নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

দুচোখে ঘুম নিয়েও কাঁদি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০


-
-
-
-
-
-
-

ফ্যাকাসে ভোরে বিষমাখা বিষাদ অস্তিত্বে আসে
বিস্মৃত একলা পথ,
ঝরা পাতায় বেজে ওঠে হিম শুন্যতার গান
নৈঃশব্দের ভীষণ আত্মবিশ্বাস
ঢেউ তোলে হাতের কাছের তুচ্ছ মায়ায়।

ঘুলঘুলিতে আটকে থাকা রোদ
উপেক্ষা করে দম আটকানো আর্তনাদ,
সুইসাইডাল উপত্যকায় অন্ধ ঋষি
বাতাস ধরে আউড়ে যায় কয়েকশত রাতের সর্বনাশ!

চাঁদের আলোয় অভিশাপগ্রস্ত মেটাল মিউজিকের মৃত্যু হয় ঘুমের অনুবাদে
আর
দুচোখে ঘুম নিয়েও কাঁদতে জানা মানুষেরা ডুবসাঁতার দেয় এক কবর অন্ধকারে।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

জনৈক অচম ভুত বলেছেন: দুচোখে ঘুম নিয়েও কাঁদতে জানা মানুষেরা ডুবসাঁতার দেয় এক কবর অন্ধকারে।

চমৎকার!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভূত!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

ফরহাদ মেঘনাদ বলেছেন: 'নৈঃশব্দের ভীষণ আত্মবিশ্বাস', 'সুইসাইডাল উপত্যকায় অন্ধ ঋষি'! চমৎকার শব্দচয়ন!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৬

রাজসোহান বলেছেন: আপনার গান ভালো লেগেছে, শুভকামনা রইলো!

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

ভ্রমরের ডানা বলেছেন: কঠিন কবিতা, তবে ভালই লেগেছে। নতুন কিছু শেখা গেল!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৯

রাজসোহান বলেছেন: আপনার কবিতাগুলোতো দারুণ!

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আপনার উপস্থিতি সবসময় চাই।
মুগ্ধতার স্কেল স্থির উচ্চতায়। দারুণ। +

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১২

রাজসোহান বলেছেন: থেংকু দিশেরাজ ;)

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে আপনার লেখা পড়লাম । ভালো লাগলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

রাজসোহান বলেছেন: নীলপরি! শুভ সকাল!

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। কেমন আছেন?

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৭

রাজসোহান বলেছেন: ভালো আছি সুমন ভাই। আপনি কেমন? শুভ সকাল! :)

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

মেহেদী রবিন বলেছেন: কবিতার প্রথম স্তবক পড়েই চোখ আটকে গেল। পুরোটা পড়ে বুঝলাম ঠিকই চিনেছি। সুন্দর কবিতা

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

রাজসোহান বলেছেন: চিনেছেন দেখে ভালো লাগলো রবিন :)

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

জেন রসি বলেছেন: বেশ ডার্ক একটা আবহ আছে কবিতায়। ভালো লেগেছে।

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৮

রাজসোহান বলেছেন: থেংকু জেন রসি! :D

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

আরণ্যক রাখাল বলেছেন: ওপস

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৯

রাজসোহান বলেছেন: কি হইলো রাখাল ভাই :(

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

হাসান মাহবুব বলেছেন: =p~

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫০

রাজসোহান বলেছেন: প্রতিশোধ নিলেন? X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.