নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

অনির্ধারিত সন্ধ্যালাপ

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৭


-
-
-
-
-
-
-

মধ্যবিত্তের ছিরিছাদহীন মোহগ্রস্থ জীবন আসলে ভুলজোনাকের হাঙ্গামা
মারমুখো এপ্রিলে তারা বোবা সুন্দরী খোঁজে ফিসফাস বেদিশায়,
লম্বা ফর্দ্দ থেকে রেটিং করে বাদ দেয় সঙ্গমের পুরাণ পুঁথি।

কিছু নির্ধারিত দেয়াললিখন বাদে সবগুলোতে হাহাকার করে মৃত্যু
অথচ প্যানোরমা পর্যবেক্ষণে চারপাশে ওড়ে নাগরিক ফড়িং,
ভিন্ন ভিন্ন গ্লানিতে বেঁকে যায় সন্ধ্যাবিষয়ক অ্যান্টিক ইচ্ছেগুলো।

ঘরের জমজমাট পরিবেশে জানালার ওপাশে সাইনবোর্ড জ্বলে উঠলে
এক দৃষ্টিতে ভায়োলেন্সের ক্যানভাস গিলে খায় মানবিক জ্ঞান,
রাত্রির কাফনে কাটপিস গল্প রচিত হয় উচ্ছৃঙ্খল দ্বিধাগ্রস্ত শব্দে।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০১

সুমন কর বলেছেন: দ্বিধাগ্রস্ত শব্দেই গল্প রচিত হোক। কবিতা ভালো লাগল।

শুভ সকাল।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

রাজসোহান বলেছেন: মধ্যাহ্ন ভাই! ভালো থাকবেন :D

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৬

বিজন রয় বলেছেন: ওয়েলকাম ব্যাক।
সুন্দর শিরোণাম।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ বিজন রয় :)

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৯

বিজন রয় বলেছেন: শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

শূন্যতা হবে।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১

রাজসোহান বলেছেন: ঠিকাছে, এডিট করে দিবো। আপাতত আলসেমী :P

৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালো।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

রাজসোহান বলেছেন: !:#P

৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: ভালো লাগলো বেশ ।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ নীলপরি :-B

৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১

মেহেদী রবিন বলেছেন: অসাধারণ শব্দচয়ন হল সেটা যখন প্রতিটা শব্দই অর্থময়। আপনার কবিতাকে ভালো লাগা জানালাম

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ রবিন, ভালো আছেন আশা করি!

৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৫

আহমেদ জী এস বলেছেন: রাজসোহান ,




সুন্দর লিখেছেন ।

আসলেই আমাদের ছিরিছাদহীন মোহগ্রস্থ জীবন ভুলজোনাকের হাঙ্গামা লেগে থাকে অনুক্ষন । সে হাঙ্গামার জট খোলেনা কখনও । আর খোলেনা বলেই আমাদের সব মানবিক জ্ঞান রাত্রির কাফনে ঢাকা পড়ে যায় কেবল !

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

রাজসোহান বলেছেন: ব্যাখ্যা ভালো লেগেছে জী এস ভাই। ভালো থাকবেন :)

৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

ভালোলাগা +

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

রাজসোহান বলেছেন: আমি ভাবলাম বিলিয়নিয়ার রহমান :P

৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

মধ্যবিত্ত এই নষ্ট সমাজের অলংকার। তারাই জীবনের গান গায়, তারাই স্বপ্ন দেখে, অর্থনীতির চালকও তারা। ইচ্ছে গুলো ডানা মেলে না তবুও ফানুস ওড়ে, জীবনবেদর প্রতিটি শ্লোকেই দেখি তাদের জয়গান।


কবিতা ভাল লেগেছে। ধন্যবাদ

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২

রাজসোহান বলেছেন: অনেকদিন পর ভ্রমরের ডানা!

১০| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ কবিতা। +

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

রাজসোহান বলেছেন: ধন্যবাদ রাজাধিরাজ রাজপুত্র :প

১১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

গেম চেঞ্জার বলেছেন: এইসব জীবনের দিকে দৃষ্টি প্রসারিত হোক সমাজের কর্তাদের! :|

শুভকামনা!!

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

রাজসোহান বলেছেন: উনারা নিয়োজিত আছেন ঈশ্বরের নিরাপত্তায়।

ভালো থাকবেন ভাই।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: এবার নির্ধারিত প্রভাতালাপ নিয়ে ফিরে আসুন।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

রাজসোহান বলেছেন: হাহা, শুভেচ্ছা নিবেন বিজন :)

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৭

জেন রসি বলেছেন: কাটপিস থেকে জন্ম নেয় লুকায়িত পাপ
পাপ থেকে মুখোশের মত সুখ কিংবা অসুখ!

কবিতা ভালো লেগেছে।




২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২২

রাজসোহান বলেছেন: মুখোশের আড়ালে লেখা হোক ইতিহাসের কুৎসিত সত্য
সাদা ক্যানভাসে ছড়িয়ে পড়ুক তোমার যত অদ্ভুত রক্ত

মন্তব্যে ভালোলাগা রসি ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.