| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
রাত্রির নিস্তব্ধতা ভেঙে আর ডাক তুলো না রাতপাখি। এসো, আমরা বাতাস ধরে দাঁড়িয়ে থাকি। দ্যাখো, কাঁচকাটা অন্ধকার, এখানে হারিয়ে গেছে তোমার আমার নাল নীল চিঠির খাম। বাতাসে ঢেউ উঠেছে, চোখের নদী ফুঁসতে চাচ্ছে। আর একটু ধৈর্য ধরো রাতপাখি, জোছনাটা উঠলেই আমরা মিশে যাবো পেঁজাতুলো মেঘের মাঝে। জোছনায় দ্যাখো সবুজ মাঠ, মাঠের সাথে লেপটে থাকে আমাদের স্মৃতি।
***
পাখির প্রেমে পড়েছিলাম। পাখির প্রত্যেকটি অঙ্গের জন্য একটা একটা প্রেম জমা ছিলো। পাখির চোখের জন্য ঘুমন্ত প্রেম, পাখির ঠোঁটের জন্য ছোট্ট ফলের প্রেম, পাখির ওম বুকের জন্য কাঁথার প্রেম, পাখির ডানার জন্য ভেসে থাকা প্রেম। ও পাখি, এবার আমায় একটু প্রেম দাও, তোমার প্রেমের নরম বালিশে আমি একটু গুটিয়ে ঘুমিয়ে থাকি!
***
আর কতোকাল, বলো আর কতোকাল, একা একা বারান্দাটায় বসে গান গাইবি পাখি? এই গানের বিনিময়ে যার হৃদয় চেয়েছিলি সে বোঝেনি, পাখিরে সে বোঝেনি গানের বিনিময়তুল্য নয় কিছুই! সূর্য ওঠার আগে পাখি তুই স্বচ্ছ জলের গান গাস, যেখানে আত্মারা আত্মাহুতি দিয়েছিলো ভোরের আগের অন্ধকারে! পাখি, তুই আবার বিষের সুর তোল! আমি বন্ধ দুয়ার দূর জানালায়, ভেসে তোর ডানায়, রোদ জলহীন দম আটকানো স্বপ্নে ডুব দেবো!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬
রাজসোহান বলেছেন:
শুভ সকাল!
২|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
রাজসোহান বলেছেন: এই বিকেলেও পিনিক ওঠে নাকি, আমার উঠতেছে
৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
রাজসোহান বলেছেন: আপনার গাছের মতো? ![]()
৪|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
আমিনুর রহমান বলেছেন:
বেশ তো অনেক ভালো লেগেছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
রাজসোহান বলেছেন: আপনার কোলের পিচ্চিটি ভালো থাকুক!
৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
এহসান সাবির বলেছেন: দারুন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
রাজসোহান বলেছেন: ধন্যবাদ এহসান ![]()
৬|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
পিনিক, সত্যি পিনিক পেলাম +++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
রাজসোহান বলেছেন: এই পিনিকেরে নিয়ে যাবো সেই পিনিকের কাছে
৭|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
রাজসোহান বলেছেন: মচৎকার? ![]()
৮|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
টুম্পা মনি বলেছেন: পাখির প্রেমে পড়েছিলাম। পাখির প্রত্যেকটি অঙ্গের জন্য একটা একটা প্রেম জমা ছিলো। পাখির চোখের জন্য ঘুমন্ত প্রেম, পাখির ঠোঁটের জন্য ছোট্ট ফলের প্রেম, পাখির ওম বুকের জন্য কাঁথার প্রেম, পাখির ডানার জন্য ভেসে থাকা প্রেম। ও পাখি, এবার আমায় একটু প্রেম দাও, তোমার প্রেমের নরম বালিশে আমি একটু গুটিয়ে ঘুমিয়ে থাকি!
চমৎকার! খুব সুন্দর মুক্তগদ্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি, ভালো থাকবেন অবশ্যই।
৯|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: পাখি কাব্য ভালো লেগেছে।
** ধৈর্য হবে বানানটা ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
রাজসোহান বলেছেন: কপি পেস্টে বানান সংশোধিত
১০|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: পাখির ঠোঁটে জীবন এঁকে দিয়েছেন দেখি , একটা পাখি দিয়ে অনেক গুলো মুহুর্ত , অনুভূতি নিয়ে এসেছেন। খুব অল্প কথায় অনেক ভাব , এইজন্য মুক্তগদ্য কিংবা গদ্যকাব্য ভালো লাগে !
অনেক চমৎকার লাগলো !
শুভকামনা থাকলো !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
রাজসোহান বলেছেন: পাখি মায়াবী চোখ নিয়ে অগোচরে দিয়ে যায় যে ফাঁকি!
১১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ সুন্দর! ভাল লাগলো।
+++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ ![]()
১২|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সব মুক্তগদ্য পড়ে হয়ত আরাম পাওয়া যায় না, এটা পড়ে বেশ চমৎকার লাগল। শুভ কামনা রইল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ, কাল্পনিক। ব্লগে আজকাল ছাগুর উৎপাত বড্ড বেশী
১৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
শায়মা বলেছেন: পাখি পাখি কাব্য!![]()
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
রাজসোহান বলেছেন: সবাই চলে যায়, পাখিও চলে যায়, রেখে যায় পালকের ভালোবাসা!
১৪|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
হাসান মাহবুব বলেছেন: দারুণ হৈসে সোহান।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
রাজসোহান বলেছেন: পচা ভচা লেখাকে এতো উৎসাহ দেবার জন্য ধন্যবাদ ভচ
১৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
মুনসী১৬১২ বলেছেন: সেরাম
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
রাজসোহান বলেছেন: আরামের ব্যারাম বলতে চাইলেন নাকি?
১৬|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৩
ভিয়েনাস বলেছেন: আপনার পাখি প্রেম দেখে ভীষন মুগ্ধ।
পাখি প্রেম ভালো হয়েছে ব্রো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
রাজসোহান বলেছেন: সবাই চলে যায়, পাখিও উড়ে যায়, রেখে যায় ছিন্ন পালকের ভালোবাসা! ![]()
১৭|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৯
ইমানুয়েল নিমো বলেছেন: সবই পিনিকের খেলা !!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
রাজসোহান বলেছেন: পিনিকবাদ জিন্দাবাদ
১৮|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
সমুদ্র কন্যা বলেছেন: পিনিকবাজি দারুণ হইসে সোহান।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯
রাজসোহান বলেছেন: দারুণ হইলে কাঁদতে হয়, তুমিতো দাঁত ক্যালায়া হাসতাছো
১৯|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর ![]()
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯
রাজসোহান বলেছেন: জ্বী, ঠিক আপনার প্রোপিকের মতো
২০|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার মনে রঙ লেগেছে
পিনিক ছড়ায় পূর্ণিমা ! ![]()
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
রাজসোহান বলেছেন: মনে রঙ লাগলে সেইটা পিনিক হয় নাকি, সেইটা হয় পিকনিক
২১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাই রে মনে রঙ লাগা ওয়ান অফ দা য়্যোর্স্ট পিনিকস !
আমার মাত্র ২ বার লাগসে, এতেই খবর করে দিসে ।
পিকনিক হচ্ছে লুলামিতে
||
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
রাজসোহান বলেছেন: পিনিক অমর হোক, পিকনিক নিপাত যাক
২২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
পিনিক পাখি বসে আছে সোহান ভাইয়ের দেয়ালে।।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
রাজসোহান বলেছেন: ক্ষিধা লাগ্লে পিনিক পাখি দিয়েই পিকনিক সারতে হবে
২৩|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পিনিক আছে কিন্তু!
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:২৩
রাজসোহান বলেছেন: পিকনিক খামু
২৪|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতো পিনিক ভালো না।
ঘুম ছুটায়া দিলেন!
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:২৩
রাজসোহান বলেছেন: আমার ঘুমও ছুইটা গেছিলো ঐ রাতে
২৫|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০
কালোপরী বলেছেন: ![]()
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:২৪
রাজসোহান বলেছেন:
২৬|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
খেয়া ঘাট বলেছেন: রাজা মহাশয়ের পয়গাম নিয়েতো কেউ এখনো আসলো না।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:২২
রাজসোহান বলেছেন: রাজারা নিজে থেকে পরিচয় না দিলে কেউ চিনতে পারে না দেখি
২৭|
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
বশর সিদ্দিকী বলেছেন: দারুন। পিনিক উঠাইয়া দিছেন।
২৮|
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সোমহেপি বলেছেন: অনেক সুন্দর।
২৯|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
নীল মুদ্রা বলেছেন: ভালো....অন্যরকম.... সিম্বলিক
৩০|
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে মনের আবেগ টুকু লিখে ফেলেছেন
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২১
খেয়া ঘাট বলেছেন: বিমূর্ত সুন্দর।