![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম পর্ব
বলতে গেলে অসম্ভব একটা কাজ। কীভাবে! কিছুতেই কিছু মাথায় আসছে না সোহানের। দুইয়ে দুইয়ে চার অবশ্যই হয়, কিন্তু সোহানের সামনে এই অংক মেলানো মোটামুটি অসম্ভব।
প্যাচ লাগিয়েছে আসলে শবনম। ভালো বন্ধুত্বের সুবিধা নিয়ে এমনই একটা আবদার করে বসেছে। এর চেয়ে শবনম যদি বলতো যাত্রাবাড়ী টু গাবতলি হেঁটে যেতে সেটাও পারা যেতো।
আর সোহানও একটা গাধা, হ্যাঁ বলে দিয়েছে। মুখ ফসকে বলে ফেলেছিলো, "আরে, যাহ! এটা কোন ব্যাপার!" এই বলাতেই ভুল হয়েছে। শবনম জোঁকের মতো লেগে থেকে সোহানকে রাজী করিয়েছে।
গত এক সপ্তাহ নানা অনুশীলন শেষ করে আজকের দিনের জন্য প্রস্তুত সোহান। পুরোপুরি কেতা দুরস্ত পোশাকে শবনমের বাড়িতে হাজির।
ড্রয়িং রুমে মনসুর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সোহানের দিকে। আর যথাসম্ভব সহজ শান্ত হয়ে বসে আছে সোহান।
- কি নাম তোমার?
- জ্বি আংকেল, রাইসুল সোহান।
- হুম
বেশ কিছুক্ষণ নীরব থাকার পর গোঁফে আঙুল বুলিয়ে মনসুর সাহেব বললেন,
- তুমি মদ খাও?
সোহান বললো,
- এটা কি প্রশ্ন ছিলো নাকি আমন্ত্রণ?
উৎসর্গঃ রকি ভাই
উনার অনুপ্রেরণায় লেখা।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬
রাজসোহান বলেছেন: পিড়িতের গল্প
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
বিজন রয় বলেছেন: আইসোলেটেড লাভ.... এটার শব্দগত এবং বোধগত অর্থ কি?
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭
রাজসোহান বলেছেন: বিচ্ছিন্ন ভালোবাসা
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
রাজসোহান বলেছেন: থেংকু!
৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮
ফয়সাল রকি বলেছেন: সে তো প্রেমে পড়েনি... প্রেম তার উপরে পড়েছে....
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
রাজসোহান বলেছেন: ইয়েই বেইবি
৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০
বিজন রয় বলেছেন: উত্তর হয় নি।
শিরোণাম বাংলায় হলে ভাল হয়।
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
রাজসোহান বলেছেন: না হলে নাই। শিরোনাম এটাই থাকবে।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১
জনৈক অচম ভুত বলেছেন: তারপর? মনসুর সাহেব কি উত্তর দিলেন?
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
রাজসোহান বলেছেন: আপনে ভেবে নেন
৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪
কাঠফুল বলেছেন: ভালো লাগলো গল্পটি।
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
রাজসোহান বলেছেন: এ আর এমন কি
৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: লেখালেখি কৈরা বেশ মজা পাইতাছো বোধ করি। যাও চালায়া।
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
রাজসোহান বলেছেন: প্রেমে পড়লে সেই মজা লাগে
৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০
সুমন কর বলেছেন: ধরনটা সুন্দর !
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
রাজসোহান বলেছেন: থেংকু ভাই
১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২
রিপি বলেছেন:
ঘটনা তাহলে ড্রয়িংরুম পর্যন্ত গিয়েছে।
পরের পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।
দেখা যায়না আপনাকে। সোহান ভাইয়া কি গান শোনা নিয়ে ইদানিং অনেক বিজি থাকেন।
২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
রাজসোহান বলেছেন: গান মিস নাই
আপনার আইডি কি করছেন
১১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মদ খাওয়া খারাপ না, খারাপ হচ্ছে মাতলামি করা!
০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩১
রাজসোহান বলেছেন: মাতাল হবো তাহার অধোরে :p
১২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
aj raate gaan na shunaiLe hoy
০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৩
রাজসোহান বলেছেন: প্রতিদিন
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১
রিপি বলেছেন:
লোড বেশী হয়ে গেছলো তাই আপাতত ডিএক্টিভেটেড করা হয়েছে।
তো গান কি একলাই শুনবেন।
০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৩
রাজসোহান বলেছেন: আবার জিগায়!
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৪
কালনী নদী বলেছেন: herb is a healing for nation, alcohol destruction #bobmarley
into favorite
০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৪
রাজসোহান বলেছেন: খাটি কথা
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
এইটা কি?