![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
নৈঃশব্দ গিলে খেয়েছে আমাদের
আমাদের ক্যাকোফোনি,
দলছুট শূন্য হয়েছে কতো
তোমার চলে যাবার রাত্তিরে।
তবু রুটিন করে এসেছি ফিরে
গিলেছি অন্ধকার সব রাত্তিরে,
পারিনি নিজেকে মেলতে আলোর পাড়ে
আমি শুধু হারাতে চেয়েছি সব ভাঙা মানুষের ভীড়ে।
তবু তুমি জানো
অষ্ফুট আমি, নির্বাক শব্দ পড়ে রবে সিলিংয়ে
কতো রাত্তির জুড়ে স্মৃতি জমে জমে নীল হবে,
অনেক বছর তবু ম্লানমুখ আমার ম্লান রয়ে যাবে।
তবু তুমি জানো
যতোখানি জীবন দিয়েছিলে,
ফেরার রাত্তিরে তারও বেশি নিলে।
তবু তুমি, আর কোথাও নেই।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
রাজসোহান বলেছেন: কেউ পড়ে না
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
ফয়সাল রকি বলেছেন: আমি তো পড়লাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
রাজসোহান বলেছেন: থেংকু। :প আজকে আরেকটা কবিতা দিবো। বালের কবিতা ছাড়া আর কিছু পারি না।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
ফয়সাল রকি বলেছেন: আমি তো কবিতাও লিখতে পারি না। যে দুয়েকটা গল্প লিখি মাঝে মাঝে সেগুলোর তো পাঠক খুবই কম
আমার কি হপে?
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
রাজসোহান বলেছেন: আপনার গল্পের ভবিষ্যৎ আছে ম্যান। নতুন কবিতা দিয়ে দিসি।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
রাজসোহান বলেছেন: থেংকু।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১
ইমন তোফাজ্জল বলেছেন: অদ্ভুত ভালোলাগা সোহান ,
বউ আমারে ছাইড়া গেছে সেই কবে
আমি আজও ভুলিনি তারে
মনের দুঃখে তাই বিড়ি ধরেছিরে ....
বিড়ি ধরেছি গো .............
তোমার ফোন না পেয়ে
সাই সাই বিড়ি টানি
তবু তুমি এলেনা
একপেক বিড়ি গেলো পুড়ে ....
অশাম
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
রাজসোহান বলেছেন: আপনার কবিতা পড়ে মজা পাইছি
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১
সুমন কর বলেছেন: পড়লাম, সুন্দর হয়েছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
রাজসোহান বলেছেন: হেহেহে
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: গড়পড়তা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৩
রাজসোহান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
ফয়সাল রকি বলেছেন: পুত্তুম পিলাচ। :প