছেন: :( :(

৪৭| ০৭ ই মে, ২০১১ সকাল ১০:৫৪

অন্ধ আগন্তুক বলেছেন: ছোট খোকা বড় হ ! বিটলামি বন কর ! X( X( X(

০৭ ই মে, ২০১১ রাত ১১:৪৫

রাজসোহান বলেছেন: :( বকা দিলেন আঙ্কুল

৪৮| ০৭ ই মে, ২০১১ সকাল ১১:০৬

সায়েম মুন বলেছেন: অন্ধ আগন্তুক বলেছেন: ছোট খোকা বড় হ ! বিটলামি বন কর ! X( X( X(

কেন আগন্তুক? এরাম কথা বলো কেন? রাঝাস তো এখন অনেক বড় হৈছে। বড় ভাইও হৈছে। যোগ্য বড় ভাইয়ের নমুনা তো দেখলাম :-P

০৭ ই মে, ২০১১ রাত ১১:৫৮

রাজসোহান বলেছেন: পিচ্চি ষরযন্ত্র কর্তেসে X(

৪৯| ০৭ ই মে, ২০১১ সকাল ১১:১৭

হানী বলেছেন: হা হা হা

০৮ ই মে, ২০১১ রাত ১২:১৮

রাজসোহান বলেছেন: হেহেহে

৫০| ০৭ ই মে, ২০১১ সকাল ১১:২৬

েমাঃ জাহাঙ্গীর আলম বলেছেন: শায়েরী বলেছেন: Ahare..innocent bechara :-B

০৮ ই মে, ২০১১ রাত ১২:২১

রাজসোহান বলেছেন: :-B :-B

৫১| ০৭ ই মে, ২০১১ সকাল ১১:৫৫

অন্ধ আগন্তুক বলেছেন: @ সায়েম মুন - আপ্নে ছুডুবাবু মানুষ হয়া আবার আমাগো কথার মাঝে আইসেন ক্যা ??

বাচ্চালোগ , দূরে হঠো ! :P :P :P

০৮ ই মে, ২০১১ রাত ১২:২৩

রাজসোহান বলেছেন: বাচ্চারা ইদানিং পেইন দেয় X((

৫২| ০৭ ই মে, ২০১১ দুপুর ১২:২৩

জয় রাজ খান বলেছেন: আপনে তো দেহি মানুষ ভালা না X( X( ছোটো ভাইগো গোপন নথি ফাঁস করেন :-* আমি সতর্ক হইয়া গেলাম :| আর কিছু কমুনা ;)
পোষ্টে মাইনাচ :P :P

০৮ ই মে, ২০১১ রাত ১২:২৯

রাজসোহান বলেছেন: মাইনাচ নাইক্কা /:)

৫৩| ০৭ ই মে, ২০১১ দুপুর ১২:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: X( X(
কামডা ঠিক হয় নাই।

০৮ ই মে, ২০১১ রাত ১২:৩০

রাজসোহান বলেছেন: X( X(

৫৪| ০৭ ই মে, ২০১১ দুপুর ১২:৫৭

শায়মা বলেছেন: হাহাহা


তোমার পেটে এত শয়তানী পিচকা?

০৮ ই মে, ২০১১ রাত ১২:৩১

রাজসোহান বলেছেন: :P :P

৫৫| ০৭ ই মে, ২০১১ দুপুর ১২:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: হাসতে হাসতে পইড়া যাইতেসি। =p~ =p~ =p~

০৮ ই মে, ২০১১ রাত ১২:৩৩

রাজসোহান বলেছেন: !:#P !:#P

৫৬| ০৭ ই মে, ২০১১ দুপুর ২:০৬

নূর-ই-আল-মামুন বলেছেন: :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> জানাপ্পুকে মেইল করতে মুনচায় :!> :!> :#> :#> :#> :#> :#>

০৮ ই মে, ২০১১ রাত ১২:৩৪

রাজসোহান বলেছেন: কৈরা ফেল :!> :#>

৫৭| ০৭ ই মে, ২০১১ দুপুর ২:১৯

খন্ডকাব্য বলেছেন: =p~ =p~

০৮ ই মে, ২০১১ রাত ১২:৪০

রাজসোহান বলেছেন: :-B :-B

৫৮| ০৭ ই মে, ২০১১ বিকাল ৫:৩০

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: আমার আর আপনার মাঝের গোপন কথা এভাবে ব্লগে ফাঁস করে দেয়াটা কি ঠিক হল ভাইয়া??

;) ;) ;)


( উল্লেখ্য উনার জবের অবস্থা আল্লাহর রহমতে বেশ ভাল তাই আগামী ব্লগ আড্ডায় উনাকে সীল-সপ্পর মারার ব্যপক প্রস্তুতি নেয়া হচ্ছে )

০৮ ই মে, ২০১১ রাত ১২:৪৫

রাজসোহান বলেছেন: হাহা.।সেইটা হবে না ;)

৫৯| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

অচেনা রাজ্যের রাজা বলেছেন: :-P :-P :-P :-P :-P

০৮ ই মে, ২০১১ রাত ১২:৪৭

রাজসোহান বলেছেন: /:) /:)

৬০| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

আরিশ ময়ুখ বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৮ ই মে, ২০১১ রাত ১২:৪৭

রাজসোহান বলেছেন: =p~ =p~

৬১| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৬

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: বিটলামি কম করো কইলাম ! /:)

০৮ ই মে, ২০১১ রাত ১২:৫০

রাজসোহান বলেছেন: বাড়তেই থাকপে :D

৬২| ০৭ ই মে, ২০১১ রাত ৯:১২

সায়েম মুন বলেছেন: @অন্ধ আগন্তুক : ছুটু মানুষ বৈলে এট্টু আধটু কথাও বইলতে দিতে চাও না। কোন জমানায় আইলাম রে বাবা আন্ধা উন্ধারা কথাও বইলতে দিতে চায় না :(( :(( :((



:P

০৮ ই মে, ২০১১ রাত ১২:৫২

রাজসোহান বলেছেন: #:-S পিচ্চিদের বেল দেই না

৬৩| ০৭ ই মে, ২০১১ রাত ১০:০৪

আরিফসুমন বলেছেন: আমিও ত ব্লগ লেখি না, আমাকেও কি ওয়াচে নিবে? :P :P :P :P :P :P :P :P

০৮ ই মে, ২০১১ রাত ১২:৫৬

রাজসোহান বলেছেন: জানা আপুকে জিগান :P

৬৪| ০৮ ই মে, ২০১১ রাত ১২:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
মাইনাস X(( X(( X(( X(( X((

০৮ ই মে, ২০১১ রাত ১২:৫৭

রাজসোহান বলেছেন: :D :D

৬৫| ০৮ ই মে, ২০১১ রাত ১:৫৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আপনেতো মানুষ ভালা না। পুলাপাইনরে ধুকা দিছেন /:) /:) =p~ =p~ =p~ =p~

০৮ ই মে, ২০১১ ভোর ৫:১৭

রাজসোহান বলেছেন: B-))

৬৬| ০৮ ই মে, ২০১১ সকাল ৭:০৭

কালীদাস বলেছেন: X( X( X(( X((

০৯ ই মে, ২০১১ রাত ২:০০

রাজসোহান বলেছেন: :(( :(( :(( :((

৬৭| ০৮ ই মে, ২০১১ সকাল ৭:২৪

মেঘের দেশে বলেছেন: পুরাতো সামুলিক কইরা দিলেন উইকিলিকের মতো !!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আছেন কিরাম?????

অফটপিক : মেঘেরদেশ নামে একটা নিক দেখলাম মনে লইলো উপরে ????? আমারটার লগে দেহি মিল্লা গেলো :( :( :( আমার নিকের তো একটা ব্যক হিসটিরি আছে , তারও কি আছে ?????????

০৯ ই মে, ২০১১ রাত ২:০৬

রাজসোহান বলেছেন: ভালো আছি :)

অফটপিক: জানি না :-*

৬৮| ০৮ ই মে, ২০১১ সকাল ৮:৫৯

সরলতা বলেছেন: আমি এই পোষ্ট টা আগে পড়ছি। কিন্তু কিছু বুঝতে পারিনি। ব্যাপক জ্ঞানের পোষ্ট। /:) এই জন্য কোন কমেন্ট করিনাই।

কমেন্ট যদিও করা হয়ে গেল। :(

০৯ ই মে, ২০১১ রাত ২:০৭

রাজসোহান বলেছেন: হাহাহা....সামনেই কোনএকদিন বুঝে ফেলবেন :)

৬৯| ০৮ ই মে, ২০১১ সকাল ৯:৩৬

অন্ধ আগন্তুক বলেছেন: @ মুনাপ্পি - আন্ধারা চক্ষে দেহে না , এইটা ঠিক ! কিন্তু ভোকাল কর্ডে তো আর সমেস্যা নাই ! B-) B-)

আবারো কমেন্ট করসেন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন ! আপ্নারে খাইসি , ছুডূ বাবু ! X(( X(( X(( X((

০৯ ই মে, ২০১১ রাত ২:০৯

রাজসোহান বলেছেন: হ X(( X((

৭০| ০৮ ই মে, ২০১১ দুপুর ১২:১২

Dee Dee বলেছেন: ইইইইইইইইইইইইইইইইইইইইইইইই !!!!!!!!!!!!!! :#) :#) :#) :#) :#) :#)


B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৩১ শে জুলাই, ২০১১ সকাল ১০:৪১

রাজসোহান বলেছেন: এই কমেন্ট এদ্দিন পড়ে চোখে পড়ল ক্যান! B:-)

৭১| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১২:১১

দূর্যোধন বলেছেন: ঠেলা ............ লাগা ঠেলা !!! ;)

৩১ শে জুলাই, ২০১১ সকাল ১০:৪৪

রাজসোহান বলেছেন: ছোটভাইলোক সব সাবধান :|

৭২| ০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:১৩

অণুজীব বলেছেন: ঠেলা

০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৫

রাজসোহান বলেছেন: লাগে ম্যালা ;)

৭৩| ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:২৯

হিমেল হাসান বলেছেন: হা হা প গে......
রাতের ২ টার সময় যেমনে জোরে জোরে হাসলাম একটু পর শ্রদ্ধেয় আব্বাজান ওইঠা না আসলেই হয় =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:১৪

রাজসোহান বলেছেন: ;) :P :-B

৭৪| ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৯

নাঈম আহমেদ আকাশ বলেছেন: খাড়ান,অবাক হইয়া লই । B:-) B:-)

২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫২

রাজসোহান বলেছেন: গান গান

আমার অবাক হওয়া বাকী, ওওওওও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.