নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

লিরিকঃ স্বপ্নেও শুনবে না বৃষ্টির কান্না

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৪১



-
-
-
-
-
তোমার বাড়ির সামনে একটা শিউলি গাছ
গাছটা নুয়ে পড়ে ফুলের ভারে
তোমার বাড়ির ছাদে একটা বিশাল আকাশ
রাত্রি হলে তারায় তারায় ভরে

অথচ আমি জানতাম
তুমি চলে গেলে
শহরে কোনও ফুল ফুটবে না
আরও জানতাম
আমাকে ভুলে গেলে
আকাশে কোন তারা জ্বলবে না

তোমার ঘুমদুপুরে এখনও জোড়া বেঁধে
উঠোনে হাঁটে শালিক পাখি
তোমার উদাসী বিকেলে কোন অজুহাতে
উড়ে যায় একশ বুনোপাখি

অথচ আমি জানতাম
তুমি চলে গেলে
শহরে কোনও পাখি উড়বে না
আরও জানতাম
আমাকে ভুলে গেলে
গোধুলী বিকেল রঙ ছড়াবে না।

তোমার মানচিত্রে কার ছায়া ছড়িয়ে জড়িয়ে
জটবেঁধে ছুঁয়ে গেছে আহত স্পর্শ
তোমার একা সাদা মেঘে দীর্ঘশ্বাস উড়িয়ে
কার স্বপ্ন পুড়ে হলো নিঃস্ব

অথচ আমি জানতাম
তুমি চলে গেলে
শহরে কোনও মেঘ আসবে না
আরও জানতাম
আমাকে ভুলে গেলে
স্বপ্নেও শুনবে না বৃষ্টির কান্না

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর। সুর ও কন্ঠ লেগে থাকলে লিঙ্ক দিয়েন।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৪

রাজসোহান বলেছেন: গাওয়ার কেউ নাই ভাই :(

২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ২:১৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভার লাগল ।
তোমার মানচিত্রে কার ছায়া ছড়িয়ে জড়িয়ে
জটবেঁধে ছুঁয়ে গেছে আহত স্পর্শ
তোমার একা সাদা মেঘ দীর্ঘশ্বাস উড়িয়ে
কার স্বপ্ন পুড়ে হলো নিঃস্ব।

শুভেচ্ছা রইল ।

০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৪:১২

রাজসোহান বলেছেন: ধন্যবাদ ডাক্তার ভাই।

৩| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৩:০৩

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর। মন ছুঁয়ে গেল। আপনার লিরিকের জন্য শুভ কামনা রইল। আশা করি শীঘ্রই সুর দিয়ে গানে রূপ দিতে পারবেন।

০৫ ই মার্চ, ২০১৭ ভোর ৪:১৩

রাজসোহান বলেছেন: শুভেচ্ছা জানানোয় ধন্যবাদ। সেই ৫৭ সাল থেকে দেখা স্বপ্ন আশা করি একদিন পূরণ হবে :|

৪| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৭:১০

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: বাহ!
কল্পনায় বাপ্পা-ফাহমিদা জুটির কন্ঠে একবার শুনে নিলাম। দেখা যাক আর কে কে গেয়ে শুনায় ;)

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২০

রাজসোহান বলেছেন: কল্পনাতেই শুনেন, আমিও শুনি! শুভ সকাল!

৫| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪৭

দৃষ্টিসীমানা বলেছেন: অসাধারণ , একবার কণ্ঠে তুলে দিন বাজতেই থাকবে । শুভ কামনা রইল ।

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ সীমানা!

৬| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিরিক্স। আশাকরি সুন্দর সুরে সুন্দর কন্ঠে অচিরেই গীত হবে।
তোমার ঘুমদুপুরে এখনও জোড়া বেঁধে
উঠোনে হাঁটে শালিক পাখি
তোমার উদাসী বিকেলে কোন অজুহাতে
উড়ে যায় একশ বুনোপাখি
- চমৎকার, মন ছোঁয়া!

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

রাজসোহান বলেছেন: কোনও একদিন!

৭| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

৮| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর গানের কথামালা, বেশ ভালো লাগলো। অভিনন্দন...

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ আলো!

৯| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর একটি সুরারোপ করা হলে নিশ্চয়ই
গানটি সার্থক হবে।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৫

রাজসোহান বলেছেন: মনে হয়!

১০| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: অনেক অনেক সুন্দর।
তোমার মানচিত্রে কার ছায়া ছড়িয়ে জড়িয়ে
জটবেঁধে ছুঁয়ে গেছে আহত স্পর্শ
তোমার একা সাদা মেঘে দীর্ঘশ্বাস উড়িয়ে
কার স্বপ্ন পুড়ে হলো নিঃস্ব

অসাধারণ

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন :)

১১| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৯

কালীদাস বলেছেন:
অথচ আমি জানতাম
তুমি চলে গেলে
শহরে কোনও মেঘ আসবে না
আরও জানতাম
আমাকে ভুলে গেলে
স্বপ্নেও শুনবে না বৃষ্টির কান্না


ভুল :( দুনিয়ার কোন কিছু কারও জন্য আটকে থাকে না :((
সময় পেলে একটা চখাম হার্ডরক কম্পোজ করতে পারতাম এটা থেকে :|

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৭

রাজসোহান বলেছেন: বানাওনা। এমন করো ক্যান :((

১৩| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৩:১৮

মূর্তজা ফয়সাল(শুভ্র) বলেছেন: বেশ

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:২৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.