![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
কেনো এসেছো একা এই কালো স্তব্ধতায়
দীর্ঘ ঘুম কাটিয়ে উৎসবের আলো জ্বেলে
পাবে কি ফিরে এখন সেই হারানো বাতাস
যেখানে শুকনো পাতা মর্মর শব্দে ভাঙে
ঘরের ভেতর বন্ধ জানালায় চাঁদের উঁকি
আমাদের চোখে বাসা বেঁধেছে লাল পাখি।
এই রাস্তায় জমে গেছে পেঁজাতুলো মেঘ
অজস্র মুখের ভীড়ে তাই নীল স্রোত
অবচেতন ঘুমের ভেতর পায়ের ছাপ
অভিমানী মেয়েটির জমাট বৃষ্টির আবেগ
দেখেছো কি সেই ভাঙা দরজায় আঁকিবুকি
সেখানে উড়ছিলো আমাদের এলোমেলো পাখি।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
রাজসোহান বলেছেন:
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তুমি সরিয়ে দে !
পাবে ফিরে কি এখন দিয়ে দে ! তাহলে এইটা সার্বজনীন বেশি লাগবে !
বেশ হইছে ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
রাজসোহান বলেছেন: ঈষৎ পরিবর্তিত। লিরিকটা ওদের পছন্দ হইছে
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
ভিয়েনাস বলেছেন: দেখেছো কি সেই ভাঙা দরজায় আঁকিবুকি
সেখানে উড়ছিলো আমাদের এলোমেলো পাখি ... সুন্দর
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
রাজসোহান বলেছেন: ধন্যবাদ। শুভ রাত!
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
তন্ময় ফেরদৌস বলেছেন: নাইস, অনেকদিন পরে লিরিক লেখলা ?
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
রাজসোহান বলেছেন: ৬ মাস পর লিখলাম
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
জেমস বন্ড বলেছেন: সেইরকম . ++
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
সায়েম মুন বলেছেন: সুন্দর ল্যাখছো লিরিসিস্ট।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
রাজসোহান বলেছেন: মুনাপ্পিইইইইই :>
৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর +
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
রাজসোহান বলেছেন:
৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
নেক্সাস বলেছেন: ++++
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ
৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: দেখেছো কি সেই ভাঙা দরজায় আঁকিবুকি
সেখানে উড়ছিলো আমাদের এলোমেলো পাখি।
সুন্দর হইছে।
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০
রাজসোহান বলেছেন:
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
নস্টালজিক বলেছেন: লিরিক ভালো হচ্ছে, সোহান!
লিখতে থাকো, লেখায় থাকো!
১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
রাজসোহান বলেছেন: লিখবো, রাজপথ জুড়ে ঋষিদের দিয়ে আন্দোলন করাবো লেখার জন্য
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !
১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
রীতিমত লিয়া বলেছেন: সুন্দর সুন্দর
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
রাজসোহান বলেছেন: থ্যাংকু থ্যাংকু।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
প্রজাপতীমন বলেছেন: বাহ সুন্দর হইছে.।
১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
একটি উদাসী মেয়ে বলেছেন: দারুন ......
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
কালোপরী বলেছেন: ++++++++