নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

আমি কি ছিলাম না তোমার কোনদিন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬



-
-
-
-
-
-


শহর জুড়ে মেঘ বৃষ্টি হঠাৎ
পাখিরা ভিজে যায়,
বেদনার স্মৃতিরা জমজমাট
বুকে বিষণ্ণতা জমায়।

ভর দুপুরে রোদ নেই
ভিজে চুপচুপ পাখির চোখ,
ভেবেছি তুমি আসবেই
ভায়োলিনে ভুলবে শোক।

শেষ বিকেলে বোহেমিয়ান মন
কোলাহলের সঙ্গে বাহাস,
তুমি আমার কবেকার কোনজন
এই প্রশ্নে রাত্রি উদাস।

বৃষ্টি বিরামহীন,
একটা প্রশ্নে উথাল পাথাল সারাদিন,
আমি কি ছিলাম না তোমার কোনদিন?

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল কবি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ নিয়াজ মুন!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

আরাফআহনাফ বলেছেন: "বৃষ্টি বিরামহীন,
একটা প্রশ্ন উথাল পাতাল সারাদিন,
আমি কি ছিলাম না তোমার কোনদিন?"

সুন্দর লিখেছেন সোহান। কবিতায় +++++।

আপনার জন্য শুভ কামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

রাজসোহান বলেছেন: আপনার কবিতা পড়া হয় অফলাইনে। অনেক সুন্দর লিখেন, আপনাকেও শুভ কামনা :)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

নাগরিক কবি বলেছেন: চারিদিকে বিরহ..

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

রাজসোহান বলেছেন: দেশ জুড়ে দ্রোহ :(

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

ক্লে ডল বলেছেন: ভাল লেগেছে। এটা কি লিরিক?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩

রাজসোহান বলেছেন: মনে হয়না। লিরিকে কিছু নিয়ম আছে ওগুলো মানতে পারিনি।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

সাদা মনের মানুষ বলেছেন: বিরহের কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই :)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: NICE POEM

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

রাজসোহান বলেছেন: thanks

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

বিজন রয় বলেছেন: অনেকদিন পর! কেমন আছেন?

কবিতায় একরাশ ভাললাগা।

নিয়মিত হন ব্লগে।
শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬

রাজসোহান বলেছেন: ভালো আছি বিজন। আপনি কেমন? বইমেলায় যাওয়া হয়? :)

ব্লগে আর নিয়মিত... :(

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

অগ্নি সারথি বলেছেন: ম্যালাদিন পর!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

রাজসোহান বলেছেন: এরকমই আসা হয়। আগের মতো সময় নেইযে আর! আপনি কেমন আছে সারথি? ঋদ্ধ এখনও পড়া হয়নি। আপনার লেখালেখির জন্য শুভকামনা :)

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

ভাবুক কবি বলেছেন: অনেক ভাল লেগেছে.।


আমাদের আঙ্গীনায় স্বাগতম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাবুক!

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: হ্যাঁ, বই মেলায় যাই। ২/৩ দিন পর পর যাই। যেতেই হয় বাধ্য হয়ে।

আপনাকে ম্রিয়মান লাগছে, আমার ভুল হতে পারে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২

রাজসোহান বলেছেন: বই বের হয়েছে নাকি আপনার? নাম জানিয়েন। ম্রিয়মান নই, ভালো আছি :)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: না, বই বের হয়নি। আমার সে দুঃসাহস নেই!!

আপনাকে ধন্যবাদ আমার সম্পর্কে জানার জন্য।

শুভেচ্ছা আর শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

রাজসোহান বলেছেন: হবে। আপনি সাহস করলেই হবে। :)

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার কবিতা পড়লাম। সুন্দর হয়েছে। +।

বাহাস মানে কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

রাজসোহান বলেছেন: বাহাস মানে ঝগড়া ভাই :p

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: রাজসোহান ,



মেঘ বৃষ্টির মতোই হঠাৎ করে চমক দিয়ে গেলেন, ছন্দে দোলায়িত কবিতায় ।

একটা প্রশ্নে উথাল পাথাল সারাদিন,
আমি কি ছিলাম না তোমার কোনদিন?

অদ্ভুত সুন্দর একটি প্রশ্নের উত্তরের জন্যে চাতক পাখির মতো চেয়ে থাকা শুধু .............

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

রাজসোহান বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই। ভালো থাকবেন :)

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

জেন রসি বলেছেন: এ কবিতা দিয়ে চমৎকার গান বানিয়ে ফেলা যাবে। চেষ্টা করে দেখতে পারেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

রাজসোহান বলেছেন: আপনি গেয়ে দেন না। আমারতো সুর নাই :(

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

জেন রসি বলেছেন: আপনি গীতিকার। সুরকার বা গায়ক হতে হবে এমন কোন কথা নেই। সেসব পারে এমন কারো সাথে কথা বলে দেখতে পারেন। আমিও আপনার মত অসুর! :P তবে পাঠক হিসাবে কবিতা পড়ে মনে হয়েছে গান হিসাবেও এটা ভালো হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

রাজসোহান বলেছেন: এই হেল্পও করে দেন। কেউ আছে পরিচিত? :P

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২২

কালীদাস বলেছেন: একদিনে দুইবার কবিতা। ফিরা আইতাছ নাকি পুরাপুরি?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

রাজসোহান বলেছেন: আরেনা। ফেসবুকের ছোটখাটো স্ট্যাটাসগুলো লিখে রাখলাম আরকি। তুমি আমাকে এখানে একটা মেইল দেও। দরকার [email protected]

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০

কালীদাস বলেছেন: দিছি। চেক কর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

রাজসোহান বলেছেন: থেংকু :D

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

কালীদাস বলেছেন: পাইছি। রিপ্লাইও দিছি :)
আহ, অনেকদিন পর তোমার সাথে ব্লগের বাইরে যোগাযোগ হইল অন্ধ আগুন্তুকের কল্যাণে ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫

রাজসোহান বলেছেন: আন্ধারে এই কাহিনী বলা যাবেনা। ভাবের ঠেলায় তার মাটিতে পা পড়বেনা আবার। /:)

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

কালীদাস বলেছেন: =p~ =p~ লোকটারে তো ভাল মানুষই জানতাম :P

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

রাজসোহান বলেছেন: সে ভালো মানুষই। আমাকে চাইনিজ খাওয়াচ্ছে মেইল এড্রেসের বদৌলতে :P

২০| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: হয়ত ছিল না ,দারুন লাগল কবিতা

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ

২১| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯

নিশাত১২৩ বলেছেন: রাজসোহান
এযে এক দারুন কবিতা। প্লাস দিলেম।

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৮

রাজসোহান বলেছেন: ধন্যবাদ

২২| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৩

শিহাব প্রামাণিক বলেছেন: ভাল লেগেছে। :)

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৯

রাজসোহান বলেছেন: থ্যাংক্স ভাই।

২৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১

নীলকণ্ঠ পদাতিক বলেছেন:
শেষ বিকেলে বোহেমিয়ান মন
কোলাহলের সঙ্গে বাহাস,
তুমি আমার কবেকার কোনজন
এই প্রশ্নে রাত্রি উদাস..

মন ছুঁয়ে গেল।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬

রাজসোহান বলেছেন: :)

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় গতি আছে বেশ । পড়তে আরাম লাগলো । শেষ প্রশ্নটায় যেন ফুটে উঠলো সকল দীর্ঘশ্বাস ।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮

রাজসোহান বলেছেন: আহা!

২৫| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:২৭

সোমা দাস বসু বলেছেন: অসাধারণ , আরও এইরকম কবিতা চাই , দারুন, আমি মুগ্ধ। এইরকম আরও লেখা চাই, আমি আবৃত্তি করি, তাই একটা লিঙ্ক দিলাম।
https://www.facebook.com/SOMA-DAS-BASU-123164354893460/

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

২৬| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

২৭| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৪২

ইসফানদিয়র বলেছেন: এই প্রশ্ন তো সবার সুন্দর

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

রাজসোহান বলেছেন: উত্তর জানেন?

২৮| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

কাব্য রসিক বলেছেন: সুন্দর, সুমহিতো দুটোই ;)

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ

২৯| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭

নাঈম আরিয়ান বলেছেন: বাহ...

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.