নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

আশ্চর্য্য হাস্যদৃশ্য, উৎসর্গ প্রিয় গল্পকার এবং বড় ভাই হাসান মাহবুবকে

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫



-
-
-
-
-
-
-

দৃষ্টির ওপারে দৃষ্টি রেখে
ছুঁয়ে দিই বিভ্রম স্মৃতির প্যারোডি,
রীতিবিরুদ্ধ আঁশটে বর্ষায়
উবে যায় বুকের উষ্ণ সাহস,
তোলপাড় করা আঙুল সামলে
একাকীত্ব ঠেলে
স্পর্শ করি আশ্চর্য হাস্যদৃশ্য!

কিছু অনিরাপদ প্রশ্নের মুখোমুখি হলে
অপেক্ষমাণ সন্ধ্যায় নেমে যাই
সৌন্দর্য আর মায়ার মধ্যবর্তী জাংশনে,
অসামাজিক চুম্বনের আবদার খসে পড়ে
গোত্তা খাওয়া উচ্চাভিলাসের মতো।

প্রিয় গল্পকার এবং বড় ভাই হাসান মাহবুবের আশ্চর্য হাস্যদৃশ্য গল্পটি থেকে কথাটি পেয়েছি। এই কথাটা মাথার মধ্যে ঘুরতেছিলো, হঠাৎ করেই লিখে ফেললাম। একারণেই পোষ্টটি তাকে উৎসর্গ করা।

মন্তব্য ৭৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
২ বার পড়সি, সুন্দর হৈসে।
পড়ে ভাল্লাগতেসিলো, আরেকটু বড় হলে অতৃপ্তি থাকতো না।এখন খচখচ লাগতেসে ||

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

রাজসোহান বলেছেন: বড় কবিতা লিখতে পারিনা। বড় কবিতা লিখতে গেলে বড় ক্যানভাসে ভাবতে হয়, এই ধইর্য্যটা হয়ে ওঠেনা :(

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
বুঝসিলাম ব্লগে দিবেন, তাই স্ট্যাটাসে পড়িনাই! :-B

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

রাজসোহান বলেছেন: স্ট্যাটাসে দিয়া রাখি লেখাটা সেভ করে রাখার জন্য :P

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

মুসাফির নামা বলেছেন: অনেক অনেক...ভাল লাগল।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

রাজসোহান বলেছেন: থেংকু মুসাফির ভাই!

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অদ্ভুত রকমের সুন্দর উপমায় মোড়া অনুভূতির প্রকাশ। +++

ভালো লাগা রইল, ভালো থাকুন সবসময়্‌ শুভকামনা একরাশ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

রাজসোহান বলেছেন: শুভকামনা আপনাকেও, হাসরাস? ;)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: পুস্ট ফ্লপ খাইচে :((

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

রাজসোহান বলেছেন: কবিতা মনে হয় ভালো হয় নাই ভচ :( :((

৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ নিবেন সুমন ভাই! :)

৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
post hit korte kotokhon? ;)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

রাজসোহান বলেছেন: কীভাবে পোষ্ট হিট করে? আমিতো ব্লগে নতুন, তেমন কিছু জানিনা এ ব্যাপারে :`>

৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

রিপি বলেছেন:
অনেক চমৎকার লিখেছেন। আমিতো কল্পনাই করতে পারিনি আপনি এতো সুন্দর লিখতে পারেন। :P
কবিতায় ব্যভার করা কিছু উপমা চমৎকার লেগেছে।

যেমন: রীতিবিরুদ্ধ আঁশটে বর্ষায় , স্পর্শ করি আশ্চর্য হাস্যদৃশ্য!

আসলেই চমৎকার লেগেছে। অনেকগুলো প্লাস রাজসাহেবের কবিতায়। :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৮

রাজসোহান বলেছেন: এবার থেকে তাইলে টুকটাক কল্পনা করবেন ;)

আপনার চমৎকার লেগেছে আনন্দিত হলাম।

আপনার আগেই কিন্তু লেখা দিয়া দিলাম, আপনার লেখা আসবে কবে? /:)

৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
amar kobita Lekhar somoy hoye gese, apnake utsorgo korbo /:)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২১

রাজসোহান বলেছেন: জলদি লিখে উৎসর্গ করো। কতো বছর হয়ে গেলো কেউ কিছু উৎসর্গ করেনা :|

১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৪

আমিই মিসির আলী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: পুস্ট ফ্লপ খাইচে =p~

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৮

রাজসোহান বলেছেন: রবি বাবু বলেছেন, "ব্লগিং ইজ অল এবাউট হিট।" B-))

১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

রিপি বলেছেন:
এতো কবির কবিতা দেখে আমারও এখন কবিতা লিখতে মুন চাচ্ছে। আগে একতু কল্পনা করতে দেন। :``>>

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩

রাজসোহান বলেছেন: একটু কেন বেশীই কল্পনা করবেন। "যত বেশী কল্পনা তত বেশী কাব্য যন্ত্রণা/মন্ত্রণা" কে জানি বলেছিলো #:-S

১২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৭

রিপি বলেছেন:
মুন সাহেব। লিখে ফেলেন আপনার সাবিলাকে নিয়ে একটা কবিতা। :P

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

রাজসোহান বলেছেন: সাবিলা কে? :| মুনের গার্লফ্রেণ্ড নাকি :-B

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সাবিলা তো বাদ, কবিতা লিখার জন্য আরেকজন আসেম /:)

রিপি আমার জন্য সাবিলাকে পছন্দ করে দিসিলেন! :|

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮

রাজসোহান বলেছেন: আরেকজনের জন্য কবিতা লিখে আমারে উৎসর্গ করবা? /:)

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি কবিতা লেখার "ব্যাকস্টেইজ ভূমিকা" তো আপনারই /:)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৩

রাজসোহান বলেছেন: মাত্রইতো ছ্যাঁক খাইলা। কবিতা লেখার পারফেক্ট টাইম। লিখে ফেলো :P

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি কবিতা লিখে সাহিত্যে নোবেল পাওয়ার পেছনে সবচে বড় অবদান রাজসোহান এর! X((

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৬

রাজসোহান বলেছেন: জয় বাংলা, বাংলা সাহিত্যে দ্বিতীয়বার নোবেল আসা এখন জাস্ট সময়ের দাবী :D

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
এখন সব রিপির উপর ডিপেন্ড করতেসে।উনি যদি আমার জন্য আরেকজন পছন্দ করে দিতে পারেন তাইলে আমি নোবেল বিসর্জন দিতে রাজি আসি! /:)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩

রাজসোহান বলেছেন: কেউ নোবেল বিসর্জন দেক, এইটা রিপির চাওয়া হতে পারেনা :P

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
রিপির উপর আমার ভরসা আসে।উনি কোন পুরষ্কারের চেয়ে আমার ভগ্ন হৃদয় জোড়া লাগানোর ক্ষেত্রেই বেশি গুরুত্ব দিবেন বলে মনে করি।

তাইনা রিপি? :D

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১৫

রাজসোহান বলেছেন: উনি মনে হয় আপনার জন্য কাউকে খুঁজতেছেন এতোক্ষণে =p~

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো। প্রেরণার উৎসটি বেশ নির্ভরযোগ্য :)

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, ভালো থাকবেন!

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

রাজসোহান বলেছেন: থেংকু প্রামানিক!

২০| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ লিখছেন। +
রীতিবিরুদ্ধ আঁশটে বর্ষায়
উবে যায় বুকের উষ্ণ সাহস

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

রাজসোহান বলেছেন: শুভ ভোর ;)

২১| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)
শুভ রাত্রি। ;)

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

রাজসোহান বলেছেন: ঘুম ভালো হোক তাহলে :)

২২| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ নীলপরি :)

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

ডি মুন বলেছেন: লেখা চলুক অবিরত।
শুভেচ্ছা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫

রাজসোহান বলেছেন: থ্যাংক্স ডি মুন, সাথে থাকবেন :)

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

ফয়সাল রকি বলেছেন: আমিই মিসির আলী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: পুস্ট ফ্লপ খাইচে =p~

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

রাজসোহান বলেছেন: আপাতত এভারেজ হিট হইছে B-)

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
উনি না করে দিসেন, আমি আশাহত :|

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

রাজসোহান বলেছেন: আহা, ভেরী স্যাড! :|

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯

রিপি বলেছেন:
মানুষের পিছনে কথা বলাকে গীবত বলা হয়। :#)

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬

রাজসোহান বলেছেন: কি হলো! :-*

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

কল্লোল আবেদীন বলেছেন:






সুন্দর হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

রাজসোহান বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ কল্লোল ভাই :)

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


আধুনিক কবিতার গুণ হলো, পড়তে ভালো লাগে; কিন্তু মনে রাখার মতো কিছু অবশেষ থাকে না; পড়ার পর, সেই কবিতা সম্র্কে ভুলে যাই।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

রাজসোহান বলেছেন: মনে রাখার দরকার কি, পড়ার পর দুমড়ে ফালায় দিবেন। মনে রাখার জন্য কিছু লিখিনা, অতো গুণ নাই B-)

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
boLsiLam na, ইমরাজ কবির মুন বলেছেন:
post hit korte kotokhon?
;)

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২

রাজসোহান বলেছেন: আর হিট করা লাগবোনা, পরে পাবলিকে কইবো আমরা সিন্ডিকেটিং করি B-))

৩০| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১

ফয়সাল রকি বলেছেন: আরেকটা কমেন্টাইলাম... হিট আরেকটু বাড়ুক .. খ্যাক খ্যাক খ্যাক

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

রাজসোহান বলেছেন: এর বেশী হিট দেয়া যায়না :P

৩১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫২

রিপি বলেছেন:
লেখক বলেছেন: আর হিট করা লাগবোনা, পরে পাবলিকে কইবো আমরা সিন্ডিকেটিং করি B-))


নাহ পাবলিক কিছু বুঝবেনা.... আমিও আরেকটা কমেন্টাইলাম। হিট আর হিট..। !:#P =p~

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

রাজসোহান বলেছেন:
তারারাও যত আছে আকাশে
ব্লগে তার চেয়ে বেশি হিট আছে

=p~

৩২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । উৎসর্গ বিষয়টাই ভাল লাগে ।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

রাজসোহান বলেছেন: শুভেচ্ছা নিবেন ভাই। শুভ দুপুর :)

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

অপু দ্যা গ্রেট বলেছেন: ভাব আবেগ টা দারুন ।

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

রাজসোহান বলেছেন: থেংকু অপু :)

৩৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

এহসান সাবির বলেছেন: লেখক বলেছেন: কবিতা মনে হয় ভালো হয় নাই ভচ :( :((

লেখকের কথা সঠিক নয় :D । কবিতা ভালো হয়ছে :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

রাজসোহান বলেছেন: থেংকু থেংকু :-B

৩৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

সায়েম মুন বলেছেন: কবি একটা অটোগ্রাফ হবে? #:-S

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৫

রাজসোহান বলেছেন: আগে বাকি কবিতা পইড়া আসেন X(

৩৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫

গেম চেঞ্জার বলেছেন: ফয়সাল রকি বলেছেন: আমিই মিসির আলী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: পুস্ট ফ্লপ খাইচে


:-B

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৪

রাজসোহান বলেছেন: কিন্তু পোষ্ট এখন হিট B-))

৩৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন মজবুত কবিতা।

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

রাজসোহান বলেছেন: পড়ার জন্য থেংকু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.