নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২


-
-

কোচিং শেষ করে নীলিমা এলো। আমি বাইরে ততক্ষণে বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছি। মেজাজটা খিটখিটে হয়ে আছে। চাচ্ছিলাম নীলিমাকে সেটা বোঝাবো। কি মনে করে লুকিয়ে ফেললাম। নীলিমা এসে জিজ্ঞেস করলো,
- কি ব্যাপার এভাবে তাকিয়ে আছ কেন?
দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম
-> কিভাবে তাকিয়ে আছি?
- এই যে। মহাবিরক্ত। আমি একটু অপেক্ষা করতে বলেছি তাতেই রেগে গেছ মনে হচ্ছে।
মনে মনে নিজের ওপর আরেক ধাপ বিরক্ত হয়ে গেলাম। চাইলাম মেজাজ লুকিয়ে রাখতে আর এই মেয়েটা সব ধরে ফেলছে। মুখে হাসি এনে বললাম,
-> একটু মেজাজ খারাপ ছিলো। কিন্তু তোমাকে দেখেই সব উবে গেছে।
নীলিমা স্বাভাবিকভাবে ঘাড় দুলিয়ে খালি রিক্সা খুঁজতে খুঁজতে বললো,
- তারমানে সত্যিই তোমার মেজাজ খারাপ ছিলো! আমিতো আরও আন্দাজে ঢিল মেরে যাচাই করলাম। আমার আন্দাজ লেগেও গেলো!
আমি তখন নিরুপায়। কিছুতেই কিছু মিলছেনা। এদিকে নীলিমা বলে যাচ্ছে,
- শুনো, মেজাজ খারাপ কোরোনা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি একটু শান্ত হও। এমনিতেই আমাদের এখন আর দেখা হয়না আগেরমতো। আর যেটুকু দেখা হলো সেটুকুও যদি বৃষ্টি বাদলায় ভেজার জন্য খিটখিটে হয়ে থাকো তাহলে সেটা ভালো লাগেনা। একটা রিক্সা দেখোনা। আমিতো কিছুই পাচ্ছিনা।

নীলিমার এরকম কথা শুনে আমি ততক্ষণে শান্ত হয়ে গেছি। আসলেই আমাদের মাঝে কোথায় যেন দূরত্ব হয়ে গেছে। এরকম হবার কথা ছিলোনা কখনও। কিছুটা স্মৃতি রোমন্থন করতে ব্যস্ত ছিলাম। এমনসময় আবার তাড়া পেলাম। এবার বৃষ্টির মাঝেই এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলাম। আমরা উঠে পড়লাম। আমি পর্দা নিতে চাইলে নীলিমা বললো,
- উফ, তুমি একদম বেরোমান্টিক হয়ে গেছ! আজ আমরা হুডখোলা রিক্সায় ভিজবো!
-> মোবাইল ভিজে যাবেতো। একটাই মাত্র মোবাইল। কতোকাজে লাগে!
- এই যে আবার। তুমি বসোতো। মোবাইল আমাকে দাও। ঐ চিন্তা আমার। তোমার মোবাইল ভিজবেনা।
রিক্সাওয়ালাকে বলা হলো, মামা আপনি রিক্সা চালান বৃষ্টি না থামা পর্যন্ত, আপনার টাকার চিন্তা করা লাগবেনা।
আজকে নীলিমার কি হয়েছে এইবার আমি সিরিয়াস ভাবতে শুরু করলাম। শেষ কবে আমরা এরকম রোমান্টিসিজমে ভুগেছিলাম? মনেও নেই। বছরখানেক ধরেই আমাদের সম্পর্কে উঠা নামা চলছে। আমার বেকারত্ব আর নীলিমার বাসায় বিয়ের চাপ। মেয়েটা আমাকে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে। আমিও হু হা করি, ওর অবস্থাটা বুঝি।

এইসব ভাবতে ভাবতে হঠাৎ টের পেলাম আমার ঠোঁটে নীলিমার ঠোঁট। খুব গাঢ় একটা চুমু, তারপর সেই হাসিটা! যে হাসিতে মুগ্ধ হতাম সবসময়।

এরপর নীলিমা বললো, "কাল আমার বিয়ে!"

মন্তব্য ৮৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০

আরাফআহনাফ বলেছেন: ভালো লাগলো।

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

রাজসোহান বলেছেন: পাঠের জন্য থেংকু!

২| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: আহালে!!!!

পিচ্চু ভাইয়ু!!!!!!!!!! :P

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

রাজসোহান বলেছেন: রোমান্টিক গল্প লেখার চেষ্টা :P

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাই ফাষ্টফুড রোমান্টিকতা! ;) হা হা হা

অনুগপ্পে +++++++

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

রাজসোহান বলেছেন: হ্যাঁ, চটজলদি রোমান্স B-)

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩

রাজিব ওয়াহিদ বলেছেন: নীলিমা আমার খুব ভালো একটা কাল্পনিক চরিত্র

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

রাজসোহান বলেছেন: এবং নীলিমা একটা কমন নাম :|

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই গল্পের পাঞ্চ লাইন হতে পারত, নিলীমা হেসে বলল, কাল আমার বিয়ে!

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রাজসোহান বলেছেন: আমিও ভাবছিলাম বিয়ের কথা লিখে দেবো। কিন্তু এতো বিরহ দিতে ইচ্ছে করলো না গল্পটাকে :(

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সর‍্যি লাস্ট লাইন।

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রাজসোহান বলেছেন: বিয়ের আগের দিন ছ্যাকা দেয়া মানুষকে চুমু দিবে! নীলিমারা এতো উদার হয়না /:)

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: বৃষ্টিদিনের টিপিক্যাল রোমান্টিসিজম। যদিও সুইডেনের বৃষ্টি দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর বৃষ্টি!

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১

রাজসোহান বলেছেন: তাইলে আপনার মালায়শিয়ার বৃষ্টি সম্পর্কে কোন ধারণাই নাই। জঘণ্যতম বৃষ্টি ওখানে। বৃষ্টিতে এসিড, বেশী ভিজলে চামড়ায় ক্ষতি হয় :(

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

কালনী নদী বলেছেন: সত্যি বলতে কি, আপনার গল্পে তার ঠোটের ছোয়া পেলাম, বাস্তব থেকেও নিগুর ও মধুময়!
বাহহ।।।

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

রাজসোহান বলেছেন: পড়ে ভালো লেগেছে জেনে খুশি হইলাম! !:#P

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

কালনী নদী বলেছেন: সত্যি ভাই তা স্পর্শ আমি পেয়েছি, সেই অনূভুতিটা এখনও বিরাজমান করছে।
আপনি আমার লক্ষি ভাইয়ু :)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

রাজসোহান বলেছেন: থেংকু :-B

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

পুলহ বলেছেন: ৬ নং প্রতি-মন্তব্য দেইখা সেইরকম মজা পাইছি, হা হা...
এক টুকরো জীবন-ছবি মনে হোল আপনার অণুগল্পটা!
শুভকামনা ভাই

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

রাজসোহান বলেছেন: জীবনে টুকটাক লুতুপুতু গল্প থাকেই :P

১১| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
হেহেহ, উনার বিয়ার খুশিতে উনিই আপনাকে উপহার দিলেন! ;)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

রাজসোহান বলেছেন: হইতেও পারে, নারীর মন বুঝা দায় B:-/

১২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

রাজসোহান বলেছেন: ধন্যবাদ দূরবীন :)

১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

সুমন কর বলেছেন: রোমান্টিক গল্প। সাদামাটা.....+

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

রাজসোহান বলেছেন: থেংকু ভাই। গল্পটা আসলেই সাদা মাটা B-)

১৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ar jai houk, ami kokhonoi vabinai j apni moderator :P

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

রাজসোহান বলেছেন: যুগে যুগে কতো বালছাল দেখা লাগবো। ব্লগে কি এখন নিক খুলেই কমেন্ট করা যায় নাকি? :-*

ব্লক ফিচার পাইলাম, কিন্তু ব্লক দেয়া যাইতেছেনা আবালটারে /:)

১৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
Ha Sohan vaia. poLapan comment korar onumoti paoa j koto koshtokor se bepare obogoto na. sei jonne auLa jhauLa ja pare comment kore ;)

@KodbeLer juice RajSohan k moderator mone kore naLish disen vaLo kotha. bakider post e giye j same comment diye aschen tar Logic ki? /:)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

রাজসোহান বলেছেন: আরে কোন লজিকই নাই। আবালের কাম যা তাই করবো। বাদ দাও।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

রিপি বলেছেন:
আরেহ বাহ বাহ বড়ই রোমান্টিক লেখা। প্লাস পেলাস। ভালো লাগলো।
:-B

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

রাজসোহান বলেছেন: থেংকু থেংকু, লুতুপুতু লেখা মাত্রই রোমান্টিক B-))

১৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

রিপি বলেছেন:
হা হা বেলের সরবত খেয়ে দেখি পুরা্ই হিট হয়ে গেছে আপনার পুস্ট। =p~
বড়ই রোমান্টিক ব্যাপার সেপার। ;)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

রাজসোহান বলেছেন: আরে সে এক কাহিনী। ব্লগের অলমোষ্ট সব পোষ্টে গিয়ে এই কমেন্ট সে ফেরী করে বেড়াইছে! নিক খুলেই এইসব শুরু করছে। বুঝাই যাইতেছে কারও মাল্টি আইডি। হুদাই X(

১৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

রিপি বলেছেন: হু সেদিন আমারে পচাইলেন আমার পু্স্ট এ নাকি খালি প্রেম আর প্রেম। আপনার লেখায় তো এখন দেখি প্রেমের সাথে বৃষ্টি বাদলার দিনে রীতিমত লুটুপুতু খেলা। B-))

ঘটনা কি ভাইয়া। এনি গুড নিউজ। :P

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

রাজসোহান বলেছেন: সবার দেখাদেখি আমিও লিখলাম, লিখবোই যখন তখন অল্প ক্যান পুরা সিন সিনারি টাইনা লিখলাম। B-))

তাছাড়া, আমিতো তেমন গল্প লিখতে পারিনা, তাই চেষ্টা করলাম আরকি :`>

নো গুড অর ব্যাড নিউজ /:)

১৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



মেয়েটা (নীলিমা) দুরে কম দেখে

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

রাজসোহান বলেছেন: এরকম কিছুতো ছিলোনা :|

২০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

মুসাফির নামা বলেছেন: এটা কি করে গল্প হয়, তাও আবার সর্বাদিক পঠিত।আপনারতো দেখি শাহরুখের মতো অবস্থা, যাই লেখেন হিট।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

রাজসোহান বলেছেন: গল্প নাতো, অণুগল্প। আর ফেসবুকে শেয়ার দিছিলাম। জানেনইতো লুতুপুতু গল্প বেশ চলে ;)

২১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

রিপি বলেছেন:
মুসাফির নামা বলেছেন: এটা কি করে গল্প হয়, তাও আবার সর্বাদিক পঠিত।আপনারতো দেখি শাহরুখের মতো অবস্থা, যাই লেখেন হিট। =p~

যাবার আগে আরেকটা কমেন্টাইলাম। হিটা হিটি চলতে থাকুক সারারাত। কালকে এসে আপডেট দেখবো। B-))
শুভরাত্রি ভাইয়া। :D

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

রাজসোহান বলেছেন: আপডেট হইলো বেলের শরবত ব্যান খাইছে। =p~

গুডনাইট!

২২| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৭

কালনী নদী বলেছেন: চাঁদগাজী ভাইর সাথে আমওি একমত দুরত্বটা বড্ড বেশী! ;)
তবে চুমুর রেসটা এখনও যাচ্ছে না রে ভাই।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

রাজসোহান বলেছেন: বৃষ্টির মধ্যে চুমু খাওয়ার সৌভাগ্য শুধু গল্পেই হয়, এই জন্যই মনে হয় রেস যাচ্ছে না =p~

২৩| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৮

কালনী নদী বলেছেন: এইসব ভাবতে ভাবতে হঠাৎ টের পেলাম আমার ঠোঁটে নীলিমার ঠোঁট। খুব গাঢ় একটা চুমু, তারপর সেই হাসিটা! যে হাসিতে মুগ্ধ হতাম সবসময়। এইবার সরাসরি প্রিয়তে!

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

রাজসোহান বলেছেন: আহ! প্রিয়তে নেয়ায় ধইন্যাপাতা :)

২৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭

সায়ান তানভি বলেছেন: B-) লোমান্তিক হইছে একেরে ,চমৎকার :)

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

রাজসোহান বলেছেন: লুতুপুতু লুতুপুতু গল্প, তারপর হাতছানি অল্প :P

পড়ার জন্য থেংকু :)

২৫| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:




সুন্দর গল্প।
শুভেচ্ছা।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

রাজসোহান বলেছেন: শুভ ভোর ভাই :)

২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

যান্ত্রিক পাগল বলেছেন: ভালো লাগল ব্রাদার।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

রাজসোহান বলেছেন: থেংকু ব্রাদার :#)

২৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

ফয়সাল রকি বলেছেন: রিপি বলেছেন:
মুসাফির নামা বলেছেন: এটা কি করে গল্প হয়, তাও আবার সর্বাদিক পঠিত।আপনারতো দেখি শাহরুখের মতো অবস্থা, যাই লেখেন হিট।

:P :P :P

তবে ভাই, টাইটেলে একটা ১৮+ ট্যাগ দিলে ভাল হতো! (হিট আরেকটু বাড়তো B-)) )

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯

রাজসোহান বলেছেন: বছর পাঁচেক আগে ব্লগার জিকসেস (লেখকঃ রাসয়াত রহমান জিকো) আমারে নিয়া এই মন্তব্য করছিলো, আমি নাকি ব্লগের শাহরুখ। তারপর সে রাজসোহানা গল্প পয়দা করছিলো। =p~

১৮+ ট্যাগের আইডিয়াটা খারাপ বলেন নাই। নেক্সট টাইমে দিবো B-))

২৮| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

ক্রন্দসী বলেছেন: মপাসার মত লাস্ট লাইনে খেলা। হিম শিম লাগলো লেখাটা।

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯

রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই :D

২৯| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: এই সিজনের এক মিনিটের ভালোবাসার গল্প :)

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

রাজসোহান বলেছেন: দেশে নাকি অনেক গরম, তাইলেতো গল্পে বৃষ্টি দেয়ায় ভালোই হইছে। চুমুকেই ঠাণ্ডা! :P

৩০| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

ফয়সাল রকি বলেছেন: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে তেমনি যুগে যুগে খানদের দাপত্য চলতেই থাকবে আর জনগন সেটা আবিস্কার করবেই!!! :P
জিকো ভাইর লেখাটা সিরাম হৈছে।
“না” বলতে শিখরে ভাই রাজসোহান!! বিয়ের খাওয়া ঠান্ডা হয়ে যাইতেসে।
আর মন্তব্যটাও : যে যতই লাফাক আমার বউ আমারই আছে B-)) !:#P

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৭

রাজসোহান বলেছেন: কতো জল আইলো গেলো, বউয়ের দেখা আর পাইলামনা, মন্তব্যটাও এখনও সত্য হয় নাই :((

৩১| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: ;) =p~ =p~

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

রাজসোহান বলেছেন: কি বুঝলেন ভচ, কোন ব্যাপারই না B-)

৩২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: বৃষ্টির মধ্যে চুমু ব্যাপারটা ভালো। তবে আরও ভালো ঘরে :P
ভালো লেগেছে

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

রাজসোহান বলেছেন: ঘরে তাইলে ঝর্ণার ব্যবস্থা করতে হবে B-)

৩৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

রাজসোহান বলেছেন: ব্লক দিলাম, এইবার মারা খা /:)

৩৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০

কল্লোল আবেদীন বলেছেন: ভালো লেগেছে ।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

রাজসোহান বলেছেন: থ্যাংক্স কল্লোল ভাই :)

৩৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
রিক্সাওয়ালাকে বলা হলো, মামা আপনি রিক্সা চালান বৃষ্টি না থামা পর্যন্ত, আপনার টাকার চিন্তা করা লাগবেনা।

sobsomoy erokom hoiLe rickshaw caLanoi shuru kore dibo 8-|

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

রাজসোহান বলেছেন: মেয়েদের কাছে সামহাও অলটাইম টাকা থাকে, জানোনা এইটা? B-))

৩৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আবছা আবছা জানি। :|
একবার হৈসিলো কি, তখন ১১ এ উঠসি।এক বিকালে আননোন নং থেকে কল আসছে।রিসিভ করে দেখি মেয়ের গলা।বলে যে, আমি তোমার স্কুল মেইট।সেদিন রাস্তায় তোমাকে দেখলাম। একটা রেস্টুরেন্টের নাম বলে বললো কাল আসো ওখানে, বসি কিছুক্ষন।আমি বলি না না ঐসব জায়গায় যাইতে পারবোনা। আমার তখন নিজের কোন ইনকাম ছিলনা। /:)
সে তখন বলে, টাকার কথা তোমাকে চিন্তা করতে হবেন.তুমি শুধু আসো! :-<

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

রাজসোহান বলেছেন: এক্সাক্টলি। আমার গল্পের নায়কের মোবাইল ভিজে গেলেও কোন সমস্যা ছিলোনা, মোবাইল গিফট পেয়ে যেতো B-))

৩৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৬

রিপি বলেছেন: মির্জা বাড়ির বউড়া এই ভুদরো মহিলা কে ভাইয়া। /:)
উল্টাপাল্টা কমেন্টাইতেসে পোস্ট এ। :-&

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৪

রাজসোহান বলেছেন: কে জানে! মহিলা না হয়ে ছাইয়া নিকও হতে পারে। =p~

ভুদরো শব্দটা পছন্দ হইছে =p~

৩৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৯

রিপি বলেছেন:
ছাইয়া নিক আর পুপি কি এক ? /:)

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৯

রাজসোহান বলেছেন: ছেলে হয়ে মেয়েদের নাম নিয়ে আইডি চালায় যারা তাদের ব্লগে ছাইয়া বলা হয়। আর ঐটা পুপি না, পুপা = পুরান পাপী। পুপির আলাদা মিনিং আছে B-))

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩

রাজসোহান বলেছেন: আপনার জন্য অবশ্যপাঠ্য লিঙ্ক

ব্লগীয় পরিভাষা সংকলন - নতুন ব্লগারদের সুবিধার্থে + ভবিষ্যতের কথা মাথায় রেখে

পড়ে নিবেন :-B

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৩

রিপি বলেছেন:
:-* ও মোর খোদা এইটা কি লিন্ক দিলেন আমি হাসতে হাসতে শেষ।
পুরোটা পড়িনি। পড়ে পড়বো। আপনি পারেন ও বটে !!!! =p~

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫২

রাজসোহান বলেছেন: আরও দুইটা লিঙ্ক

সামু ব্লগীয় শব্দমালা (সামু অভিধান)

বাংলা ব্লগের অপশব্দসমূহ…(১৮+) =p~

এগুলা সামুর ঐতিহ্য B-))

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২

বিদগ্ধ বলেছেন: শুরু করলেন গল্পের মতো, শেষ করলেন কবিতার মতো! একেই বলে লেখকের নিজস্বতা।

৪১| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

রিপি বলেছেন:
আপনি দেখি উধাও ! নববর্ষের শুভেচ্ছা। মনে হচ্ছে ভালই কাটছে আপনার নতুন বছর। :)

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

রাজসোহান বলেছেন: উইশ করায় ব্যাপক খুশ হয়ে গেছি। :D

একটু বিজি ছিলাম। যেখানে গেছিলাম সেখানে মোবাইল নেটওয়ার্কই ঠিকমতো পায়না, তাই ফেবু ছাড়া কোথাও আসা হয় নাই এ'কদিন। আপনার কথাও মনে পড়তো বাট যোগাযোগ করার কোন ওয়েতো ছিলোনা :(

৪২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

শেয়াল বলেছেন: চাঁদগাজী বলেছেন:


মেয়েটা (নীলিমা) দুরে কম দেখে
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬ ১
লেখক বলেছেন: এরকম কিছুতো ছিলোনা :|



আরে মিয়া রাখেন। পোস্টের চাইতে এই কমেন্তে পাঞ্চ বেশি। :P

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

রাজসোহান বলেছেন: দূর্দান্ত কমেন্ট B-))

৪৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: টুইস্ট আশা করেছিলাম । তবে বর্ণনা ভাল লেগেছে ।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

রাজসোহান বলেছেন: নতুন গল্প দিসি। টুইস্টে ভরপুর B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.