|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
**
কাঁচা রোদে কুচি কুচি বৃষ্টির সাথে বাতাসের ঝোল!
**
চোখের কোনে জোনাকি পুষে রাখি, আর গাল বেয়ে গড়িয়ে পরে চিকচিকে জোছনা। নাকের ভেতর ঘন জঙ্গল, কানে তাই বাদুড় ঝোলে উল্টো হয়ে!
**
তোর জন্য জমানো আমার চোখে এক পৃথিবী জল
অজস্র কষ্টে বাঁধ ভাঙা সে ঝর্ণা একবার দেখবি চল!
**
যেদিন বন্ধ হয়েছিলো বিপ্লবী গান
নির্ঘুম চোখের আকাশজুড়ে বিভ্রম
গাংচিলের ডানায় দুখের মাতম
নীল সাগরে ডুবে গেলো সূর্যসন্তান!
**
রাতের শহুরে রাস্তায় খোলামেলা এদিক সেদিক ঘুরে বেড়ায় গেরিলা প্রেমিকারা। তারা ধরা খায় প্রেমিকের পুঁতে রাখা মাইনে!
**
পাস্তুরিত বিকেল ফুরিয়ে
শঙ্খচিলের ডানায় আঁধার জড়িয়ে
গোধুলীর লাল শাড়িতে
তোমার শরীরে নামে সাঁঝের পর্দা!
**
জানালার কপাট খুললেই চাঁদ
তবু হাতের মুঠো খুলে দেখো শূন্যতা
তোমার চোখে ঘুম এলেই স্বপ্ন
তাতে বাস্তবতার লাল নীল জলের কোলাহল
আমার এ রাতের পৃথিবীতে
ঘুম নেই চাঁদ নেই থাকে শুধু বিষের কালো জল!
**
আমার এমন রোদ্দুর পোড়া দিনে
কোথায় তুমি কেমন করে থাকো,
কোন সে দূরে নতুন রঙে
নতুন রকম অন্য ছবি আঁকো?
তুমি কোন দুপুরে কত দূরে জেগে আছো?
দেখা হয়নি যে কতদিন তার কি আর হিসাব রাখো?
কেন করি ভাঙচুড় এই বিভোর দুপুর!
আজকের বিকাল কালকের সকাল মিলে
যদি সৃষ্টি হয় কোনও স্বপ্ন নুপূর?
তবুও ভাঙি করি ভাঙচুড়!
আমি জানিনা কিছুই জানিনা।
জানে সব স্বপ্ন নুপূর।
তুমি কোন দুপুরে কত দূরে জেগে আছো?
দেখা হয়নি যে কতদিন তার কি আর হিসাব রাখো?
**
বারান্দায় গ্রীল ধরে দাঁড়িয়ে সূর্যোদয় পর্যন্ত যাদের সাথে মুঠোফোনে কথা বলতাম তারা এখন অন্য জানালায় গ্রীল ধরে অন্যকারো সাথে! শুধু আমি বদলে গেছি, সেই কবে একজনের জানালায় বাঁধা পড়েছিলাম আর কোনদিন মুক্তি পাইনি, তবে আমার জানালায় আর কোন সূর্যোদয় হয়নি, চাঁদের রোদে জোনাকি এসে চোখের কোনে লুকিয়ে যায়...
**
আমার বুকের খুব গভীরে তোমাকে লুকিয়ে রেখেছি, চলে যাবে? কতদূরে যাবে? যাও, অনেক দূরে যাও, পৃথিবীর শেষ সীমানায় গিয়ে আমাকে ভুলে সুখী হও!
অন্য কারো হাত ধরে হাঁটবে? হাঁটতে পারো তুমি কিন্তু সে কি তোমাকে শেখাবে হাত এভাবে নয় এইভাবে ধরতে হয়! শেখাবে? হাত কিভাবে ধরতে হয় মনে আছে তোমার? একটা আঙুল আরেকটা আঙুলে পেঁচিয়ে ধরতে হয় তাহলে সে বন্ধন কখনো ছিঁড়ে যায় না!
অন্য কারো বুকের লোমগুলো একটা একটা করে গুণবে? সে লোমের সংখ্যা কি আমার থেকে বেশী হবে? কিংবা তার কোনায় কোনায় ঘাম জড়িত লুকানো ভালোবাসা খুঁজে পাবে তুমি?
কখনো কারো চুল টেনে যদি বলে ফেলো, "চুলের কি অবস্থা! শ্যাম্পু দাও না কতোদিন তুমি? চুল কেমন আঠা আঠা হয়ে গেছে!" তখন কি গলা একটুও কেঁপে উঠবে না তোমার?
জোছনা গলিয়ে পরা বিছানায় তোমার ভেতর ডুবে যাওয়ার স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেলো, এখন জোনাক জ্বলা আঁধারে শিকড় গজিয়ে গেছে আমার!
 ৪৪ টি
    	৪৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫৮
রাজসোহান বলেছেন:  থ্যাংকু, আমারও বেশ ভালো লাগছে!
 থ্যাংকু, আমারও বেশ ভালো লাগছে!
২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫১
ইমরাজ কবির মুন বলেছেন: 
জোস। চমৎকার লাগলো।
রাতের শহুরে রাস্তায় খোলামেলা এদিক সেদিক ঘুরে বেড়ায় গেরিলা প্রেমিকারা। তারা ধরা খায় প্রেমিকের পুঁতে রাখা মাইনে! - বেস্ট ১   ||
 ||
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫৯
রাজসোহান বলেছেন: লুল বদমাইশ   
 
৩|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:০০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক দিন বাদে ................
ভালা লাগছে
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১১
রাজসোহান বলেছেন: হ্যাঁ, অনেক অনেক দিন বাদে অবশ্য!
৪|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১২
কুহক' বলেছেন: প্রায় বছর খানেক বাদে আপনার লেখা পড়লাম। মুগ্ধ হলাম।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৫
রাজসোহান বলেছেন: আমিও আর লিখতে পারিনা কুহক ভাই! জানুয়ারীর পর এটাই আমার লেখা। আপনি আছেন কেমন? ব্লগে কেমন একা একা লাগতেছে    
 
৫|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:২৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:২৬
কুহক' বলেছেন: আরে কি আজব! একা লাগবে কেনো? ফোন নাম্বার হারিয়ে আপনাকেই হারিয়ে ফেলেছি। এখন দেখে খুব ভালো লাগছে।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫২
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫২
রাজসোহান বলেছেন: কতোদিন থাকব কে জানে!  
 
৬|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৩৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:৩৬
ভিয়েনাস বলেছেন: তোর জন্য জমানো আমার চোখে এক পৃথিবী জল
অজস্র কষ্টে বাঁধ ভাঙা সে ঝর্ণা একবার দেখবি চল! চমৎকার
আশা করছি এখন নিয়মিত লিখবেন  
 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫৩
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫৩
রাজসোহান বলেছেন: উহু, নিয়মিত লেখার দিন চলে গেছে আমার!
৭|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:৫৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ২:৫৪
অর্ধ বলেছেন: 
সুন্দর! 
এবং সুন্দর! 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫৪
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ এবং ন্যধবাদ 
৮|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৩:২৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৩:২৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পিনিকগ্রস্থ হলাম!
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫৫
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫৫
রাজসোহান বলেছেন: গাঁজার নৌকা পাহাড়তলী যায়   
 
৯|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৩৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ১০:৩৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৫:৫৬
রাজসোহান বলেছেন: ভোর যেমন!
১০|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:১৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১২:১৬
সমুদ্র কন্যা বলেছেন: পিনিকতো সেইরাম হইসে!   
 
তয় বুকের লোম গুণাটা জানি কেমন কেমন লাগল হি হি    
 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০০
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০০
রাজসোহান বলেছেন: হি হি হু হু হা হা, কবে খাওয়াবা?   
 
১১|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:১৩
সোমহেপি বলেছেন: তোর জন্য জমানো আমার চোখে এক পৃথিবী জল
অজস্র কষ্টে বাঁধ ভাঙা সে ঝর্ণা একবার দেখবি চল!
অনেকদিন পর তোমার লেখা পড়লাম।মাঝেমাঝে এমন পুতুপুতু লেখা ভাল লাগে।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৩
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৩
রাজসোহান বলেছেন: লুউউতুপুউতু  :>   
 
১২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৩৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ১:৩৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে। তবে কয়েক জায়গা কিরম জানি লাগসে, বাতাসের ঝোল, নাকের ভেতর ঘন জঙ্গল, লোম গোণা এসব বাদে চমৎকার।
পুত্তুম প্লাস দিসি   
 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৫
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৫
রাজসোহান বলেছেন: একমাত্র প্লাস পাবার লাগি আপনের ঝালমুড়ি পাওনা থাকলো   
 
১৩|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:০১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:০১
প্রোফেসর শঙ্কু বলেছেন: পিনিক দেখে ভালো লাগল। তাহলে দুঃখ কষ্ট ছাড়াও পিনিক লেখা যায়!
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৬
রাজসোহান বলেছেন: নাহ, কাল পিনিক উঠছিলো তাই লিখতে পারছি  তবে এখন আর আগের মতো পিনিক উঠে না!
 তবে এখন আর আগের মতো পিনিক উঠে না! 
১৪|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:২২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:২২
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
পিনিক! মেলাদিন ডুবি নাই। আজ ডুবলাম!
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৭
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৭
রাজসোহান বলেছেন: গাঁজার নৌকা পাহাড়তলী যায়   
 
১৫|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:২৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:২৭
মামুন রশিদ বলেছেন: কাঁচা রোদে কুচি কুচি বৃষ্টির সাথে বাতাসের ঝোল! 
ওয়ান লাইনারেই পিনিক খেয়ে ফিদা হয়ে গেছি ।
পুরোটাই দুর্দান্ত 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৮
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:০৮
রাজসোহান বলেছেন: ধন্যবাদ মামুন 
১৬|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫১
মুনসী১৬১২ বলেছেন: প্রথমগুলো ফানি হলেও শেষের দিকে চরম. বিশেষ করে শেষের দু্টো তো অনন্য
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:১১
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:১১
রাজসোহান বলেছেন: আমিতো প্রথমগুলোই সিরিয়াস লিখলাম, আর শেষেরগুলো গা ছাড়া দিয়ে লিখলাম   
 
শুভ ভোর মুনসী ভাই!  
 
১৭|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম দুটো অনবদ্য। এরপর একে একে পড়লাম আর মুগ্ধ হলাম।
বারান্দায় গ্রীল ধরে দাঁড়িয়ে সূর্যোদয় পর্যন্ত যাদের সাথে মুঠোফোনে কথা বলতাম তারা এখন অন্য জানালায় গ্রীল ধরে অন্যকারো সাথে! শুধু আমি বদলে গেছি, সেই কবে একজনের জানালায় বাঁধা পড়েছিলাম আর কোনদিন মুক্তি পাইনি, তবে আমার জানালায় আর কোন সূর্যোদয় হয়নি, চাঁদের রোদে জোনাকি এসে চোখের কোনে লুকিয়ে যায়... কষ্টজাগানিয়া।
কখনো কারো চুল টেনে যদি বলে ফেলো, "চুলের কি অবস্থা! শ্যাম্পু দাও না কতোদিন তুমি? চুল কেমন আঠা আঠা হয়ে গেছে!" তখন কি গলা একটুও কেঁপে উঠবে না তোমার? আমার সাথে মিলে গেলো দেখি 
অনেক অনেক ভালো লাগা।
পুত্তুম পিলাস দিতে পারি নাই 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:১৪
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:১৪
রাজসোহান বলেছেন: আর পুত্তুম পিলাস!  ভালো থাকবেন ধুলোবালিছাই ভাই
 ভালো থাকবেন ধুলোবালিছাই ভাই   
 
১৮|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৮:২৪
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৮:২৪
ডট কম ০০৯ বলেছেন: খুব সুন্দর হইছে ভাইডি।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৩:৪১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৩:৪১
রাজসোহান বলেছেন:  শুভেচ্ছা নেবেন ভাইডি
 শুভেচ্ছা নেবেন ভাইডি
১৯|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১:১৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পাতা পোড়া গন্ধের ভেতর লেগে থাকে সোনালী আচল.....
ভালো লাগছে.. এত দহন ভালোনারে ভাই..
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৩:৪২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৩:৪২
রাজসোহান বলেছেন: দহনে দহনে বেঁচে থাকি!
২০|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:৫৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:৫৮
নস্টালজিক বলেছেন: নাকের ভেতর ঘন জঙ্গল, কানে তাই বাদুড় ঝোলে উল্টো হয়ে! 
পুরাই পুত্তুম পুত্তুম প্লাস পি পি পিনিক!
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৫
রাজসোহান বলেছেন: হেহে, এইটাতে আপনার পিনিক ধরলো, এইটাতো ফাইজলামী করে লিখছি   
 
২১|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫৫
নস্টালজিক বলেছেন: নাহ, পিনিক ধরে নাই! পিনিক ছুটে গেছে!
লাইনটা পড়ে মনে হলো কেউ এই দুই লাইন জলদ্গবম্ভীর স্বরে আবৃত্তি করে নাকের ঘন জঙ্গল মনোযোগ দিয়ে ছিড়ছে আর তারপর উদাস হয়ে আকাশ দেখছে!
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৭
রাজসোহান বলেছেন: পিনিকই আসল, ধরলো নাকি ছুটলো এসব গৌণ!   
 
তবে আকাশে তাকিয়ে মনোযোগ দিয়ে নাকের জঙ্গল ছেঁড়া দৃশ্যটা এপিক 
২২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫৯
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৫৯
কয়েস সামী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে। তবে কয়েক জায়গা কিরম জানি লাগসে, বাতাসের ঝোল, নাকের ভেতর ঘন জঙ্গল, লোম গোণা এসব বাদে চমৎকার।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৭
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২৭
রাজসোহান বলেছেন: জ্বী   
 
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১২:৫০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সুন্দর রে।
 
 
ভালো লাগবে খুব