![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধুলীর লালে শঙ্খচিলের ডানায় আঁধার জড়িয়ে নামছে সন্ধ্যার পর্দা। অনেক দূরে জোনাকির আলো থেকে বিতাড়িত এক নাগরিক ঋষি গাইছে গান, "সূর্য তুমি নিও না বিদায়, সন্ধ্যা তারার আহবানে।"
ঋষি চায় না বেদনার জলে ডুবে যেতে, নিতল রাতের স্পর্শে তার রিনিঝিনি স্মৃতি হারিয়ে যাক তারার দেশে। তার আকুল আবেদন, আঁধার যেনো সাড়া না দেয় অস্তরাঙার আভাসে। তবু নিকষ কালো রাত আসে, আর ঋষির বিষাদী চোখের কোনে অভিমান জমে জমে হয় বরফ শীতল।
পাঁজরভাঙা দীর্ঘশ্বাস আর অপলাপ পেরিয়ে সকাল আসে। এক প্রবল প্রতিপক্ষ রাতকে পেছনে ফেলে ঋষি জানালা খোলে। মুমূর্ষু দৃষ্টি মেলে দেখে ড্যান্ডিলায়নের ডানায় আলোচ্ছ্বটা। সময়ের পাতায় লেখা হতে থাকে দীর্ঘ ফড়িং ডানার গল্প।
এক ফড়িং অবাধ্য হয়ে মনের খেয়ালে উড়তে গিয়ে ডানা ভেঙে ঘুরে ঘুরে পড়ে গিয়েছিলো ঘাসের উপর। তখন ঋষির হৃদপিণ্ডে থমকে যায় শব্দের গতি ধারা। শহরের ওপাশে নদীর কাছে নিয়ে গিয়েও বাঁচতে পারেনি সে ফড়িং।
ফড়িংগুলো এরপর নিঃসঙ্গ ঋষি বাড়ির দেওয়ালের ওপাশে নিরাপদ আশ্রয়ে বাসা বাঁধে। অজস্র অশ্রুতে অন্ধ ঋষি কান পেতে থাকে তার দেওয়ালে। ফড়িং ডানার গান শুনে যায় সারাটিদিন।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈছে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
রাজসোহান বলেছেন:
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
সায়েম মুন বলেছেন: সেইরাম
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
রাজসোহান বলেছেন:
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
তন্ময় ফেরদৌস বলেছেন: রাজসোহান ইজ ব্যাক
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
রাজসোহান বলেছেন: বাট স্টিল আই হ্যাভ নো সিক্স প্যাক
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
শের শায়রী বলেছেন: অনুভূতি গুলো যেন ফড়িং এর ডানার মত কথা বলে যায়। চমৎকার
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
রাজসোহান বলেছেন: ভালো লাগলো
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
নস্টালজিক বলেছেন: নাগরিক ঋষি!
সুন্দর হইসে , সোহান!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
রাজসোহান বলেছেন: খাওন দাওন চাই
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
নেক্সাস বলেছেন: রাজ সোহান ভাই ভাল লাগছে লিখছেন বলে। সুন্দর
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
রাজসোহান বলেছেন: :!> :#>
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সোমহেপি বলেছেন: ভালরে!
অনেক ভাল।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
রাজসোহান বলেছেন: লিখতে ম্যালা ধৈর্য লাগে
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
নক্ষত্রচারী বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
রাজসোহান বলেছেন: ভালো লাগা তুলে নিলাম।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
রেজোওয়ানা বলেছেন: নাগরিক ঋষিরা কি স্মৃতিকাতর হয়? তাদের তো নির্লিপ্ত নির্বিকার হবার কথা, ঘসফড়িং উড়ে গেলে ঋষিদের কি এসে যায়!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
রাজসোহান বলেছেন: সে কথা ঋষি জানে, আমি শুধু তাকে কল্পনা করেছি!
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯
নিশাচর ভবঘুরে বলেছেন: গুড কামব্যাক কবি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
রাজসোহান বলেছেন: আমি কবি নই
১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
ডানাহীন বলেছেন: কাব্যিক ...
তবে এই নাগরিক ঋষি এখনো ঋষি হইতে পারে নাই, ফড়িঙের মোহজালে এখনো বাঁধা পড়ে আছে ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
রাজসোহান বলেছেন: এই জন্যই সে নাগরিক ঋষি!
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
রাজসোহান বলেছেন: কান্ডারী হুঁশিয়ার
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর !
তবে গোধূলি ,আলোকচ্ছটা , কোণে এই বানানগুলো দেখে নেয়া জরুরী। কারণ একটা সুন্দর লেখায় শুদ্ধ বানান দেখতেই ভালো লাগে।
রেজোওয়ানা আর ডানাহীন এর কমেন্ট ভালো লাগলো।
ভালো থাকবেন সোহান
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
রাজসোহান বলেছেন: এগুলা ঠিক বানান? মনে থাকবে
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: মুক্তগদ্যে ভাললাগা রইলো। কবিতা আর গল্প - বেশ একটা সালুন।
শুভকামনা সোহান।
ও, ড্যান্ডিলায়ন কী জিনিস???
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
রাজসোহান বলেছেন: ড্যান্ডিলায়ন একটা ফুলের নাম, পোষ্টে ছবি দিয়েছি
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভাল লাগছে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
রাজসোহান বলেছেন:
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
shfikul বলেছেন: অসাধারণ !
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
রাজসোহান বলেছেন:
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
লেখোয়াড় বলেছেন:
bohudin por, kamon asen??
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬
রাজসোহান বলেছেন: ব্যস্ত আছি, ভালো আছি
১৯| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
শ্রাবণ জল বলেছেন: এক ফড়িং অবাধ্য হয়ে মনের খেয়ালে উড়তে গিয়ে ডানা ভেঙে ঘুরে ঘুরে পড়ে গিয়েছিলো ঘাসের উপর। তখন ঋষির হৃদপিণ্ডে থমকে যায় শব্দের গতি ধারা। শহরের ওপাশে নদীর কাছে নিয়ে গিয়েও বাঁচতে পারেনি সে ফড়িং।
ভাল লাগা।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।