নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন নতুন এ্যালবামের সবগুলো গানের লিরিক্স :)

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮







আবার হাসিমুখ



সেই কবে ছিল উচ্ছ্বাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন

ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস, হাসিমুখে ফোয়ারা।



এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল-

যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল।

যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,

তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,

যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও, একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।



রোদ্দুর,

একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর-

বুকের ভেতর ডানা ঝাপটায়, পাখি বেপরোয়া ভাংচুর।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।



বুকের পাঁজড়ে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।

ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।

প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই

তোমাদের নগরীতে, আমি আজও হেঁটে বেড়াই।।



বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ

উড়ছে কিছু প্রজাপতি- মেঘ মনের জানালায়।

জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর

নগরের প্রিয় চিরকুট- সব জীবন ছেড়ে পালায়।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই।



প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়

তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;

তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,

হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর …………



বৃষ্টিকাব্য



কোথায় যেনো বৃষ্টির রিমঝিম শোনা যায়

বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে শন-শন

বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নাগরিক উপকূল।

রিমঝিম রিমঝিম নাচলো আমার মন

অনেকদিন, অপেক্ষায়, সমান্তরাল থেকেই গেলো জেব্রা ক্রসিং…



বৃষ্টির প্রার্থনায় কাশফুল নতজানু,

উড়ে চলে তৃষ্ণার্ত রঙহীন ফড়িং।



আজ জানালার বাওরে একঝাঁক বৃষ্টি রিমঝিম রিমঝিম

বইছে বাতাস, কাশফুল ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে…

রাস্তার সিগন্যালে কন্ডাকটর জেব্রা ক্রসিং

অনেকদিন হেরে যাওয়া মন দিলো ধুয়ে!



রাজপথে ছুটে যায় যান্ত্রিক ফড়িং আর রিক্সায় আঁকা পেইন্টিং

নাগরিক বৃষ্টির ছাতে রবীন্দ্রনাথ অসহায়

তাই কন্ডাকটর জেব্রা ক্রসিং।



প্রেমিকার উচ্ছ্বাসে “বাদল দিনের প্রথম কদম ফুল”

যদিও করতেই হবে দান-

হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে

নাগরিক বৃষ্টির এই গান?

অনেকযুগ অপেক্ষায় মেঘের ভেলায় ভেসে গেলো এই দিন…



বৃষ্টির প্রার্থনায় কাশফুল নতজানু,

উড়ে চলে তৃষ্ণার্ত রঙহীন ফড়িং।



কিছু কথা



কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ

কিছু কথা কখনো হারিয়ে যায়

উদাস কিছু দুপুর, কিছু ভেঙে যাওয়া সুর

কিছু সাদা প্রশ্ন আমায় ভাবায়

কিছু হাসিখেলা, কাঁদে সারাবেলা

উদাস পথে হয়ত একলা চলা

নিবিড় জনারন্যে, শুধু তোমার জন্যে

কিছু কথা কখনো হয়নি বলা…



বইয়ের পাতায় কিছু শব্দ খুঁজে পাই না

কিছু কিছু প্রশ্ন নিয়ে ভাবতে আর চাই না

রূপকথার পঙ্খিরাজ একদিন নেমে আসবে

রাস্তার কালো পিচে সে স্বপ্ন নিয়ে ভাসবে

যান্ত্রিক এই নগর হয়ে যাবে অবসন্ন

কিছু কথা বলছি শুধু তোমার জন্য….



বদলে যাবার দিন স্বপ্ন দেখার দিন

কিছু কথা ভেসে যাক অন্ধকার রাস্তায়

মনের বন্ধ জানালায় স্বপ্নের কথা জমে থাক

কিছু কথা কখনো বাঁচতে শেখায়

কিছু হাসিখেলা কাঁদে সারাবেলা

অবাধ্য কিছু স্বপ্ন নিয়ে একলা চলা

নিবিড় জনারন্যে মেঘলা এই ক্ষণে

কিছু কথা কখনো হয়নি বলা…



পরী



তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া..

আমি চোখের জলেতে ভাসি

আমি অনল দহনে থাকি…



চাইনা আমি বিত্ত সমাজ অর্থ অহংকার

জীবন মাঝে চাইনি বলে নিত্য হাহাকার

তুমি আমার পথেরও শেষ

আকাশ নীলের হাসি

আমি তোমার স্বপনে ভাসি।



আমি অনল দহনে থাকি…



মনরে বাঁধি কি দিয়ে চাই, মনটা যে ক্লান্ত নাটাই

তোর আকাশে ঘুড্ডি কাটে, আপন মানুষ অন্য হাতে

তুমি আমার জলের আগুন, তুমি বিনে অনল ফাগুন

ভাসি আমি বনের জলে,অপার জীবন দহন কলে

সময় সিদ্ধ, সময় সত্য, সময় পারাপার উন্মত্ত

সময় বাঁধি কি দিয়ে আর একলা আকাশ এখন আমার



মনরে বাঁধি কি দিয়ে চাই

মনটা যে এক ক্লান্ত নাটাই

তোর আকাশে ঘুড্ডি কাটে,

আপন মানুষ অন্য ঘাটে।



তুমি উড়িয়া উড়িয়া যাও যে চলিয়া..

আমি চোখের জলেতে ভাসি

আমি অনল দহনে থাকি…



রোদ ক্যানভাস



মিথ্যে গল্প নয়

মিথ্যে স্বপ্ন নয়

ইচ্ছের ফড়িংরা বলে দেয় কি সত্যি হয়

একরাশ সুবাতাস

একমুঠো দীর্ঘশ্বাস

একই বিকেলে ভিজে যায় নীল আকাশ



আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা

অন্ধ হলেও বেঁচে থাক ভালোথাকা



নিশ্বাস ভবঘুরে ইচ্ছের প্রান্তরে

যদিও খুঁজে ফিরে কোনো চেনা ঠিকানা,

চিন্তার বাতিঘরে স্বপ্নেরা কড়া নারে

রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা।



যদি সময়ের জানালা ধরে আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই,

কখনো কি আর তারাদের আসরে ইচ্ছের সীমানা খুঁজে বেড়াই।



জানিনা কত কাল জেগে থাকি

কিভাবে সময়কে বেঁধে রাখি…



নিশ্বাস ভবঘুরে ইচ্ছের প্রান্তরে

যদিও খুঁজে ফিরে কোনো চেনা ঠিকানা,

চিন্তার বাতিঘরে স্বপ্নেরা কড়া নারে

রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা।



শন শন, যদিও কাশবন



শন শন যদিও কাশবন-

দুলছে মন দমকা হাওয়ায় সারাক্ষণ

মেঘের ইশারা চাই যখন,

টিপ টিপ বৃষ্টি নামবে স্বপ্ন ভাঙবে,

কিছুটা উচ্ছ্বাস ডেকে আনবে

হারিয়ে গেলেই প্রতিক্ষণ।



ঝোড়ো হাওয়া….ফিরে যাওয়া….তারাঢাকা অশ্রুহীন

আনবে কোনো সোনালী দিন

এই আকাশজুড়ে স্বপ্নপুড়ে,

ফিরছে যারা অনেকদূরে

দুচোখ জুড়ে স্বপ্নদিন।



সন্ধ্যা হলো আঁধার নামল সেই কখন

গল্পে গল্পে কেটে গেল সারাটাক্ষণ

মেঘের দেশে বৃষ্টি শেষে,

ভেসে ভেসে কোন সুদুরে

দমকা হাওয়ায় উড়ছে মন…



তবু সুযোগ পেলে দুহাত মেলে

সর্ব চোখে হারিয়ে গেলে,

ফিরবে কি আর সোনালী দিন…



আহত কিছু গল্প



কখনো কি তুমি আকাশকে বলেছ আমার কথা?

কখনো কি তুমি বাতাসকে ডেকেছ, জেনেছ, বুঝেছ আমার ব্যাথা, আকুলতা?

কখনো কি তুমি আমার, আমি তোমার বলে চিৎকার করে কাঁদনি?

তারাদের সামনে…

জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…



কখনো কি তুমি আমার সঙ্গে হাঁটো?

হেঁটে যাই তবু অনন্ত পথঘাট…

কখনো কি পথ ভোলো, পথ চল ভেবে হতাশ হয়ে পড়োনি?

সময়ের সামনে…

জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…

জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…



সময় ছিল অল্প

জোছনা রাতে বৃষ্টি ভেজা আহত কিছু গল্প

মেলে স্বপ্ন ডানা

মেলে স্বপ্ন ডানা…



কখনো কি তুমি মনের আকাশে ভাসো?

অন্ধরাতে আমায় ভালবাসো?

কখনো কি তুমি ক্লান্ত, উদ্ভ্রান্ত মনে স্বপ্নের থেকে জাগোনি?

আমারই সামনে

জেনেছি তুমি জানো, জেনে আমার জন্য নাহয় কিছুটা মানো…



মিছিল



মিছিলের আর কিছু বাকি, কেও অধিকার খোঁজ নাকি

গণতান্ত্রিক রুপকথা সাইনবোর্ড হয়ে ঝুলে থাকি

অযথা হেঁটে যায় যারা, স্লোগান দিতেই দিশেহারা

গোলাপের বাগানে বারুদের উত্তাপ জ্বলা তারা



সহসা মিছিলে…সংলাপের দলে…আড্ডায় কোলাহলে



ঝড় উঠে তোলপার, কোন অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা

তাই হেঁটে হেঁটে যাই, পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা

দুহাতে রক্তের দাগ, হৃদয়ে বরফ, ভাঙছে না বিপ্লবী চেতনা

তাই দেয়াল লেখার মানচিত্রে খুঁজে ফিরি জীবনের ঠিকানা



সহসা একদিন তোমাদের না বলা কথা

মিছিলের স্লোগান হবে, ঝড় তুলে ভেঙে যাবে সব একাকার

স্লোগান এর আঘাতে কতকাল জেগে থাকা

অজস্র তারার ভীড়ে খুঁজে ফিরি তোমাদের অধিকার



চকচকে গ্লাসে লেগে আছে রক্তের টান

বন্দী জেগে থাকে দুচোখে অন্ধ স্বপ্ন নিয়ে

বাতাসে ভেসে যায় বারুদের তীব্র ঘ্রাণ

কতকাল হেরে যেতে হবে আর স্বপ্ন দেখতে গিয়ে…



সহসা মিছিলে…সংলাপের দলে…আড্ডায় কোলাহলে



ঝড় উঠে তোলপার, কোন অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা

তাই হেঁটে হেঁটে যাই, পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা

দুহাতে রক্তের দাগ, হৃদয়ে বরফ, ভাঙছে না বিপ্লবী চেতনা

তাই দেয়াল লেখার মানচিত্রে খুঁজে ফিরি জীবনের ঠিকানা



চিঠি



চিঠি পৌঁছে যাবে, শহর জোড়া

চিঠি পৌঁছে যাবে, সবুজ গ্রামে

চিঠি পৌঁছে যাবে, পৃথিবীর প্রান্তে

চিঠি পৌঁছে যাবে, রঙিন খামে



চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে

আসছে খবর হবে ক্ষিদের অবসান,

রুদ্ধ দারিদ্রের চির ঠিকানায়

চলে যাক চিঠি চেনা ভরসায়…



একটা চিঠি, যার বিবরণ ছিল লক্ষ্য শিশুর ইতিহাস

শিশুর দুচোখে কান্নায় লিখা ছিল ক্ষিদে মুক্তির বসবাস,

একটা রঙিন খামে ঠিকানা ছিল কোনো এক সবুজ গ্রাম

শিক্ষার সংলাপে দূর হয়ে যাবে দারিদ্রের অভিধান।



চিঠি পৌঁছে যাবে, ক্ষিদের ঠিকানা

চিঠি পৌঁছে যাবে, অপার আশায়

চিঠি পৌঁছে যাবে, মনের প্রান্তে

চিঠি পৌঁছে যাবে, ভালবাসায়



চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে

আসছে খবর হবে ক্ষিদের অবসান

রুদ্ধ দারিদ্রের চির ঠিকানায়

চলে যাক চিঠি সবুজ ভরসায়…



চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে

আসছে খবর হবে ক্ষিদের অবসান

অন্ধ দারিদ্রের চির ঠিকানায়

চলে যাক চিঠি সবুজ ভরসায়…



আততায়ী



সেদিন ঝড়ের রাতে আততায়ী খুন হয়ে গেল প্রেমিকার হাতে,

সেদিন মধ্য দুপুরে স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।



অজস্র তারার ভীড়ে দিশেহারা রাজপথে উড়ছে আসাদের শার্ট

অব্যর্থ নিশানায় তোমার শীতল চোখে,

বেপরোয়া উত্তাপে, ভেঙে চুরে আততায়ী রাত…



রক্তে ভেজা আসাদের শার্ট উড়ছে কফি শপে ঝাঁঝালো বাতাসে

আততায়ী নিঃশ্বাস হারিয়ে গেছে নিয়তির ঠিক আসেপাশে…



সেদিন অন্ধ নগরে গার্ড অফ অনার রক্তের দিনলিপি জাগিয়ে রাখে

এখনো ঝড়ের রাতে, বেপরোয়া হৃদয়ে প্রেমিকার নিঃশ্বাস থেমে থাকে…



যুদ্ধ আর বিপ্লব কি একই রকম অর্থ বোঝাতে পারে?

আততায়ীর দৃষ্টি শুন্যের কাছাকাছি…

নীল নকশায় আঁকা সম্ভাবনার কিছু অন্ধকারে

প্রেমিকার জ্বলে ওঠা সুতীক্ষ্ণ ফলায় রক্তের ফোয়ারা,

আসাদের শার্ট ছুঁয়ে দিতেও পারে

তবে কি আততায়ী খুন হয়ে যাবে-

শীতল দু-চোখের আজন্ম ভালোবাসার অভিসারে?



সেদিন ঝড়ের রাতে আততায়ী খুন হয়ে গেল প্রেমিকার হাতে,

সেদিন মধ্য দুপুরে স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।



এলবাম কিনুন, গান শুনুন, দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখুন। তবে শিরোনামহীনের এবারের এলবাম আমার ততোটা ভালো লাগেনি। লিরিক্স অসাধারণ হলেও, সেই একই সুর, একই লয়.... বোরিং।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ চমৎকার গানের এলব্যাম
পোষ্ট ধন্যবাদ

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

রাজসোহান বলেছেন: হ, ভালো এলবাম ছিলো ভাই!

২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

নস্টালজিক বলেছেন: শিরোনামহীন, চিরকুট কিনবো!

একটা গানের নাম দেখছি পরী!

পুরাই পেগলে!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

রাজসোহান বলেছেন: পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে B-))

৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবে নাগাদ ঢাকার বাইরে সিডি এভেইলেবল হবে বলতে পারেন কি ??

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

রাজসোহান বলেছেন: এতোদিনে বের হয়ে গেছে =p~

৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

হাতীর ডিম বলেছেন: খুজতে ছিলাম। ধন্যবাদ :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

রাজসোহান বলেছেন: ওয়েলকাম :#)

৫| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

মেশকাত মাহমুদ বলেছেন: ধন্যবাদ।প্রিয়তে নিলাম।পোস্টে +++++

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

রাজসোহান বলেছেন: থেংকু থেংকু :D

৬| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

রাজসোহান বলেছেন: ওয়েলকাম আনোয়ার ভাই। কেমন আছেন? ;)

৭| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

আমি ইহতিব বলেছেন: গান ডাউনলোডের লিংকগুলো দিয়ে দিলে আরো ভালো হতো।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

রাজসোহান বলেছেন: পাইরেসি বন্ধ করেন B-))

৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনারে ধইন্না! :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

রাজসোহান বলেছেন: ওয়েলকাম :)

৯| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২১

সোমহেপি বলেছেন: :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

রাজসোহান বলেছেন: :D

১০| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

জামান তালুকদার বলেছেন: ফেভারিট ব্যান্ড সো প্লাস সহ প্রিয়তে। অনেক ধইন্না !!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

রাজসোহান বলেছেন: ঠিক আছে =p~

১১| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮

জামান তালুকদার বলেছেন: ফেভারিট ব্যান্ড সো প্লাস সহ প্রিয়তে। অনেক ধইন্না !!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

রাজসোহান বলেছেন: ঠিক আছে =p~

১২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০

জামান তালুকদার বলেছেন: ফেভারিট ব্যান্ড সো প্লাস সহ প্রিয়তে। অনেক ধইন্না !!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

রাজসোহান বলেছেন: ঠিক আছে =p~

১৩| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

জামান তালুকদার বলেছেন: ফেভারিট ব্যান্ড সো প্লাস সহ প্রিয়তে। অনেক ধইন্না !!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

রাজসোহান বলেছেন: ঠিক আছে =p~

১৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক অনেক ধইন্না


আর অনেক ++++++++++

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

রাজসোহান বলেছেন: অকা!

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
য়্যট্যুবে শুধু ১ শুনসিলাম, সিডি কেনা হয়নাই তাই অন্যগুলাও আর শোনা হয়নাই।
তবে ১ দিয়েই বাকীগুলা কাভার হয়ে গেসে, অসাম করসে ||

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

রাজসোহান বলেছেন: কি অবস্থা? =p~

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
এই পোস্টে আমার ১টা আবুল মার্কা কমেন্ট অলরেডী আসে দেখা যা্য! :-0
আবার হাসিমুখ আর চিঠি শুনসি ||

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

রাজসোহান বলেছেন: একটা কমেন্টেরও রিপ্লাই দিই নাই! সেই সময়টা যে কি উত্তাল ছিলো!

পোষ্টে খোঁচা দিয়ে ভালো করছেন, সবগুলার রিপ্লাই দিমু আর হিট কামামু B-))

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বুকের ভেতর
ডানা ঝাঁপটায় পাখি
বেপরোয়া ভাংচুর! B-)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

রাজসোহান বলেছেন: তোমার এলো চুল ঐ বাতাসে শুধু ওড়ে!

মহীনের ঘোড়া শুনি B-)

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
শহরের কবিতার ছবি
সবি
তোমায় দিলাম আজ .. B-)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

রাজসোহান বলেছেন: যাও ছেড়ে চলে
ভাবনা আমার
চাই না কাছে পেতে
তোমাকে আর /:)

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬

পুলহ বলেছেন: বর্তমান সময়ে আমার সব থেকে প্রিয় ব্যান্ড। এই এলবামের অবশ্য শুধু আবার হাসিমুখটাই শোনা হয়েছে।
পোস্টে প্লাস রাজসোহান ভাই।
ভালো থাকবেন !

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

রাজসোহান বলেছেন: থেংকু পুলহ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.