![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
রাত্রির অন্ধকারে শূন্যতা গুণে
বুকের ভেতর নিঃসঙ্গতা বুনে
কে কার অপেক্ষায় মেঘ জমায়
চোখ জুড়ে একাকীত্ব নামায়?
ভীষণ আত্মভোলা পথের বাঁকে
ছায়ার আড়ালে রোদ ঢেকে
চুপ করে সয়ে অবহেলা
কে বানালো হাওয়ার জানালা?
বিনম্র র্নিজনতায় উদ্বাস্তু মৃতফুল
ঝরে গেলে বলো কবেকার ভুল
জোনাকীর পিছু হারালে পথ হঠাৎ
কে তবে পাড়ি দিলো তেপান্তর মাঠ?
কেউ কি জানে কতোটা স্মৃতির পাতা
ওল্টালে শেষ হবে অতীতের খাতা?
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩
রাজসোহান বলেছেন: কৃতজ্ঞতা সুমন ভাই।
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯
নাগরিক কবি বলেছেন: অতীতের খাতা কি কখনো শেষ হয়?
ভাল ছিল।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৭
রাজসোহান বলেছেন: খাতা শেষ হয়না বলেই প্যারা
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:১৪
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কেউ কি জানে কতোটা স্মৃতির পাতা
ওল্টালে শেষ হবে অতীতের খাতা?
ভেতরে নাড়া দিয়ে যাওয়া একটা প্রশ্ন। ফিসফিসিয়ে বলছি শুনুন, কবিতাটা আমার অনেক ভালো লেগেছে। কাউকে বলে দিয়ে আবার আমার বিপদ ডেকে আনবেন না প্লিজ
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১০
রাজসোহান বলেছেন: হাহা ভালো থাকবেন মেহের মুন!
৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কেউ কি জানে কতোটা স্মৃতির পাতা
ওল্টালে শেষ হবে অতীতের খাতা?
খুব সুন্দর।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১২
রাজসোহান বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাই!
৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:১৭
আরণ্যক রাখাল বলেছেন: কেউ কি জানে কতোটা স্মৃতির পাতা
ওল্টালে শেষ হবে অতীতের খাতা?
খুব সুন্দর। বুকে একটা অজানা ব্যাথা সৃষ্টি করে যেন। কথ্য, অব্যক্ত ব্যথা।
এই লিরিকটা গানে নিতে পারলে খুব ভাল হত। আপনার পরিচিত কেউ এটা করার জন্য?
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩
রাজসোহান বলেছেন: কেউ নাই ভাই। থাকলে এতোদিনে আমার সব লিরিক গান গাইয়া ইউটিউবে আপলোডাইয়া দিতাম ভাই
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪
জেন রসি বলেছেন: কেউ কি জানে কতোটা স্মৃতির পাতা
ওল্টালে শেষ হবে অতীতের খাতা?
কেউ জানেনা, কেউ জানেনা!
ভালো লেগেছে।
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪
রাজসোহান বলেছেন: থেংকু জেন আপু
৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪
গেম চেঞ্জার বলেছেন: অতীতকে অতীতের মতো থাকতে দিই আমি।
মানুষের বর্তমান ও অতীতের মধ্যে পার্থক্য নাও থাকতে পারে আবার থাকতেও পারে, এমন পার্থক্য থাকাও অস্বাভাবিক নয় যার মধ্যে আকাশ পাতাল তফাৎ!
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪০
রাজসোহান বলেছেন: অতীতের একটা ত্যানাও কাছে রাখতে হয়না। অতীত মুছে যাবে অতীতের মতো, ভালো হোক আর মন্দ হোক। এটাই সত্য।
"আমরা অতীত বয়ে বেড়াচ্ছি। সময়ের ফেরিওয়ালা।" এটা হলো আবেগী লুতুপুতু কথা। এটা লিখলে দুয়েক্টা লাইক বেশী পাওয়া যায় আরকি।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: থেংকু জেন আপু
ভাই এই দুপুর বেলা কি সব রসিকতা শুরু করলেন!
ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠ্যালা!
ভূতের নাম রসি!
হাঁটু গেড়ে বসি!
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭
রাজসোহান বলেছেন: আপনাকে আমি দীর্ঘদিন আপু ভাবছি। কতদিন ভাবছি কীভাবে এই হাইথটের মেয়ের সাথে ভাব জমানো যায়
৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪২
গেম চেঞ্জার বলেছেন: ব্লগে তাহলে একই অক্ষরে দুইজন আপু পাওয়া গেল, জুন আপু আর জেন আপু!
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯
রাজসোহান বলেছেন: কে যে কার প্রক্সি আইডি
১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিরিক হয়েছে রাজসোহান ভাই।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:২১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ! শুভেচ্ছা নিবেন।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪৯
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহা.. জেন রসি ভাইয়ার নামটা আগে চোখে লাগত জন রেসি হিসেবে। আর সাথে সাথে নায়িকা রেসির নাম মনে হয়ে যেত বলে আমিও ভাবতাম ইহা রমনী বৈ আর কিছুই নয় পরে বিভিন্ন পোস্টে এই নাম বিষয়ক বিতর্ক চালু থাকায় আমার ভুল ভাঙে।
কিন্তু ভাইয়া আমিও আপনার মত ভূতের ঠ্যালা খাওয়া। মানুষজন আমাকে ভাই ভাবে। কি বিপদ!
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:২২
রাজসোহান বলেছেন: আমি একবারেই চিনে ফেলছি
১২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:২৬
কালীদাস বলেছেন: আবার ইনসমনিয়াক হয়ে গেছ লাগে?
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:২৩
রাজসোহান বলেছেন: সারাজীবনই ইনসমনিয়াক কাইটা গেলো ভাই
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৩০
অপ্সরা বলেছেন: ভাইয়া লেখাটা পড়ে মুগ্ধ হলাম!!!!!
কিন্তু জিনিভাইয়া আর গেমুভাইয়ার মন্তব্য পড়ে হাসতে হাসতে মারা গেলাম!!!!
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৩৭
রাজসোহান বলেছেন: এমন মুগ্ধ মৃত্যু কজনার হয়?
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৪০
অপ্সরা বলেছেন: হায় হায় তুমি দেখি পুরাই দেবদাস কবি স্টাইলে কথা বলা শিখে গেছো পিচ্চু ভাইয়ু!!!!!!!!
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৫৬
রাজসোহান বলেছেন: জীবনে শিখার শেষ নাই
১৫| ০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানার আগেই তো যবনিকা টানতে হয় জীবনের, জানবো কবে!!
লিরিক ভালো লাগলো ভাই।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:২৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই।
১৬| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১১
আলভী রহমান শোভন বলেছেন: বাহ !
০৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:২৫
রাজসোহান বলেছেন: হেহে
১৭| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:২০
জাহিদ অনিক বলেছেন: জেন রসি বলেছেন: লেখক বলেছেন: থেংকু জেন আপু
ভাই এই দুপুর বেলা কি সব রসিকতা শুরু করলেন!
ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠ্যালা!
ভূতের নাম রসি!
হাঁটু গেড়ে বসি!
হা হা হা হা রসি ভাই, আপনার ফেসবুক পোষ্টটা ব্লগেও দিয়ে দিন (ছবি সহ)
আর গীতিকার ভাই? গেয়ে শুনাবেন না ?? আমি যে সুর মেলাতে গিয়ে মরে যাচ্ছি , আমার বেসুরা গলা গোঁ গোঁ করে যাচ্ছে
০৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:২৬
রাজসোহান বলেছেন: আপনিই গেয়ে শোনান
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:২১
সুমন কর বলেছেন: আপনার লেখা পড়তে ভালো লাগে। সুন্দর। +।