![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
এখনো এখানে কুয়াশা ঝড়ে শীতের প্রেমে
এখনো মিছিলের দল মানুষের কথা বলে।
চায়ের দামে শরীর পাবে তবু মন নেই,
তবু এই শহরে আর প্রেম নেই; একটুও নেই।
থাকবে কি? ওরাতো কবেই গেছে মরে -
যারা প্রেমের লোভে চড়ে
পৃথিবীর কিমাকার ডাইনামোর প'রে।
- জীবন বাবুর ঘোড়া কবিতা থেকে শেষ লাইন নিয়েছি বলে কালপুরুষের কাছে ক্ষমাপ্রার্থনা।
০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০৮
রাজসোহান বলেছেন: হাহা, এখন পর্যন্ত একমাত্র পিলাচ
২| ০৮ ই জুন, ২০১৭ সকাল ৯:২৬
বিজন রয় বলেছেন: একদিন মানুষের মিছিলে প্রেমের অনুধাবন উদ্ভব হয়েছিল, একদিন আমি সে মিছিলের নেতৃত্বে ছিলাম।
দেখ, আমি এখনো আছি, আমার মন আছে।
সুন্দর।
০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ!
৩| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮
বিজন রয় বলেছেন: রাজসোজান আপনাকে আগের রূপে চাই।
০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৩
রাজসোহান বলেছেন: আগের মতোইতো আছি। ২/৩ বছর আগে যেমন ব্লগে থাকতাম তেমনই আছি।
৪| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ!!!
দ্বিতীয় পিলাচ!
০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
রাজসোহান বলেছেন: হেহেহে থেংকু।
৫| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ২:১৫
ধ্রুবক আলো বলেছেন: চায়ের দামে শরীর পাবে তবু মন নেই,
তৃতীয় পিলাচ
০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
রাজসোহান বলেছেন: পিলাচের আকালের যুগেও পিলাচ দেয়ায় থেংকু।
৬| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৯ ই জুন, ২০১৭ ভোর ৬:১৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১:৪২
হাসান মাহবুব বলেছেন: ফিউশন করচো?
১০ ই জুন, ২০১৭ রাত ৯:৫৭
রাজসোহান বলেছেন: একটা লাইন নিসি শুধু। আর কিছু মাথায় আসছিলো না।
৮| ১০ ই জুন, ২০১৭ রাত ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য প্রকাশ!
৭ম প্লাস
+++++++
১০ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪
রাজসোহান বলেছেন: কেমন আছেন! ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৭ সকাল ৯:২৩
বিজন রয় বলেছেন: পুত্তুম পিলাচ!