নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

লিরিকঃ একটা প্রেমিক খুঁজে দাও যে পুরোপুরি প্রেমিকাকে জানে

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:৩১



-
-
-
-

মন হারানোর আনকোরা এই রাতে
কেড়ে নিলে যদি নির্ঘুম কবিতা,
স্মৃতির মৃণালে আজ নৈঃশব্দ্য হেঁটে
গালে দাগ রেখে যায় কার কথা?

শহরের শেষ বিকেলে যে স্বপ্ননদী গাঁথা
জলের স্রোত যদি কেড়ে নিলে,
নূপুর ছুঁয়ে তবে শ্রাবণ নামুক অযথা
ক্লান্ত দেহে সন্ধ্যা নেমে এলে।

স্বপ্নহীনের থাকেনা ফেরার পথ আঁকা
সাদা ক্যানভাসও যদি ছিঁড়ে নিলে,
আঁচলে বাঁধা পড়ে স্বভাব হলো বাঁকা
চোখের ভেতর কার বাঁধন যায় খুলে।

ওকে কেউ বলো শিখেছি আমিও
রাখতে মুড়ে আদর সেলফোনে,
একটা প্রেমিক খুঁজে কেউ দেখাও
যে পুরোপুরি প্রেমিকাকে জানে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৮

সুমন কর বলেছেন: পড়তে ভালো লাগল।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৬

রাজসোহান বলেছেন: ভালো লাগাটাই অনেক পাওয়া ভাই।

২| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৫

মোস্তফা সোহেল বলেছেন: প্রেমিকরা কি আসলেই পুরোপুরি প্রেমিকাদের কে চিনতে পারে?

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৬

রাজসোহান বলেছেন: জাতির কাছে প্রশ্ন!

৩| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৪

ধ্রুবক আলো বলেছেন: শেষের লাইন গুলো বেশি ভালো লাগলো +।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৭

রাজসোহান বলেছেন: আমারও ভালো লেগেছে!

৪| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

আরণ্যক রাখাল বলেছেন: I think, I know :)

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৭

রাজসোহান বলেছেন: কে ভাই? আমার ফেসবুক ইনবক্সে বলে দেন :(

৫| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯

হাসান মাহবুব বলেছেন: গালে দাগ রেখে যায় কার কথা?

কেডা থাবর দিছে তুমারে? =p~

১২ ই মার্চ, ২০১৭ ভোর ৫:২৮

রাজসোহান বলেছেন: আফসানা দিয়া :(

৬| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯

বিজন রয় বলেছেন: প্রথম দুই প্যারা অনেক ভাল হয়েছে।

দুঃখ থেকে বেরিয়ে আসুন এবার।

১২ ই মার্চ, ২০১৭ ভোর ৫:২৯

রাজসোহান বলেছেন: এছাড়া আর কিছু নাই।

৭| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ভালো। সুন্দর।

পুত্তুম পিলাচ দিতে ব্যর্থ হলাম।

১২ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৩০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই :)

৮| ১২ ই মার্চ, ২০১৭ ভোর ৬:০৫

আলী প্রাণ বলেছেন: দারুণ তো! দুর্দান্ত! +

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

রাজসোহান বলেছেন: :)

৯| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

রাজসোহান বলেছেন: :)

১০| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৪

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

রাজসোহান বলেছেন: থেংকু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.