নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

ভোরের কথকতা

১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৫







নির্ঘুম রাত পেরিয়ে ভোরের শিশির জানিয়ে দেয় লুকোনো সংবেদের কাব্য। শিশির সুন্দর নাকি শরীর ছুঁয়ে যাওয়া বাতাস বেশী তৃপ্তির, এই তুলনায় নিরপেক্ষ হাসিমুখে দাঁড়িয়ে থাকি কিংবা দ্বিধাগ্রস্ত হয়ে দেখি ঝুলে থাকা ইচ্ছাপুরন ঘুড়ি।



গতকাল শেষ বিকেলের বাতাসে পৃথিবীর পথ ছেড়ে, পাখির ডানায় ভেসে চলে গেছি অন্য কোথাও, অন্য সুরের ভাঁজে। সে পাখি শান্ত মনে কখনো বাঁধে নি বাসা, সাঁঝের কুয়াশায় খুঁজে ফিরেছে মিথ্যে আশা। ছায়ার উপরে তার নিজের পাখা মেলে উড়েছে একা নদীর কিনারে।



চোখের কোণে বিহ্বলতা ছেয়ে হারিয়ে গেছে একরাশ উল্লাস, হতাশ হৃদয় জুড়ে যাওয়া আসা করে দীর্ঘশ্বাস। দেয়াল জুড়ে ধুলো জমা পিকাসোর প্রতি গজে পাপের সমান পাঁচটি আঙুলের ছাপ। ছাদের কোনে নেই যত্নের ফুলবাগানটা, ফুল ছিঁড়ে সাজিয়েছি নীল নকশার পাপ।



হতাশার বলিরেখা ছবি আঁকে প্রতিদিন, তুষের আগুনে পোহানো অতীত ক্লান্তিহীন। ভাঙা জানালায় লেখা গল্পগুলো মুছে যায় ঠুলি দেয়া অন্ধকারের চোখ আড়াল করে। শহরের সব নিয়ন আলোর ওপারে বর্ণহীণ ছায়া হলো বিলীন।



আলোকে চুমু দিয়ে বিদায় বলে, জড়িয়ে ধরেছি মৃত্যুর জড়তা। অন্তরের অবসাদকে সমুদ্র দিয়ে, নক্ষত্রের সাথে গড়েছি সখ্যতা।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চোখের কোণে বিহ্বলতা ছেয়ে হারিয়ে গেছে একরাশ উল্লাস, হতাশ হৃদয় জুড়ে যাওয়া আসা করে দীর্ঘশ্বাস। দেয়াল জুড়ে ধুলো জমা পিকাসোর প্রতি গজে পাপের সমান পাঁচটি ............. মুগ্ধপাঠ !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

রাজসোহান বলেছেন: ধন্যবাদ অভি। শুভ সকাল! :P

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
স্নিগ্ধ !
ছবিটা পারফেক্ট হৈসে ||

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

রাজসোহান বলেছেন: এই শীতে দুপুরের রোদ অত্যন্ত স্নিগ্ধ! :)

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১১

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ভোরের কথকতা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ মামুন, আপনার প্রোপিকটা বেশ মনোযোগ দিয়ে দেখলাম। আমার লেখাটার সাথে যায়! :)

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

আহসান জামান বলেছেন:
অনেকদিন পর পড়ছি আপনাকে, খুব নতুন করে লেখাকে পেলাম - প্রাণময় দৃশ্যাবলী। চমৎকার রাজসোহান।

আশা করি ভালো আছেন কবি।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

রাজসোহান বলেছেন: আমি কিন্তু নিয়মিত পড়ি আপনাকে কবি, অফলাইনে! দীর্ঘ ৫ বছরে যা লিখেছেন, কবিতায় ডুবে যাওয়ার জন্য আপনার ব্লগ একদম পারফেক্ট!

আপনার মন্তব্য প্রেরণা জোগায়। আর ইয়ে, আমি কবি না ভাই! :!>

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

বাবু আমার নাম বলেছেন: পোক্ত হইছে লেহাডা।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

রাজসোহান বলেছেন: ধন্যবাদ, বাবু ভাই!

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বর্ণনাটা চমৎকার। আরেকটু বড়সড় করে সুন্দর একটা গল্প ল্যাখা যায় (আমার ধারণা)

শুভেচ্ছা।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

রাজসোহান বলেছেন: সেই কবে কাকে যেন ভেবে লিখেছিলাম!

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: চোখের কোণে বিহ্বলতা ছেয়ে হারিয়ে গেছে একরাশ উল্লাস, হতাশ হৃদয় জুড়ে যাওয়া আসা করে দীর্ঘশ্বাস। দেয়াল জুড়ে ধুলো জমা পিকাসোর প্রতি গজে পাপের সমান পাঁচটি আঙুলের ছাপ। ছাদের কোনে নেই যত্নের ফুলবাগানটা, ফুল ছিঁড়ে সাজিয়েছি নীল নকশার পাপ।
- চমৎকার! অনেক ভাল লাগা রইলো!

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

রাজসোহান বলেছেন: আপনার নিক নেম দেখে হেসে দিলাম :D

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০

প্রিন্স হেক্টর বলেছেন: লেখা ভালো লাগলো। সাথে ছবিটাও :)

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ হেক্টু B-)

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

শুঁটকি মাছ বলেছেন: গভীর লেখা।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

রাজসোহান বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে সোহান।

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

রাজসোহান বলেছেন: থেংকু হাসান ভাই :-B

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩

রেজওয়ান তানিম বলেছেন: ফুল ছিঁড়ে সাজিয়েছি নীল নকশার পাপ।

বেশ লাগলো লেখাটা

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

রাজসোহান বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ তানিম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.